Tag: ভ্রাম্যমান আদালতের অভিযান

  • সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ফার্মেসীকে জরিমানা

    সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ফার্মেসীকে জরিমানা

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি::::মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।

    এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    আজ মঙ্গলবার (১২মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান সীতাকুণ্ড পৌর সদরে উক্ত অভিযান পরিচালনা করেন।

    এসময় বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসী) মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজন দোকানীকে দোষী সাব্যস্ত করে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়।

    জরিমানা আদায়কৃত ফার্মেসীর মধ্যে রয়েছে আল আমিন ফার্মেসী ২ হাজার টাকা,আশরাফা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ভাই ভাই মেডিকেল স্টোরকে ৩ হাজার টাকা এবং কামাল মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া রুবেল নাথ নামের এক ভুয়া ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ডেন্টাল স্কয়ারকে সিলগালা করে দেওয়া হয়।

    করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বলে জানান
    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

    ২৪ ঘন্টা/এম আর

  • আড়তের মাল্টা কোল্ড স্টোরেজ মজুদ, ভূয়া আমদানি রশিদে বিক্রি

    আড়তের মাল্টা কোল্ড স্টোরেজ মজুদ, ভূয়া আমদানি রশিদে বিক্রি

    মাল্টা আমদানিকারকরা আমদানি মূল্য সংক্রান্ত এবং আড়তদারকে সরবরাহ মূল্য সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মাল্টা চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাঠাচ্ছে ফলমন্ডিতে।

    কমিশন এজেন্ট, আড়তদার, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতারা যোগসাজশে বাড়তি দামে মাল্টা বিক্রি করা হচ্ছে।

    আজ মঙ্গলবার (৫ মে) অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডের ফলমন্ডিতে সেনাবাহিনী এবং সিএমপি সদস্যদের সহযোগে আরেক দফা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলাম এবং গালিব চৌধুরী। সেনাবাহিনীর টহল টিমের লিডার ছিলেন ক্যাপ্টেন রাকিব।

    ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, নগরীর রেয়াজুদ্দিন বাজারে ব্যবসায়ীদেরকে মাল্টার খুচরা পর্যায়ে অতিরিক্ত মূল্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভ্রাম্যমাণ আদালতের নিকট স্বীকারোক্তি দেন যে, ফলমন্ডির ব্যবসায়ীরা জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের কারণে মাল্টা এখন আমদানিকারক এবং কমিশন এজেন্টদের সাথে যোগসাজশ করে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করছেন। এরপর ভোরবেলা সেসকল কোল্ড স্টোরেজ থেকে মাল্টা এনে আজকে (মঙ্গলবার) প্রতি কেজি ১৬০ টাকা বিক্রি করছে। তবে রশিদ দিচ্ছে ১৫শত টাকার।

    আবার অনেক আড়তদার রশিদ ছাড়া বাকীতে খুচরা বিক্রেতাদের হাতে মাল্টা দিয়ে দিচ্ছে। অতিরিক্ত মুনাফা অর্জন করে পরে যাতে তাদেরকে মূল্য পরিশোধ করে।

    এখানে উল্লেখ্য যে, মাল্টার গড় আমদানি খরচ ৬৫-৭০ টাকা (সকল খরচ সহ)। সে হিসেবে পাইকারিতে দাম হওয়ার কথা কেজিপ্রতি ৮০-৮৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৯০-৯৫ টাকা।

    ফলমন্ডিতে অভিযানে গেলে দেখা যায়, অধিকাংশ মাল্টা ব্যবসায়ীরা দোকান কৌশলে মাল্টা বিহীন করে অন্যান্য ফল বিক্রি করছেন। রেয়াজুদ্দিন বাজারের এক খুচরা বিক্রেতা খোকন মিয়ার সূত্র ধরে ফলমুন্ডির আল-আমিন ট্রেডার্স এ অভিযান করা হলে ঐ আড়তের ম্যানেজার সুমন ভ্রাম্যমাণ আদালতের নিকট স্বীকারোক্তি দেন যে মূলতঃ তারা কোল্ড স্টোরেজে মাল্টা সরিয়ে রেখেছেন। কৌশলে তারা চট্টগ্রাম ও ঢাকাভিত্তিক মাল্টা আমদানিকারক চক্রের সাথে সংঘবদ্ধ হয়ে কমিশন এজেন্ট, ব্রোকার, অসাধু কোল্ড স্টোরেজ, আড়তদার, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের যোগসাজশে মাল্টার দাম বেশি রাখছেন।

    এসময় আল-আমিন ট্রেডার্স এর মালিক মো.আলী হোসেন মার্কেট থেকে পালিয়ে যান। পরে আড়তের ম্যানেজারকে আর্থিক সামর্থ্য বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন।

    ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত অভিযানের পরও ফলমন্ডিতে বাজার ফল ব্যবসায়ী সমিতি কার্যকর পরে পদক্ষেপ না নেয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের সমিতির ব্যর্থতার বিষয়ে মুচলেকা আদায় করেন। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর যৌথভাবে ফল ব্যবসায়ীদের নতুন অপকৌশলের বিষয়ে সাক্ষ্যমূলক মুচলেকা দেন।

    যে সকল ফল ব্যবসায়ী এ অভিনব কারসাজিতে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

    ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ফলমণ্ডি বাজার এলাকার মাল্টা আমদানিকারক প্রতিষ্ঠান চিটাগাং ফল বাণিজ্য (প্রাঃ) লিঃ, জি.এস ট্রেডিং, মেসার্স নুবাইদ, ইব্রাহিম এন্টারপ্রাইজের লোকজন অফিস ফেলে পালিয়ে যান।

    এ সময় মাল্টা আমদানিকারক মেসার্স এন.এস ফ্রুটস ইন্টারন্যাশনাল এর অফিস খোলা পাওয়া গেলেও তাতে অফিস কাম বাসার আদলে থাকা-খাওয়ার আয়োজন করা রয়েছে ও আরেকটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রশাসনকে ফাঁকি দেয়ার জন্য সম্প্রতি দোকানের স্যাটারের সামনে যে স্থানে প্রতিষ্ঠানের নাম লেখা থাকে সেটি কৌশলে কেটে ফেলেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি:::পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজার মনিটরিং করা হয়।

    আজ মঙ্গলবার(৫ মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    এসময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। বাজার মনিটরিং এর মাধ্যমে সকল পণ্যের মূল্য স্বাভাবিক, স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বলে জানান তিনি।

    অভিযানে উপজেলার বার আউলিয়া, মাদামবিবির হাট, ভাটিয়ারী বাজারে সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    এসময় বিভিন্ন মুদির দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোট সাতটি মামলায় সাতজন দোকানীকে দোষী সাব্যস্ত করেন এবং তাৎক্ষণিক জরিমানায় দোষীদের আটচল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    এতে শীতলপুরের বগুলাবাজার ফারুক ষ্টোরকে ২০ হাজার, শীতলপুর ভাই ভাই ষ্টোরকে ৫ হাজার,বার আউলিয়া ষ্টোরকে ৫ হাজার, মাদামবিবিরহাট বিসমিল্লাহ্‌ ষ্টোরকে ৫ হাজার, মাদামবিবিরহাট জসিম ষ্টোরকে ৫ হাজার, ভাটিয়ারী সিদ্দিক ষ্টোরকে ৩ হাজার এবং ভাটিয়ারী সুমি ষ্টোরকে ৫ হাজার টাকা জড়িমানা করা হয়। এছাড়া পাইকারি মুদির দোকান গুলোকে আগামী কালের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়।

    এ সময় সেনাবাহিনীর টহল দল ও পুলিশ প্রসাশন উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকি বলেন, প্রাইকারি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য রাখা এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ না রাখায়সহ মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করছে। উপযুক্ত অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরকণ আইন, ২০০৯ ধারায় উক্ত অভিযান নিয়মিত চলবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • লক্ষ্মীপুরে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

    লক্ষ্মীপুরে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

    লক্ষ্মীপুর প্রতিনিধি:::করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে লকডাউন না মানায় লক্ষ্মীপুরের বাজারসহ অলিগলিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

    সোমবার (৪ মে) দুপুরে পৌর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন বলেন, করোনা পরিস্থিতিতে জেলায় লকডাউন চলছে। অথচ প্রশাসনের নির্দেশনা অমান্য করে ব্যবসায়ীরা দোকানপাট খুলেছে। এছাড়াও বাজারে সামাজিক দূরত্ব না মানা, অযথায় ঘুরাঘুরি, মাস্ক না ব্যবহার করা, লাইসেন্স বিহীন মোটর সাইকেল ব্যবহারের দায়ে অনেককে আটক করে বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৪৯ মামলায় জরিমানা

    চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৪৯ মামলায় জরিমানা

    চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

    সোমবার (৪ মে) নিয়মিত অভিযানের অংশ হিসেবে
    চট্টগ্রাম মহানগরের খুলশী, পাঁচলাইশ,বায়োজিদ ও চান্দগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলায় ১৪ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।

    নগরীর চকবাজার,বাকলিয়া,সদরঘাট ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ৯টি মামলায় ৯হাজার ৬শত টাকা জরিমানা করেন।

    মহানগরীর চান্দগাঁও এলাকার দেওয়ান মহসিন রোডের চেয়ারম্যান কলোনীতে সরকারি আদেশ অমান্য করে বহিরাগত ৮-১০ জন নির্মাণ শ্রমিকদের সমাগম ঘটিয়ে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় উপস্থিত ঠিকাদারকে আর্থিক সামর্থ্য বিবেচনায় ২ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

    ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অননুমোদিতভাবে দোকান খোলা রাখায় রিমা গ্লাস হাউসকে ৩ হাজার টাকা, লেপের দোকান সায়েদ স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
    সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় মুদির দোকান হাসেম স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন মহানগরীর আকবর শাহ, পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় সাড়ে ৬হাজার টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর চট্টগ্রাম মহানগরের খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় আদালত পরিচালনা করে ৬টি মামলায় ৩হাজার ৩শত টাকা জরিমানা করেছেন।

    ম্যাজিস্ট্রেট আশিক – উর – রহমান নগরীর বন্দর,ইপিজেড এবং পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১টি মামলায় ২হাজার টাকা জরিমানা করেন।এছাড়া ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক
    এলাকা: কোতোয়ালি, চকবাজার, সদরঘাট ও বাকলিয়ায় আদালত পরিচালনা করে ৮টি মামলায় ৫হাজার টাকা জরিমানা করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বাজার নিয়ন্ত্রণে অভিযান: মাল্টার কেজি শতকে

    বাজার নিয়ন্ত্রণে অভিযান: মাল্টার কেজি শতকে

    চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ ফলের আড়তে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানের ফলের মাল্টার কেজি শতকে নেমে এসেছে।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, গত ২৯ ও ৩০ এপ্রিল নগরীর ফলমন্ডিতে অভিযান চালানো হয়৷ এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক ভিটামিন-সি সমৃদ্ধ মাল্টা ফল আমদানি মূল্যের চাইতে দ্বিগুণ দামে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    আজ রবিবার (৩ মে) ফলমন্ডি বাজার মনিটরিং এ গিয়ে দেখা যায় যে, আড়ত থেকে প্রতি কার্টুন মাল্টা দেড় হাজার টাকা (১ কার্টুনে ১৫ কেজি) বা কেজি প্রতি ১শত টাকা দরে মাল্টা বিক্রি হচ্ছে।

    তিনি আরো জানান, চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে ট্রাক ভর্তি মাল্টা যাচ্ছে ফলমন্ডি থেকে । এ সকল ট্রাকের চালান এবং ফলমণ্ডির মাল্টা আড়তের রশিদ চেক করে দেখা যায়, ১শত টাকা কেজি দরে মাল্টা বিক্রি হচ্ছে।

    এছাড়া নগরীর আকবরশাহ,হালিশহর,পাহারতলী ও ডবলমুড়িং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও পণ্যেট মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৩টি মামলায় ৩হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট আশিক – উর – রহমান।

    ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর পাচলাইশ,খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ৭হাজার ৮শত টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর চট্টগ্রাম মহানগরের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২টি মামলায় ১হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার,বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালি এলাকায় আদালত পরিচালনা করে অননুমোদিতভাবে খোলা রাখায় ও মাংসের দাম বেশি নেওয়ায় ৫ টি মামলায় সাড়ে ৫হাজার টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি কাপড়ের দোকানকে ২ হাজার ৪শত টাকা, ১টি টেইলরের দোকানকে ৫শত টাকা ও ২টি ইলেকট্রনিক সামগ্রীর দোকানকে ৮ হাজার টাকা, পাহাড়তলী রেলওয়ে বাজারের এক সবজি বিক্রেতাকে ৬শত টাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করায় আকবরশাহ এলাকার একটি ফার্মেসিকে ২ হাজার টাকা ও সামাজিক দূরত্ব না মানায় ৪জনকে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।

    কোতায়ালী ও সদরঘাট থানাধীন এলাকায় আদালত পরিচালনা করে ১৬টি মামলায় ১৬হাজার ১শত টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এবং ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন ৫টি মামলায় ৩হাজার ১শত জরিমানা করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণে ৬৫ হাজার টাকা জরিমানা

    চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণে ৬৫ হাজার টাকা জরিমানা

    চট্টগ্রামে নগরীর বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

    এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় ১২টি মামলায় ৬৫ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন।

    শনিবার (২ মে) চট্টগ্রাম নগরীর বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম।

    তিনি জানান, বাজার মনিটরিং করে ৫ টি মামলায় সাড়ে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডে ত্রাণের দাবীতে মানববন্ধনের জন্য লোকজন জড়ো হলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন হালিশহর,পাহাড়তলি, ডবলমুরিং, আকবরশাহ এলাকায় আদালত পরিচালনা করে মূল্যতালিকা না থাকায় দুইটি ডিপার্টমেন্টাল স্টোর ও অহেতুক ঘোরাঘুরি করায় ৩ ব্যক্তিকে ৩টি মামলায় ২৩০০ টাকা জরিমানা করেছেন।

    এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় আদালত পরিচালনা করে ৪টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাটহাজারীতে অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারীতে অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:::চট্টগ্রামের হাটহাজারীতে গত সপ্তাহ থেকে হঠাৎ অস্থিতিশীল আদার বাজার। মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম।

    নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাটহাজারীর মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

    এ সময় অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে দুই দোকানিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

    জানা যায়, উপজেলার মদুনাঘাট এলাকায় অমিত স্টোর নামে এক মুদির দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৪৫ টাকা উল্লেখ থাকলেও উক্ত দোকানে আদা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অন্যদিকে একই এলাকার আমিন স্টোর নামে একটি মুদি দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৬০ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, মূল্য তালিকার সাথে বিক্রয়মূল্যের অসঙ্গতি পেয়ে দোকান দুটির প্রত্যেককে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

    যারা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে তারা রেহাই পাবে না উল্লেখ করে তিনি বলেন, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • পটিয়ায় করোনার সুরক্ষা সামগ্রী মজুদ,ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    পটিয়ায় করোনার সুরক্ষা সামগ্রী মজুদ,ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালের আদর্শ মান বহির্ভূত (মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,পিপিই) মিসব্রান্ডেড ঔষধ মজুত ও বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয়,মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও বিক্রয়ের জন্য মওজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বলাকা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, দি সেবা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, নিউ খাজা ফার্মেসীকে ১০ হাজার এবং সেতু ফার্মেসীকে ৬ হাজার টাকা সহ সর্বমোট ৪ টি রুজুকৃত মামলায় ৪৬হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান,সার্বিক সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এবং পটিয়া থানা পুলিশ।

    জনস্বার্থে প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • দিনভর অভিযানে ৪৮ মামলা,চট্টগ্রামে বিনামূল্যের সরকারি ঔষধ ফার্মেসীতে!

    দিনভর অভিযানে ৪৮ মামলা,চট্টগ্রামে বিনামূল্যের সরকারি ঔষধ ফার্মেসীতে!

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকার দুইটি ফার্মেসীতে অভিযান চালিয়ে বিনামূল্যের সরকারি ঔষধ ও অনুমোদনহীন ঔষধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২৯ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

    তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের দুইটি ফার্মেসীতে প্রচুর আনরেজিস্টার্ড ঔষধ, সরকারি ঔষধ (বিক্রির জন্য নহে) পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব ঔষধ জব্দ করে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ এর বি ও সি ধারায় ২মামলায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    এদিকে ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন খুলশীর ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় এক মুদি দোকানদারকে, আরেক দোকানে নিম্নমানের খেজুর, সেমাই বিক্রি করায়, অননুমোদিতভাবে দোকান খুলে ব্যবসা করার কারণে বায়েজিদের আমিন কলোনি বাজারের ওয়ালটন দোকানকে ৬হাজার টাকা ও মাস্ক বিহীন অযথা ঘুরাঘুরির কারণে ২ জনকে ২শত টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন চট্টগ্রাম মহানগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অননুমোদিত দোকান খোলায় ৫টি দোকানকে ১১হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ১ মুদি দোকানদারকে ১হাজার টাকা এবং অপর এক দোকানদার অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ৩হাজার টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খালা রাখায় পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১টি সেলুনকে ৫শত টাকা, ২টি কাপড়ের দোকানদারকে ১ হাজার টাকা, ১টি জুতার দোকানকে ৫শত টাকা, ২টি টেইলরের দোকানকে ৬শত টাকা এবং ১টি ফার্নিচারের দোকানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া কর্ণফুলী মার্কেটের মেসার্স আল্লাহর দান স্টোরকে অধিক মূল্যে আদা ও রসুন বিক্রয়ের অপরাধে ৩হাজার টাকা, সামাজিক দূরত্ব না মানায় এক মোটরসাইকেল চালককে ৫শত টাকা জরিমানা করেন।

    জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান আদালত পরিচালনা করে নগরীর দেওয়ান বাজারে ১টি টেইলার্স ও ১টি সেলুনকে অপরাধে আড়াই হাজার টাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির সত্যতা পাওয়ায় ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবজির দুটি বড় আড়তে মূল্যতালিকা না থাকায় ২ মামলায় ১১ হাজার টাকা, ফলমন্ডির ৫ ফল ব্যবসায়ীকে মাল্টা জাতীয় ফলের মূল্যবৃদ্ধি করায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক পাহাড়তলী চাউলের আড়তে ও কর্নেল হাটে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ৯টি মামলায় ২২হাজার টাকা জরিমানা করেন।

    এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর,
    চট্টগ্রাম মহানগরের চকবাজার, সদরঘাট, বাকলিয়া ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।

    বুধবার মহানগরে দিনভর অভিযান চালিয়ে মোট ৪৮টি মামলায় ৫ লাখ ১৩ হাজার ৩শত টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাটহাজারীতে টিসিবির পণ্য জব্দ ও জরিমানা

    হাটহাজারীতে টিসিবির পণ্য জব্দ ও জরিমানা

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর এলাকায় কাশেম স্টোর নামে এক মুদি দোকান হতে টিসিবির ২৭০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে অবৈধভাবে টিসিবি পণ্য বাজারজাতকরণের দায়ে উক্ত দোকানদারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

    আজ বুধবার ( ২৯ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে রুহুল আমিন জানান,আমরা উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করি। টিসিবির পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।

    তিনি এ ধরনের দুষ্কৃতিকারীদের সর্তক করে বলেন, যারা মনে করছেন প্রশাসন করোনা নিয়ে ব্যস্ত আর এ সুযোগে আপনারা অপকর্ম চালিয়ে যাবেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা।প্রত্যন্ত অঞ্চলেও উপজেলা প্রশাসনের বিচরণ রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • বোয়ালখালীতে পণ্যের ‘অতি উচ্চমূল্য’, ছিলো না মূল্য তালিকা : ৮ ব্যবসায়ীর জরিমানা

    বোয়ালখালীতে পণ্যের ‘অতি উচ্চমূল্য’, ছিলো না মূল্য তালিকা : ৮ ব্যবসায়ীর জরিমানা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাজারগুলোতে অভিযান চালিয়ে ব্যবসায়ীরা নিত্যপণ্যের ‘অতি উচ্চমূল্য’ নেওয়ার প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ‘অতি উচ্চমূল্যে’ পণ্য বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ৮৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

    তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ‘অতি উচ্চমূল্যে’ পণ্য বিক্রি করায় উপজেলা সদরের রেল লাইনের পাশে আকবর স্টোরের আলী আকবরকে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও বিক্রয়ের সাথে মিল না থাকায় জে আই স্টোরের মো. আনোয়ারকে ৫ হাজার টাকা, ক্রয় মূল্যের চেয়ে প্রায় ৫০% বেশি দামে খেজুর বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় উপজেলা পরিষদের সামনের মো.শহীদুল আলমকে ১০ হাজার টাকা, হালনাগাদ মূল্য তালিকা না থাকায় গোমদণ্ডী ফুলতল বাজারের সিরাজুল হককে ৫ হাজার টাকা, একই বাজারে ১৫০ টাকায় আাদা ক্রয় করে ২৭০ টাকা দরে বিক্রয় করায় আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকার সাথে ক্রেতাদের ক্রয় রশিদের ভিন্নতা থাকায় শাকপুরা বাজারের শেখ আহাম্মদকে ২ হাজার, বাবুল মাহাজনকে ৩ হাজার টাকা ও মহরম আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।

    এসময় প্রতিটি বাজার কমিটিকে পবিত্র মাহে রমজান ও দেশে চলমান করোনা দূর্যোগকালীন সময়ে পণ্য ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় ও সার্বক্ষণিক মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয়েছে।

    এ অভিযানে ছিলেন ল্যাফটেনেন্ট নাকভির নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সেনা সদস্য ও বোয়ালখালী থানার পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন