Tag: ভ্রাম্যমাণ আদালত

  • অতিরিক্ত মুনাফায় পেঁয়াজ বিক্রি করায় বাঁশখালীতে ৭ দোকানির জরিমানা

    অতিরিক্ত মুনাফায় পেঁয়াজ বিক্রি করায় বাঁশখালীতে ৭ দোকানির জরিমানা

    অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বাঁশখালীতে সাত দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১১ ডিসেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে টাইম বাজার, চাম্বল ও প্রেম এ অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা

    চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা

    পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া উন্মুক্ত স্থানে ছড়িয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

    সোমবার (১৫ মে) বিকেল ৪টার দিকে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয়রা কারখানায় পরিবেশ দূষণের বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে কারখানাটিতে অভিযান পরিচালনা করে জরিমানা এবং সতর্ক করা হয়। ওই সময় কারখানায় পরিবেশসম্মত উপায়ে উৎপাদন করা হবে বলে কর্তৃপক্ষ অঙ্গীকার করে। কিন্তু পুনরায় তারা কালো ধোঁয়া উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখে। এতে করে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, অভিযানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। কারখানার সার্বিক অবস্থা খুবই নাজুক হিসেবে প্রতীয়মান হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন কারখানাটিকে পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মতামত দেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন। পরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং জরিমানা করা হয়। পরিবেশসম্মত উপায়ে উৎপাদন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধের সন্ধান : লক্ষাধিক টাকা জরিমানা

    ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধের সন্ধান : লক্ষাধিক টাকা জরিমানা

    চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারের দোতালায় ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিএসটিআই ঔষধ প্রশাসন অধিদপ্তর।

    আজ ২৮ মার্চ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

    অভিযানকালে দোকানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ সেক্সুয়াল ওষুধ, ডায়াবেটিস রোগের ওষুধ, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধ, বিভিন্ন প্রকার মলম ও ব্যাথানাশক তেল জব্দ করা হয়। এসকল ঔষধের গায়ে “ভ্যারাইটিস ইউনানী” নামক দোকানের লেবেল লাগানো ছিল। দোকান মালিক না থাকলেও ম্যানেজার এসকল ওষুধ তৈরির কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। এছাড়া দোকানটিতে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মধু বিক্রি করতে দেখা যায়। দোকানটি থেকে প্রায় ২ লাখ টাকার এসকল অবৈধ মালামাল জব্দ করা হয়। এসময় দোকানের ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এরপর নগরীর জিইসি মোড়ের কিউপিএস নামক মডেল ফার্মেসীতে ফার্মাসিস্ট না থাকা এবং শুল্ক ফাকি দেয়া ও নকল প্রশাধনী সামগ্রী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

    চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

    চটকদার বিজ্ঞাপন দিয়ে ভেজাল ঘি, মধু এবং ওষুধ বিক্রির অভিযোগে চট্টগ্রামের দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর বায়েজিদ এলাকার কল্পনা কমোডিটিস এবং বিকেলে মুরাদপুর এলাকার এক্সেলেন্ট ওয়ার্ল্ড নামের দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। বিএসটিআই ও ওষুধ প্রশাধন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ের করিমস আইকন ভবনের সাততলায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামের একটি ভেজাল পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া যৌন উত্তেজক ট্যাবলেট, গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের ট্যাবলেটসহ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রোগা থেকে মোটা হওয়া, হার্টের সমস্যা দূর করা, মেয়েদের ঋতুকালীন বিভিন্ন সমস্যা দূর করা এবং সর্দি-কাশি নিরাময়ের মতো বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।

    এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে বডি লোশন এবং মধু বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব ভেজাল ও অবৈধ পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের প্রতারিত করে আসছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু তাহেরকে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় দুই লাখ টাকার নকল, অবৈধ ও ভেজাল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়।

    একই দিন সকালে বায়েজীদ এলাকার বিসিক শিল্পনগরীতে কল্পনা কমোডিটিস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কল্পনা কমোডিটিস নামের ওই কারখানাটিতে ঘি তৈরি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ১০ ধরনের ঘি তৈরি করে বিএসটিআইয়ের ভুয়া লোগো লাগিয়ে বাজারজাত করে আসছিল।

    ভ্রাম্যমাণ আদালত জানতে পারে কারখানাটিতে রাত ১২টার পর থেকে কাজ শুরু করে সকাল হওয়ার আগেই কাজ শেষ করা হতো। যে কারণে স্থানীয় লোকজন কারখানার কার্যক্রম সম্পর্কে জানতেন না। এসময় কারখানা মালিক জগদীশ ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

    এ ব্যাপারে সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, অবৈধ ও ভেজাল পণ্য উৎপাদন, এসব বিপণন করে সাধারণ মানুষদের প্রতারিত করা হচ্ছিল। চট্টগ্রামে অসংখ্য প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে যারা অবৈধ ও ভেজাল পণ্য বাজারজাত করে আসছিল। বিশেষত ভেজাল ঘি ও ভেজাল ওষুধ বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছিল।

  • মিরসরাইয়ে টপসয়েল বিক্রির দায়ে জরিমানা, ড্রাম্পার ট্রাক জব্দ

    মিরসরাইয়ে টপসয়েল বিক্রির দায়ে জরিমানা, ড্রাম্পার ট্রাক জব্দ

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ের করেরহাটে ফসলি জমির উর্ভর মাটি (টপসয়েল) কাটার অপরাধে ১০হাজার টাকাসহ পৃথক অভিযানে ২টি মামলায় ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় মাটি পরিবহনের দুটি ড্রাম্পার ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে এ ভ্রাম্যমাদ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদাতল পরিচালনা করেন মিরসরাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।

    ভ্রাম্যমান আদালত সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটির টপসয়েল বিক্রির সত্যতা পাওয়া যাওয়ায় মাটিকাটা আইনে ফারুক নামে এক ব্যঅক্তিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ড্রাম্পার ট্রাক জব্দ করা হয়। আদালত পরিচালনা কালিন সড়কের জায়গা দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারনের চলাচলের বিঘ্ন সৃষ্টির দায়ে করেরহাটের মেসার্স তাজমহল এন্টারপ্রাইজকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে একই অপরাধের পুনরাবৃত্তি যেন না ঘটে। এছাড়া তিনি আরো জানান, জনসার্থে এমন অভিযান নিয়মিন চলবে।

  • চট্টগ্রামে হোটেলে পচা-বাসি খাবার বিক্রি, লাখ টাকা জরিমানা

    চট্টগ্রামে হোটেলে পচা-বাসি খাবার বিক্রি, লাখ টাকা জরিমানা

    পচা-বাসি খাবার বিক্রির অপরাধে চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গিবাজার এলাকার মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড কনফেকশনারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (৮ জানুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে হোটেলটির ফ্রিজ থেকে প্রায় ২০ কেজি রান্না করা বাসি মাছ, মাংস, চিকেন ফ্রাই, রূপচাঁদা ফ্রাই জব্দ করা হয়। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নিম্নমানের এবং নোংরা। কর্মচারী ও বাবুর্চিদের কোনো মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ছিল না।

    এসময় হোটেল মালিক মোজাম্মেল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। এছাড়া তাদের বেকারিতে লাইসেন্স ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করায় সতর্ক করা হয়।

    এদিকে জেলা প্রশাসনের একই টিম বিকেলে কে সি দে রোড এলাকায় ফুটপাত দখল করে ফ্রিজ এবং গ্রিল মেশিন স্থাপন করা এবং মূল্যতালিকা ও উৎপাদনের তারিখবিহীন দই-কেক বিক্রির অপরাধে ‘বেক এন ফাস্ট’ নামের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানাসহ ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ করে।

    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, পাথরঘাটার মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড কনফেকশনারিতে অনেক মানুষ খাবার খেতে যান। যারা খাবার খেতে যান, তারা বিশ্বাস করে যান। কিন্তু হোটেলটির পরিবেশ নোংরা। তাছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয়েছিল। আমরা অভিযানে ফ্রিজ থেকে বাসি মাছ, মাংস, চিকেন ও রূপচাঁদা ফ্রাই জব্দ করেছি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

  • বোয়ালখালীতে দুই প্যাথলজি সিলগালা

    বোয়ালখালীতে দুই প্যাথলজি সিলগালা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্যাথলজিকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ জুন) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার।

    অভিযানের সময় প্যাথলজি পরিচালনার বৈধতা না থাকায় বোয়ালখালী পৌরসভার চৌধুরী হাটের মেট্রো ক্লিনিক্যাল প্যাথলজি ও উপজেলার জোটপুকুর পাড়ের হেলথ্ পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার সিলগালা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পৌরসভার অলি বেকারী মোড়ের মরিয়ম নূর দাতব্য চিকিৎসালয়ে তালা লাগিয়ে পালিয়ে যান সংশ্লিষ্টরা। ফলে তাদের বৈধতার বিষয়ে জানা যায়নি। তবে উপজেলার চৌধুরী হাটে একটি ও জোটপুকুর পাড়ের একটি প্যাথলজি সিলগালা করা হয়েছে।

  • খুলশী ও চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    খুলশী ও চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    চট্টগ্রাম নগরীর খুলশী ও চকবাজার এলাকায় করোনার বিস্তার রোধে নির্দেশনা অমান্য করে খোলা রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার (২৮ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

    অভিযানকালে মাস্ক বিতরণ করা এবং জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

  • বোয়ালখালীতে মুখে মাস্ক না থাকায় ৫ জনকে জরিমানা, দোকান সিলগালা

    বোয়ালখালীতে মুখে মাস্ক না থাকায় ৫ জনকে জরিমানা, দোকান সিলগালা

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মুখে মাস্ক না দেওয়ায় ৫জনকে জরিমানা ও সরকারি জায়গা দখল করায় দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ( ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, শ্রীপুর বুড়া মসজিদের প্রবেশ পথে সরকারি জায়গায় দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল কফিল উদ্দিন নামের এক ব্যক্তি।

    দোকান সরিয়ে নিতে বলার পরও তিনি সরিয়ে না নেওয়ায় দোকান সিলগালা করা হয় এবং মসজিদের জায়গা দখল করায় মহসিনের দোকানে তালা মেরে দেওয়া হয়।

    এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।

    ২৪ঘণ্টা/এন এম রানা/পূজন

  • ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে নামছে ভ্রাম্যমাণ আদালত

    ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে নামছে ভ্রাম্যমাণ আদালত

    রাজধানী ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে করতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

    মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় তিনি বলেন, কোভিড নিয়ে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। (করোনাভাইরাসের সংক্রমণ) একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতা নেওয়ার জন্য বলা হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিড-১৯ নিয়ে আরো সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মাস্ক পরা নিয়ে নতুন করে অভিযান শুরু হচ্ছে।’

    মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, তুরস্কে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল অ্যাসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ওজন ও পরিমাপকে ঠকছে ক্রেতারা; প্রতিকারহীন ভোগ্যপণ্যের বাজার

    ওজন ও পরিমাপকে ঠকছে ক্রেতারা; প্রতিকারহীন ভোগ্যপণ্যের বাজার

    ২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : ভোক্তাদেরকে নিরাপদ মানসম্মত খাদ্য ও ভোগ্যপণ্য সঠিক মান ও সঠিক পরিমাপে ক্রয় নিশ্চিতে দেশব্যাপী বিএসটিআই এর নিয়মিত সার্ভিল্যান্স টিম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ উৎপাদনারী, সরবরাহকারী, ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন।

    তারই অংশ হিসাবে রবিবার (০৪ অক্টোবর) বিএসটিআই চট্টগ্রাম ও ক্যাব চট্টগ্রাম কর্তৃক যৌথ বাজার সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে নগরীর রেয়াজউদ্দীন বাজারে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, ফলের দোকান, মাংশের দোকান, ও মুরগির দোকান যাচাই করা হয়।

    যাচাই কালে মের্সাস আলমগীর স্টোর, ৬০৪ স্টেশন রোড়, রেয়াজ উদ্দীন বাজার কর্তৃক বিএসটিআই মান সনদ বিহীন মুধু বিক্রয়, বিতরণ ও ও সংরক্ষন করার অপরাধে বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ১টি, হাজী জালাল স্টোর, ১০৬ সোলতান মার্কেট, রেয়াজউদ্দীন বাজার, চট্টগ্রাম কর্তৃক মোড়কজাত নিবন্ধন সনদ বিহীন অবৈধ ঘি বিক্রয়, বিতরণ ও সংরক্ষনের অপরাধে এবং মোর্সাস নাছিরের মুরগির দোকান(নাছির চিকেন হাউজ), জলিল টাউয়ার, আবদুল্লাহ সিদ্দিকী রোড়, রেয়াজ উদ্দীন বাজার, চট্টগ্রামকে ওজনে কারচুপি করায় প্রতিষ্ঠান দু’ টির বিরুদ্ধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

    অভিযান পরিচালনা কালে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ে সহকারী পরিচালক নুর মোহাম্মদ মোস্তফা, পরিদর্শক মুকুল মৃদা, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও ক্যাব পাঁচলাইশ থানার সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

    নগরীর প্রশাসনের নাগের ডগায় নগরীর অন্যতম পাইকারী ও খুচরা বাজার বেয়াজউদ্দীন বাজারের মতো জায়গায় এখনও বাটখারা দিয়ে ওজন পরিমাপ করা হচ্ছে। যাতে দেখা যাচ্ছে মুরগিতে ১ কেজিতে দেয়া হচ্ছে ৭৭৬ গ্রাম আর ২ কেজিতে ১.৫৩৯ গ্রাম। বাজার তদারিকেতে উপস্থিত ক্যাব নেতৃবৃন্দ হতবাক হয়ে যান কিভাবে প্রশাসনের বিভিন্ন লোকজনের নজরদারি সত্বেও একশ্রেণীর ব্যবসায়ীরা কিভাবে এ ধরনের প্রতারণা করে যাচ্ছেন।

    বিএসটিআই এর “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” অনুযায়ী বাজারে বাটখারার পরিবর্তে ডিজিটাল স্কেল ব্যবহার করার কথা এবং ওজন পরিমাপ যন্ত্রটির মান বছরে একবার বিএসটিআই কর্তৃক ক্যালিব্রেশন/পরিক্ষীত হবার কথা থাকলেও কোনটিই করা হয়নি। অধিকন্তু পরিমাপ যন্ত্রটির ক্যালিব্রেশন/পরীক্ষার স্টিকার/সনদটি দৃশ্যমান স্থানে লটকানোর কথা থাকলেও সাধারনত তা মানা হয় না। ব্যবসায়ীরা এমন ভাবে স্টিকারটি রাখেন যাতে শুধুমাত্র বিএসটিআইএর কর্মকর্তারা পরিদর্শনের সময় দেখতে পান। ফলে প্রতিদিন হাজার হাজার ক্রেতা ওজনে কারচুরি শিকার হচ্ছেন।

    বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রকৌশলী সেলিম রেজার সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক (ল্যাব) সর্দার শামীম সওদাগর, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব পাঁচলাইশের সাধারন সম্পাদক সেলিম জাহাঙ্গীর ও চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক ফয়সল আবদুল্লাহ আদনান, ক্যাব যুব গ্রুপের শেখ জাবের আল মিজান প্রমুখ।

    সভায় বলা হয় ভোক্তারা খাদ্য-পণ্য ছাড়াও ক্রেতারা ওজন ও পরিমাপে কারচুপির শিকার হলেও প্রতিকার পাওয়া দুস্কর। ডিজিটাল পরিমাপক যন্ত্রগুলিতে ডিজিটাল উপায়ে কারচুপি করা হচ্ছে। আর ওজন যন্ত্রটি বিএসটিআই থেকে ক্যালিব্রেশন করার পর স্টিকারটি যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। ফলে ভোক্তারা বৈধ ক্যালিব্রেশণ যন্ত্র দিয়ে পণ্য ক্রয় করার বিষয়ে জানতে পারছে না। ভোক্তাদেরকে ওজন ও পরিমাপকে কারচুপি বন্ধে বাজারভিক্তিক ব্যবসায়ীদের সাথে সচেতনতা সভা আয়োজন করা ও যৌথভাবে ওজন ও পরিমাপক মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও অনেকগুলি খাদ্য-পন্য ব্যবসায়ীরা একটি পণ্যের লাইসেন্স নিয়ে ৮/১০ পন্য বাজারজাত করছে। আবার ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে আউট র্সোসিং করে খাদ্য-পণ্য বাজারজাত করছেন। কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি যে উৎস থেকে খাদ্য-পণ্য সংগ্রহ করছেন তার মান বিএসটিআই কর্তৃক সনদ প্রাপ্ত নয়। এ ধরনের বিষয়গুলি রোধে বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে নিয়মিত মতবিনিময় করা এবং খাতঅনুযায়ী প্রাপ্ত অনিয়মগুলি সভায় উপস্থাপন করা এবং বাজার মনিটরিং বিষয়গুলি অগ্রাধিকার ভাবে সমাধান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

    ক্যাব নেতৃবৃন্দ নিরাপদ ও মানসম্মত খাদ্য পণ্য নিশ্চিতে অত্যধুনিক মান পরীক্ষাগার সুবিধার বিষয়টি উত্থাপন করেন। চট্টগ্রাম বন্দর দিয়ে সিংহভাগ খাদ্য-পণ্য আমদানি হলেও অধিকাংশ পণ্যের মান পরীক্ষা করা হয় ঢাকায়। সেকারনে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং ব্যায় বাড়ছে। বিএসটিআই আঞ্চলিক পরিচালক জানান ভবন সংকটের কারনে চট্টগ্রামে অনেক আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও পণ্যের মান পরীক্ষা সম্ভব হচ্ছে না। ভবন সংকট দূরীভুত হলে এ সমস্যা দ্রুত সমাধান হবে। পরে ক্যাব নেতৃবৃন্দ বিএসটিআইএর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন মান পরীক্ষায় ল্যাব এর সম্প্রসারিত সুবিধাগুলি পর্যবেক্ষন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাটহাজারীতে বেকারিকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

    হাটহাজারীতে বেকারিকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, পোড়া তেল এবং ক্ষতিকর ক্যামিক্যাল মিশিয়ে মিষ্টিসহ অন্যান্য বেকারি খাদ্য প্রস্তুতের কারণে ঘোষ বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৫ অক্টোবর) উপজেলার সরকারহাটে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

    সূত্র জানায়, খাদ্য ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের ধারাবাহিক এই অভিযান চলাকালে সরকার হাটের ঘোষ বেকারিতে খাদ্য প্রস্তুুতে পোড়া তেলের ব্যবহার, মিষ্টিতে তেলাপোকাসহ নানাবিধ অনিয়ম দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান,খাদ্য দ্রব্য প্রস্তুতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোড়া তেল ব্যবহারের কারণে ঘোষ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। দোকান থেকে ভোক্তা তার নিজের টাকায় পণ্য কিনে ভোগ করেন, তাই তিনি সকল ব্যবসায়ীকে ভোক্তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

    ২৪ ঘণ্টা/রিহাম/পারভেজ