Tag: ভ্রমণ

  • নভেম্বর থেকে শর্ত শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণ

    নভেম্বর থেকে শর্ত শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণ

    করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের ফলে আরোপ করা ভ্রমণের শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃবিতে হোয়াইট হাউজ বলেছে, নভেম্বর থেকে চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রায় সব দেশ মিলে ৩৩টি দেশের করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকাপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

    হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের বাধ্যতামূলকভাবে শুধু করোনা পরীক্ষা করাতে হলেও কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা থাকছে না। ভ্রমণের আগের তিন দিনের মধ্যেকার করানো নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

    হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের কথা বিবেচনা করেই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

    অথচ গত সপ্তাহেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল, কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির এই সময়ে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা উচিত হবে না।

    যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পাওয়া কোভিড-১৯ টিকা ছাড়া অন্যান্য টিকা নিলে দেশটিতে ভ্রমণ করা যাবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং কবে থেকে এই নিষেধাজ্ঞা শিথিল কার্যকর হবে তার তারিখ উল্লেখ করা হয়নি। নভেম্বরের শুরু থেকে হবে এতটুকুই জানানো হয়েছে।

    গত বছর মার্চে দেশটিতে ভ্রমণ নিষেদ্ধাজ্ঞা আরোপ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এন-কে

  • কনকর্ড ফয়’স লেক ভ্রমণে আগরতলা সাংবাদিক প্রতিনিধি দল

    কনকর্ড ফয়’স লেক ভ্রমণে আগরতলা সাংবাদিক প্রতিনিধি দল

    ২৪ ঘন্টা ডট নিউজ। গণমাধ্যম ডেস্ক : ত্রিপুরার স্যন্দন পত্রিকার ক্রীড়া সাংবাদিক সরযু চক্রবর্তীর নেতৃত্বে আগরতলা থেকে ১৮ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল সম্প্রতি ফয়’স লেক ভ্রমণে আসেন।

    ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে আগত সাংবাদিকরা কনকর্ড গ্রুপের কর্মকর্তাদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় শেষে পার্কের সৌন্দর্য্যে তারা মুগদ্ধতা প্রকাশ করেন।

    এরপর পরিবেশ বান্ধব ব্যাটারিচালিত বোটে লেকভ্রমণ শেষে ওয়াটারপার্ক সী-ওয়ার্ল্ড এর সকল রাইড উপভোগ করেন। সার্কেল ওয়েভপুলসহ সকল রাইড উপভোগে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

    ফয়’স লেক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার কমান্ডার (অব:) এস এম মনোয়ারুল ইসলাম আগত সাংবাদিকদের সাথে কেক কেটে তাদের এ ভ্রমণকে উদ্যাপন করেন।

    পরিশেষে সকলে মিলে সান্ধ্যকালীন নাস্তা গ্রহণের সাথে ত্রিপুরা ও চট্টগ্রামের বাণিজ্য ও পর্যটণ উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। পাঁচঘন্টা ভ্রমণ শেষে অতিথি সাংবাদিকবৃন্দ জানান এ ভ্রমণ তাদের চট্টগ্রামে বেড়ানোর আনন্দকে বাড়িয়ে দিয়েছে।

    আগরতলা সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফারুক ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী ।