Tag: ভিপি শাহজাহান

  • পুরনো স্মৃতি মনে করতেই হাউমাউ করে কাঁদছিলেন ভিপি শাহজাহান

    পুরনো স্মৃতি মনে করতেই হাউমাউ করে কাঁদছিলেন ভিপি শাহজাহান

    ডাকসুতে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দু’জন প্রগতিশীল ছাত্রনেতা প্রতিনিধিত্ব করেছেন। একজন ছিলেন এ.জি.এস অন্যজন আপ্যায়ন সম্পাদক। এ.জি.এস ছিলেন, নাসির উদ দূজা। আপ্যায়ন সম্পাদক ছিলেন, নূরুল আকতার। তাদের দু’জনের সাথে আমার স্মৃতি থাকলেও সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত একমাত্র ভি.পি মোহাম্মদ শাহজাহানের সাথে আমার কোন স্মৃতি ছিল না।

    চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফজলুল করিমকে আলাপকালে বলছিলাম স্যার চলেন একদিন ভি.পি শাহজাহানের বাসায় যাই। ঝটপট সম্মতি। তারই আলোকে একদিন শুক্রবার সকালে আমরা দু’জন ভি.পি শাহজাহানের মুখোমুখি হই।

    ভি.পি শাহজাহান (৬৭)। সনদে তাঁর নাম মোহাম্মদ শাহজাহান। তিনি ১৯৭২ সালে অনুষ্ঠিত সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভি.পি নির্বাচিত হন। অদ্যাবধি আর কোন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় তিনিই সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত একমাত্র ভি.পি।

    মহান মুক্তিযুদ্ধে তিনি বি.এল এফ ছিলেন। ১৯৯১ সালের বন্যায় বি.এল এফ সনদ হারিয়েছেন বলে জানান।

    আলোচনায় উঠে আসে তাঁর বাল্য বন্ধু মুক্তিযুদ্ধকালীন সন্দ্বীপ থানা কমান্ডার মো: রফিকুল ইসলাম চেয়ারম্যান, মো: মাহাবুবুল আলম চেয়ারম্যান ও মো: হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমুখের নাম।

    যখন তিনি আমার থেকে জানলেন জাসদ নেতা মো: আবুল কাসেম ইন্তেকাল করেছেন তখন তিনি হাউমাউ করে কাঁদছিলেন। আলাপচারিতায় পুরনো স্মৃতি যতবারই উঠে এসেছে ততবারই তিনি কেঁদেছেন।

    পড়ালেখা শেষে প্রথমে ঠিকাদারি পরে ঔষধ ব্যবসায় মনযোগী হলেও ব্যবসা তিনি জমাতে পারেননি।

    ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রথমবার এবং ২০১৭ সালের ১৫ আগষ্ট দ্বিতীয়বার তিনি ষ্ট্রোক করেন। দু’বার ষ্ট্রোক করার কারনে এখন তিনি অনিচ্ছাকৃত অবসর সময় কাটাচ্ছেন।

    ১৯৯৯ সালে ষ্ট্রোক করার পর থেকে প্যারালাইজড তাঁর নিত্য সঙ্গী।

    ২০০৫ সালে কিছুটা রাজনৈতিক কারনে সপরিবারে সন্দ্বীপ ছাড়েন বলে জানান ভি.পি শাহজাহান।

    তিনি ১৯৬৯ সালে সন্দ্বীপ মডেল হাই স্কুল থেকে এস.এস.সি এবং ১৯৭২ সালে সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ থেকে আই.এ পাশ করেন।

    ভি.পি শাহজাহান হরিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ মৌলভী আবদুস সালামের বাড়িতে ১৯৫২ সালের ১৮ আগষ্ট জন্মগ্রহন করেন। তাঁর পিতা-মাতা-স্ত্রী যথাক্রমে মুন্সী আবুল কাসেম, সখিনা খাতুন ও আফতাব আরা খানম।

    ব্যাক্তিগত জীবনে তিনি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তাঁর কন্যা মেহের আফরোজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স এবং পুত্র শাহ মোহাম্মদ তানভীর হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম.বি এ ডিগ্রী সম্পন্ন করেছেন।

    এখন তিনি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সেসাইটির ১ নম্বর সড়কের ৬৯ নম্বর বাড়ির ইউনিট ৬/বি ফ্ল্যাটে বসবাস করছেন।

    লেখক-অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।