Tag: ভ্রাম্যমান আদালতের অভিযান

  • পটিয়ায় ভেজাল ঘি জব্দ, বেশি দামে আদা বিক্রীর দায়ে ৪ দোকানকে জরিমানা

    পটিয়ায় ভেজাল ঘি জব্দ, বেশি দামে আদা বিক্রীর দায়ে ৪ দোকানকে জরিমানা

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার কামাল বাজার এলাকায় মঙ্গলবার বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    বাজার মনিটরিং কালে ভেজাল ঘি, অতিরিক্ত দামে আদা বিক্রি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি করার অপরাধে আল-মক্কা ট্রের্ডাসের মালিককে ৪০ হাজার টাকা, আল-মদিনা স্টোরের মালিককে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরের মালিককে ১০ হাজার টাকা, মিলন স্টোরের মালিককে ১০ হাজার টাকা ও নিউ আল-মদিনা স্টোরের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত বিভিন্ন কোম্পানীর ভেজাল ঘি বিনষ্ট করা হয়।

    এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করে দোকান খোলা রাখায় পটিয়া আদালত রোড, সবুর রোড ও স্টেশন রোডের বিভিন্ন দোকান ও মার্কেট সমূহ বন্ধ করার নির্দেশ দেয়া হয় এবং দোকান খোলার রাখার অপরাধে চার দোকানীকে ১৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযান কালে তিনি বলেন, কেউ ভেজাল করলে বা বেশি দামে পণ্য বিক্রী করলে জরিমানা অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সঞ্জয়

     

  • খাতুনগঞ্জে অভিযান : ব্যবসায়ী চক্রের চক্রান্তে আদার দাম বাড়তি

    খাতুনগঞ্জে অভিযান : ব্যবসায়ী চক্রের চক্রান্তে আদার দাম বাড়তি

    চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এতে ব্যবসায়ী চক্রের চক্রান্তে আদার আমদানী মূল্যের দ্বিগুণ-তিনগুণ দাম নেওয়া হচ্ছে বলে সত্যতা পাওয়া যায়।

    চক্রে রয়েছে আমদানিকারক, কমিশন এজেন্ট এবং দলাল। এদেরই চক্রান্তে চট্টগ্রামসহ বিভিন্ন খুচরো বাজারে বেড়ে গেছে আদার দাম।

    রবিবার (২৬ এপ্রিল) সকালে খাতুনগঞ্জে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে গঠিত বিশেষ টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও মো.আলী হাসান নগরীর খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছেন। এতে আইন-শৃঙ্খলা র‍্যাব-৭ এর সদস্যরা অংশ নেন।

    এ সময় খাতুনগঞ্জের বিভিন্ন আদা, রসুন, পেয়াজ, খেজুর, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানসমূহে, আড়ত, পাইকারি দোকান ও মোকামে অভিযান পরিচালনা করে অধিক মূল্যে আদা বিক্রির প্রমাণ পাওয়ায় হামিদুল্লাহ মার্কেটের কামাল উদ্দিন ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আদার আড়তগুলোতে আমদানি মূল্যের চাইতে দ্বিগুণ থেকে তিনগুণ দামে আদা বিক্রি করা হচ্ছে খাতুনগঞ্জে। অথচ আমদানি তথ্য বলছে, চলতি বছরের ১লা জানুয়ারি হতে ২৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের ৩৫ জন আমদানিকারক মোট ৩হাজার ১শত ৪৩ দশমিক ৯৫ মেট্রিক টন আদা আমদানি করেছেন। যার কাস্টমস ক্লিয়ারেন্স সহ আমদানি খরচ ২৫২ কোটি ৬১ লক্ষ ৭ হাজার টাকা। এ হিসেবে আদার গড় আমদানি মূল্য কেজি প্রতি ৮০ টাকার মতো।

    সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে যে আদা আমদানি হয়েছে সেগুলোর কেজি প্রতি মূল্য ৯০-৯৫ টাকার মতো। কিন্তু খাতুনগঞ্জ, চাক্তাই, পাহাড়তলির বিভিন্ন আড়ত ও মোকামে রেজিস্টার অনুসন্ধানে পাওয়া গিয়েছে যে, বিগত ১৫ এপ্রিলের পর থেকে আদা ব্যবসায়ী চক্র (আমদানিকারক, ব্রোকার, কমিশন এজেন্ট, আড়তদারগণ) আদার মূল্য বাড়িয়ে ১২৫ টাকা থেকে কয়েক দিনের ব্যবধানে ২৫০ টাকার উপরে নিয়ে গিয়েছেন। আমদানিকারকগণ বন্দর থেকে সরাসরি দালাল (ব্রোকার), কমিশন এজেন্টদের মাধ্যমে আড়তদারদের নিকট এসব পণ্য পৌঁছে দেন। মূলত চট্টগ্রামের খাতুনগঞ্জে আদার বাজার অস্থিতিশীল করার পেছনে কতিপয় আমদানিকারক এবং ব্রোকার (দালালদের) যোগসাজশে আদার বাজার মূল্য অস্থিতিশীল হয়েছে।

    খাতুনগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম জানান, খাতুনগঞ্জের বিভিন্ন আদা, রসুন, পেয়াজ, খেজুর, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান গুলোতে অভিযান পরিচালনা শুরু করলে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা গা ঢাকা দেন। এদের অধিকাংশই আদা ব্যবসায়ী।

    এসময় পাইকারি দোকান,আড়ত ও মোকামে বিক্রেতাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আদার আমদানিকারকদের সাথে একটি দালাল (ব্রোকার) এবং কমিশন এজেন্ট চক্র যুক্ত হয়ে আদার বাজার মূল্যে কারসাজি করেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মূল্য তালিকা না রাখায় হাটহাজারীতে ছয় দোকানিকে জরিমানা

    মূল্য তালিকা না রাখায় হাটহাজারীতে ছয় দোকানিকে জরিমানা

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার সর্তক করার পরও দোকানে মূল্য তালিকা না রাখায় ছয় দোকানিকে মোট ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ রবিবার (২৬) এপ্রিল বাজার মনিটরিংয়ের সময় হাটহাজারী পৌরসভা এবং কাটিরহাটের বিভিন্ন মুদি দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, বৃষ্টি উপেক্ষা করেও প্রশাসন বাজার মণিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিটি দোকানেই দ্রব্যমূল্য তালিকা টাঙ্গানো নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসেরর প্রাদুর্ভাব এবং পবিত্র মাহে রমজানের সুযোগকে কাজে লাগিয়ে যাতে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • দূর্যোগের সময়েও চট্টগ্রামে রড-সিমেন্ট, ইট-বালুর ব্যবসা!

    দূর্যোগের সময়েও চট্টগ্রামে রড-সিমেন্ট, ইট-বালুর ব্যবসা!

    ২৪ ঘণ্টা ডট নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে চলছে লাশের মিছিল। বাংলাদেশের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এ প্রাণঘাতী ভাইরাস। মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়ে বাড়ছে আক্রান্ত হার।

    চট্টগ্রামে এ সংকটময় পরিস্থিতিতে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে রড-সিমেন্ট, ইট-বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন একশ্রেণির ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (২১ এপ্রিল) নগরের বেশ কয়েকটি স্থানে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখার সত্যতা পেয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।

    সকাল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে
    ৫০টি মামলায় ১লাখ ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান জানান, ‘ দক্ষিণ হালিশহরের সিমেন্ট ক্রসিং এলাকায় ব্যবসা প্রতিষ্টান খোলা রেখে রড, সিমেন্ট, ইট-বালু বিক্রি করছিলো দুই ব্যবসায়ী। তাদের ক্যাশ বই যাচাই করে দেখা যায় সরকারী আদেশ অমান্য করে প্রথম থেকেই তারা দোকান বন্ধ না রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। । উভয় দোকানের মালিক তাদের অপরাধ স্বীকার করায় শাহেন শাহ এন্টারপ্রাইজকে ৫০হাজার টাকা এবং এম জি ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি মামলায় ৩হাজার ৬শত টাকা জরিমানা করেন।

    সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন । তিনি ৭টি মামলায় ৩ হাজার ৩শত টাকা জরিমানা করেন।

    পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। তিনি ৮টি মামলায় ৩হাজার ১শত টাকা জরিমানা করেছেন।

    সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, “পাহাড়তলী, হালিশহর ও আকবর শাহ এলাকায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ,বাজার মনিটরিং ও সেনা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে এসব এলাকার কাঁচা বাজার পরিদর্শন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে ব্যাপকভাবে সচেতন করা হয়। এ সময় ৩টি মামলায় ৩হাজার টাকা জরিমানা করা হয়।

    বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আদালত পরিচালনা করে ৫ টি মামলায় ৪হাজার ৫০ টাকা জরিমানা করেন।

    পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ এলাকায় আদালত পরিচালনা করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ৫ টি মামলায় ৫হাজার ৩শত টাকা জরিমানা করেছেন।

    পাহাড়তলী, হালিশহর ও আকবর শাহ থানাধীন অঞ্চলে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী ৭টি মামলায় ২হাজার ৩শত টাকা জরিমানা করেন।

    এছাড়া চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু ২ টি মামলায় ১০হাজার ৫০০ টাকা ও সদরঘাট, কোতোয়ালী এবং ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম ৭টি মামলায় ১৩হাজার ৭শত টাকা জরিমানা করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানে পাহাড়ি কাঠ পাচার : ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনকে অর্থদণ্ড

    রাউজানে পাহাড়ি কাঠ পাচার : ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনকে অর্থদণ্ড

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পাহাড়ী এলাকা থেকে কাঠ কেটে পাচারকালে রাউজানে দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন কদলপুর ইউনিয়ের শমশের পাড়া গ্রামের গাছ ব্যবসায়ী মোহাম্মদ বদরুল ও গাড়ির মালিক রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের পূর্বদিকে পাহাড়ি এলাকায় গাছ কেটে গাড়ী করে পাচারকালে কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি (জীপ) আটক করা হয়। এ সময় কাঠ পাচারের দায়ে ২৯১ দন্ডবিধি মোতাবেক গাড়ি মালিক ও কাঠ ব্যবসায়ী উভয়কে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    স্থানীয় সূত্রে জানা যায়, কদলপুরে ইউনিয়নের পূর্ব প্রান্তে কাউখালী সীমান্তে পাহাড়ি এলাকায় গাছ কেটে বন উজাড় করে চলেছেন বনখেকোরা। এই সব গাছ জ্বালানি কাঠ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটাগুলোয় পাচার করা হচ্ছে।

  • অস্বাস্থ্যকর পরিবেশ আর খাদ্যেদ্রব্যে ভেজাল : চুয়েট সম্মুখে চার হোটেলকে জরিমানা

    অস্বাস্থ্যকর পরিবেশ আর খাদ্যেদ্রব্যে ভেজাল : চুয়েট সম্মুখে চার হোটেলকে জরিমানা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশ আর খাবারে ভেজাল দ্রব্য মেশানোর কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) গেইট সম্মুখস্থ চারটি হোটেল-রেস্টেুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    শনিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সাবেক প্রকৌশলী কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)নিয়াজ মোরশেদ, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন।

    অভিযানের সময় খাদ্যে ব্যবহার করা ভেজাল দ্রব্য গুলো ধ্বংস করা হয়।

  • ডিমলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

    ডিমলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

    ডিমলা প্রতিনিধি॥নীলফামারীর ডিমলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে ফার্মেসি পরিচালনার অপরাধে কামরুজ্জামান ওরফে কামরুল(৪৫) নামে এক ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ঔষধও সেখান থেকে জব্দ করা হয়।

    সোমবার( ২৭জানুয়ারি) সন্ধ্যার সময় উপজেলা সদরের হাসপাতাল মোড়ের জামান ফার্মেসিতে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ফার্মেসিটির মালিকের কাছে ড্রাগ লাইসেন্স দেখতে চাইলে মালিক হালনাগাদ লাইসেন্স দেখাতে না পেরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।
    পরে ফার্মেসির মালিক কামরুজ্জামানকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

    ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ড্রাগ লাইসেন্স পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আশ-পাশের অন্যান্য ফার্মেসি গুলোর মালিকেরা দোকান বন্ধ রাখেন।আমাদের মোবাইল কোর্ট পরিচালনার উদ্যেশ্য হলো মানুষকে সচেতন করা। মানুষ পুরোপুরি সচেতন হলে আমাদের আর মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজন হবেনা।

    তবে এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময়ে হাসপাতাল মোড়ের সকল ফার্মেসি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তাদেরকে নতুন করে ভাবিয়ে তুলেছেন। অনেকের দাবি হাসপাতাল মোড় সহ উপজেলার অধিকাংশ ফার্মেসিতে অভিযান চালালেই পাওয়া যাবে মেয়াদোত্তীর্ণ কোনো না কোনো ঔষধ এবং ড্রাগ লাইসেন্স। তাই মালিকেরা ফার্মেসি গুলো ওই সময় বন্ধ করে রেখেছিলেন।এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

  • পটিয়ায় ইউএনও’র মহৎ উদ্যোগ রাত জেগে বাইপাসে অভিযান

    পটিয়ায় ইউএনও’র মহৎ উদ্যোগ রাত জেগে বাইপাসে অভিযান

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ইউএনওর মহৎ উদ্যেগে পটিয়া বাইপাসে দূর্ঘটনা রোধে রাত জেগে অভিযান পরিচালনা।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টায় পটিয়া বাইপাস রোডের বৈলতলি রোডের মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়ে রং সাইডে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে এস আই এন্টারপ্রাইজ বাসের ড্রাইভার মোঃ রবিউল ইসলামকে ১০,০০০ টাকা ও মাইক্রো বাসের ড্রাইভার মিলন মিয়াকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

    তিনি ২৪ ঘন্টা নিউজকে বলেন, দূর্ঘটনা রোধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দূর্ঘটনা রোধে এ অভিযান ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

    উল্লেখ্য, বাইপাসটি নির্মিত হওয়ার পর থেকে আজ পযর্ন্ত অন্তত ৮ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী এবং পথচারী। ইতিমধ্যে বিভিন্ন সংঘঠন জনগণ মারা যাওয়ার উৎকন্ঠা বাড়ার কারণে মানববন্ধন করেছে এই বাইপাস নিয়ে।
    পরে প্রসাশনের উদ্যেগে বসানো হয়েছে স্প্রীড বেকার। তবু কিছু গাড়ী প্রতিনিয়ত বেপোরেয়া ভাবে চলার দায়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

  • পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেলকে জরিমানা

    পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেলকে জরিমানা

    পটিয়া সংবাদদাতাঃ পটিয়া রেল স্টেশন সংলগ্ন বি ও সি রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হোটেলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩০,০০০ টাকা এবং আল মদিনা ঝাল বিতানের মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেন।

    এসময় তিনি ব্যাবসায়ীদের সর্তক করে বলেন, পটিয়ার সকল জায়গায় খাবার হোটেলগুলোকে অবশ্যই পরিস্কার,পরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য বিক্রী করতে হবে না হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

  • রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী : চার বিক্রেতাকে অর্থদণ্ড

    রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী : চার বিক্রেতাকে অর্থদণ্ড

    চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ফকিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী নেপালকে ২ হাজার টাকা, সজল দাশকে ৫ হাজার টাকা, স্বপন চৌধুরীকে ১০ হাজার টাকা বাপ্পা দে’ কে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

    এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

  • আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান

    আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান

    চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ দই এবং রসমালাই বিক্রির অপরাধে এক দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করেছে।

    বুধবার (৬ নভেম্বর) বিকাল উপজেলার ছত্রার হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে সহকারি ভূমি কমিশনার সাইদুজ্জামানকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়দ আহমেদ বলেন, ছত্তারহাট বাজারে বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ দই এবং রসমালাই বিক্রি করছে। অধিকাংশ ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করছে না। মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয় এবং এক দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

  • রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

    রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

    রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

    রবিবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব্ দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের মোঃ সোহেল নামের এক ব্যক্তি নকল বাঘাবাড়ি ঘি তৈরী করে রাউজানসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

    এ সময় নকল মোড়ক ও বিপুল পরিমাণ নকল ব্রান্ডের বাঘা বাড়ি স্পেশাল ঘি পুড়িয়ে ধ্বংস করা হয়। নকল ঘি তৈরীর দায়ে মোঃ সোহেলকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।