Tag: ভূখন্ড

  • সারাজীবনের সংগ্রামে জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু

    সারাজীবনের সংগ্রামে জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু

    শিল্পকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বিউগলে করুন সুর,শ্রদ্ধা

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ বলেন, একশ বছর আগে আজকের দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারাজীবন সংগ্রাম করে আমাদেরকে একটি জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড এনে দিয়েছিলেন।

    বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল সোনার বাংলাদেশ গড়া এবং দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেওয়া। কিন্তু সেটি তিনি করে যেতে পারেননি।

    তার সেই স্বপ্ন পুরণ করতে আমাদের আজকের দিনের অঙ্গিকার হচ্ছে জাতির পিতার সুযোগ্য কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অর্থনৈতিক মুক্তি আনা।

    তাছাড়া আজ জাতীয় শিশু দিবসে আমাদের জাতির পিতার জীবন ইতিহাস শুনে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করবে এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য।

    চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

    শ্রদ্ধা ও ভালবাসার নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয় বন্দর নগরী চট্টগ্রামে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয় দিনব্যাপী কর্মসূচি।

    এর মাঝে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বিউগলে করুন সুর বাজানোর সাথে সশস্ত্র শ্রদ্ধা জানানো হয়।

    এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ মুক্তিযোদ্ধারা।

    এসময় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন করা হয়। পরে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজন চলবে দিনব্যাপী।

    এছাড়া সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পালন করছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

    ২৪ ঘন্টা/প্রিন্স