Tag: ভিপি হারুন

  • প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর সরকার:ভিপি হারুন

    প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর সরকার:ভিপি হারুন

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম- ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে মৌলভী বাজার পার্টি অফিস থেকে গণসংযোগ শুরু হয়ে কালুরঘাট ব্রীজের পাশে শেষ হয়।

    এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খলেদা জিয়ার সালাম পৌঁছে দেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে কালুরঘাটে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেন, আওয়ামীলীগ ভোটরোগে আক্রান্ত। ভোট তথা নির্বাচনের কথা উঠলেই আওয়ামীলীগের চরিত্র দেশবাসীর কাছে ফুটে উঠে। আজ ৩ জানুয়ারী বোয়ালখালীতে নির্বাচনী গণসংযোগে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ানের উপর হামলা প্রমাণ করে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে নির্বাচনের নামে ছলচাতুরীতে ব্যস্ত। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার হরণ করে ক্ষান্ত হয়নি, দেশবাসীর সাথে প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর।

    তিনি এ সময় অবিলম্বে আবু সুফিয়ানের উপর হামলাকরীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান এবং নির্বাচন কমিশনকে আহবান জানান গণতন্ত্রের স্বার্থে আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন সুষ্ঠু করার। মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনসহ প্রশাসনকে।

    অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবেন। মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রীব।

    ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ও ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু।

    পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক দীপংকর ভট্টচার্য, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমদ মানিক, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ সম্পাদক জিয়াউল হক মিন্টু, জহিরুল ইসলাম, শেখ কামাল আলম, আবু বক্কর ছিদ্দিকী আবু, মো. দেলোয়ার হোসেন, মো. সাইদুল, নগর যুবদলের সদস্য জাহেরী মাসুদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, খোরশেদ আলম রুবেল, নবী, বাবর, ইয়াছিন, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক রিদুয়ান হোসেন জনি, জাবেদ আলী, থানা যুবদলের সদস্য আমজাদ, রুবেল, ৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ৫ নং মোহরা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহমান, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এস এম অভি প্রমুখ।

  • আ’লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের কব্জায় নিয়েছে:ভিপি হারুন

    আ’লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের কব্জায় নিয়েছে:ভিপি হারুন

    বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেছেন, আওয়ামীলীগ কখনই জনগণকে বিশ্বাস করে না। সেজন্য ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামীলীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের দলীয় কব্জায় নিয়েছে।

    চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের জোয়ার দেখে পরাজয় নিশ্চিত জেনে পেশী শক্তি দেখানোর জন্য নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর গতকাল রাতের আধারে ন্যাক্কারজনক হামলা করেছে। এই হামলায় প্রমাণ করে আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়। জনগণের উপর আস্থা নেই।

    তিনি আজ বুধবার (১ জানুয়ারী) বিকালে পুরাতন চান্দগাঁও থানার সামনে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের উপর হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    বিশের অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, চান্দগাঁও’র মাটির সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার সম্পার্ক। কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার অমর বাণী ঘোষণা করেছিলেন। সেই চান্দগাঁও’র সন্তান নগর নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর রাতের আধারে আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ স্বশস্ত্র হামলা করেছে। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে চান্দগাঁও’র মানুষের ভোট পাবে না বিধায় পেশী শক্তি প্রদর্শনে ব্যস্ত আওয়ামীলীগ। মামলা হামলা মাথায় নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি। তিনি অবিলম্বে হামলাকরীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল পুরাতন চান্দগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।

    চট্টগ্রাম মহনগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সবুক্তগীন সিদ্দিকী মক্কি, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা সদস্য মফজল আহমদ চৌধুরী।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি নুর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, ম. হামিদ, মো. মুসা, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমদ মানিক, জাফর আহমদ খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, সহ সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, জিয়াউল হক মিন্টু, জহিরুল ইসলাম, এস এম ফারুক, হাফেজ কামাল উদ্দিন জাহাঙ্গির আলম বাবু, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, মো. সাইদুল, আবুল কালাম আবু, আবু বক্কর ছিদ্দিকী আবু, দেলোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য আবদুর রহমান আলমগীর, মো. কলিম উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, জাহেরী মাসুদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সভাপতি এস এম আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. জাবেদ, ৮ নং ওয়ার্ড সভাপতি মো. জাফর, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি মো. হাসান, ৬ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক এসকান্দর হোসেন, ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মাসুদ আলম, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের সাইফুল ইসলাম প্রমুখ।