Tag: ভোট প্রদান

  • রাউজানে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

    রাউজানে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের আমিরহাট বাজার ব্যবসায়ীদের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। গনতান্ত্রিক ভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

    সকাল সাড়ে ৯টায় দেখাযায় লাইনে দাড়িয়েঁ ভোটারগন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে অপেক্ষা করছেন।জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়া নতুন প্রজম্মের ব্যবসায়ী আনিস হাস্যজ্জোল মুখে বলেন আমার খুব ভাল লাগছে মনের মত করে আজ ভোট দিতে পেরে।

    এদিকে লাইনে দাড়ানো অনেকে বলেন জাতীয় ও ইউপি নির্বিচনকে হার মানিয়েছে বাজার ব্যবসায়ীদের ভোটের আমেজ।সকাল থেকে ব্যবসায়ী ছাড়াও শত শত উৎসুক মানুষ ভীর জমিয়েছে বাজারের অলি গলিতে।

    শান্ত ও সুষ্ট পরিবেশে ভোট গ্রহনের লক্ষে থানা প্রশানের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ আফিসার অলিউল্লাহ ও আমজাদ হোসেন। সকাল সাড়ে ১২টা পর্যন্ত ২২৯জন ভোটার ভোট প্রয়োগ করেছেন বলে জানান প্রিসাইডিং অফিসার এস এম বাবর।

    এদিকে ২৫৯জন ভোটার তাদের ভোট প্রয়োগ করা শেষ হলে বিকাল ৫টার পর ভোট গননা শুরু হবে। ৭টি পদের অনুকূলে ২১জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন বলে জানান নির্বাচন কমিশনার এনামুল হক সওদাগর।

    দুই মহিলা ভোটারের মধ্য নুর জাহান ভোট দিয়ে বের হওয়ার সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ভোট দিতে পেরে আমার খুব আনন্দ লাগছে।

    এদিকে হলদিয়া-ডাবুয়ার দু ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম ও আলহাজ্ব আবদু রহমান চৌধুরী ভোট প্রদান করে তাদের প্রতিক্রিয়ায় বলেন ভোট দিতে গিয়ে খুব ভাল লেগেছে। তবে আমরা বলবো হার জিত থাকবে, আমরা আশা রাখব বিজয়ী ও বিজীত সকলেই মিলে বাজারের সুন্দর্য্য ও ব্যবসায়ীদের কল্যানে মিলে মিশে কাজ করবে।

    সভাপতি প্রার্থী আলহাজ্ব আলী সিদ্দিকী ও নাসির উদ্দিন ইলিয়াছ দুজনই জানান ভাল পরিবেশে ভোটারগন ভোট দিচ্ছেন আমাদের কোন ধরনের অভিযোগ নেই।

    সেক্রেটারী প্রার্থী জাহাংগীর বলেন ফলাফল যাই হওক আমি মেনে নেব।অর্থ সম্পাদক প্রার্থী সুজন সেন বলেন ভাল ভোট হচ্ছে। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মামুন বলেন ভোটারদের মাঝে এত আনন্দ উদ্দীপনা আর কোন ভোটে দেখিনি।