Tag: ভ্রাম্যমান আদালত

  • লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌরসদরে বিশেষ অভিযান চালিয়ে দুই মুদি দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

    গুজবে কান দিয়ে লবনের প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় অধিক মুল্য নেয়ার অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট।

    মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    জরিমানা আদায়ের পর রুহুল আমিন দোকানিকে হঠাৎ করে লবণের দাম বাড়তি নেওয়ার কারণ জানতে চাইলে দোকানি সহজ সরল উত্তর দেন, ‘শুনছি দাম বাড়ছে তাই আমিও দাম বাড়াই দিছি’।

    রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হঠাৎ করে সারাদেশে লবণ সংকট ও লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ার আগেই সাধারণ ব্যবসায়িদের সতর্ক করতে মঙ্গলবার রাতেই উপজেলা পৌরসদরের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালায়।

    এসময় ক্রেতাদের কাছ থেকে লবণের প্যাকেটের গায়ে লেখার চাইতেও বেশি দাম নেওয়ার অপরাধে পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।

    প্রথম দিনের অভিযানে মেসার্স মেঝবাহ স্টোরকে ৫শ এবং মেসার্স খোরশেদ স্টোরকে ৫শ টাকা জরিমানা করে সকল ব্যবসায়িকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়।

    তবে ভবিষ্যতে একই অপরাধ ধরা পড়লে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি সকল ব্যবসায়িদের হুশিয়ার করে দেন।

  • ফার্মেসিতে বিক্রি হচ্ছে ২০১৮ সালের ওষুধ, মালিককে দন্ড

    ফার্মেসিতে বিক্রি হচ্ছে ২০১৮ সালের ওষুধ, মালিককে দন্ড

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ‘চন্দ্রিকা ফার্মেসি’ নামে এক ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রির জন্য মজুদ ছিলো ২০১৮ সালের ওষুধ। বিগত এক বছর আগের মেয়াদোর্ত্তীন্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

    বৃৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এসময় চন্দ্রিকা ফার্মেসীতে মেয়াদোর্ত্তীন্ন ওষুধ বিক্রি ও নিষিদ্ধ ওষুধ রাখার বিষয়টি ধরা পড়লে ম্যাজিস্ট্রেট ফার্মেসী মালিক বিমল চন্দ্র দাশকে এ দন্ড দেন।

    তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চন্দ্রিকা ফার্মেসী থেকে নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। এছাড়া এখান থেকে উদ্ধার করা হয় ২০১৮ সালের মেয়াদোর্ত্তীন্ন অনেক ওষুধ। এসব ওষুধ ধ্বংস করার পাশাপাশি ফার্মেসী মালিক বিমলকে ১৫ দিনের কারাদন্ড দেওয়ার কথা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন।

  • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পটিয়া বেলী ফুডসকে জরিমানা

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পটিয়া বেলী ফুডসকে জরিমানা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার আমজুর হাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছে বেলী ফুুডস নামে একটি বেকারী।

    বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে পরিবেশনের অভিযোগে জরিমানা দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

    আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেকারিটাকে এ অর্থদন্ড দেন।

    অভিযানকালে তিনি বলেন নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন ও লাইসেন্স ছাড়া সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হবে।

  • অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

    অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

    পেঁয়াজের দামে কারসাজিতে জড়িত আড়তদারদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অধিক মুনাফায় বেশি দামে পেঁয়াজ বিক্রি না করার প্রতিশ্রুতিও যেন কোন কাজে আসছে না। ভ্রাম্যমান আদালত পরিচালিত বুধবারের অভিযানেও বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমান পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    বুধবার নগরীর পাইকারী বাজার খাতুনগঞ্জের মাহিন এন্টারপ্রাইজ নামক একটি আড়তদারকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

    অভিযান শেষে তিনি জানান, পেঁয়াজের দরে উদ্ধগতি থামাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও যৌথ অভিযান পরিচালনা করে।

    অভিযানে পেঁয়াজের বাজারের কারসাজিতে জড়িত সিন্ডিকেটের একটি তালিকাও করা হয়। জরিমানা আদায়, প্রতিষ্ঠান বন্ধসহ কারসাজিতে জড়িত কয়েকজন ব্যবসায়িকে দেয়া হয় সাজা। আরো খবর : পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু

    কিন্তু এরপরও চোরা না শুনে ধর্মের কাহিনী। অসাধু ব্যবসায়িরা পেঁয়াজের বাজারে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি টেকনাফ ও কক্সবাজারে পেঁয়াজের বাজারে নিয়মিত মনিটরিংয়ে অসাধু ব্যবসায়িরা এখন কৌশল পরিবর্তণ করে মিশর ও চীনের পেঁয়াজের দামে কারসাজি করার চেষ্টা চালাচ্ছে।

    তৌহিদুল ইসলাম বলেন, মিশর ও চীনের পেঁয়াজ ৪০-৪৫ টাকা আমদানি মূল্য হলে পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু বুধবার অভিযানের সময় দেখা যায় মাহিন এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানে এসব পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করছে। আরো খবর : পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত ১৫ জনের সিন্ডিকেট

    এমনকি আমদানি ও বিক্রিত মালামালের সঠিক কোন কাগজ পত্রও তারা দেখাতে পারেনি। ফলে আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

    পেঁয়াজের বাজারে যতদিন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

    এর আগে মঙ্গলবার বিকেলে রেয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজের মূল্যে কারসাজি ও মজুদদারির অভিযোগে ঘোষাল কোয়ার্টার এলাকার জে এস ট্রেডার্সের মালিক মিনহাজুদ্দিন বাপ্পি (২৮) এবং এ হোসেন ব্রাদাসের মালিক আবুল হোসেনকে (৫৫) ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক উপস্থিত ছিলেন।

  • ম্যাজিস্ট্রেট দেখে পালাল মুনাফালোভী, ১১০ থেকে এক লাফে ৭০ টাকায় পেঁয়াজের কেজি

    ম্যাজিস্ট্রেট দেখে পালাল মুনাফালোভী, ১১০ থেকে এক লাফে ৭০ টাকায় পেঁয়াজের কেজি

    পেঁয়াজের বাজারমূল্য মাত্রাতিরিক্ত হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে আজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চতুর্থ দফায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের খবর পেয়ে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের পেয়াজ নিয়ে নতুন উপায়ে কারসাজির সাথে জড়িত মুনাফালোভী কমিশন এজেন্টরা গা ঢাকা দিয়ে মার্কেট থেকে পালিয়ে যায়। অন্যদিকে অভিযান চলাকালীন মাত্র দু ঘন্টার ব্যবধানে মিয়ানমারের পেয়াজ ১১০ টাকা কেজি থেকে তাৎক্ষণিকভাবে ৭০-৭৫ টাকা দরে নেমে আসে।

    আজ রবিবার বিকেল ৪ টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এসময় আমদানিকারকদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে খাতুনগঞ্জের চার আড়তদারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

    জানা যায়, অভিযানের সময় দোকানে সংরক্ষিত কাগজপত্র পরীক্ষা করে মিয়ানমারের পেয়াজের দামে কারসাজি ও প্রতারণার প্রমাণ পাওয়ায় মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরো খবর : খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

    অন্যদিকে প্রতারণামূলকভাবে মূল্য তালিকা থেকে অধিক দামে পেয়াজ বিক্রি করার অপরাধে মেসার্স হাজী অছি উদ্দিন সওদাগরকে ৪০ হাজার টাকা এবং মিয়ানমারের পেয়াজ আমদানি মূল্যের চাইতে মাত্রাতিরিক্তভাবে ১০০-১০৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি করার অপরাধে সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

    এছাড়া খাতুনগঞ্জের আরো শতাধিক আড়ত পরিদর্শণ করে প্রতিকেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করার জন্য মুল্য নির্ধারণ করে দিয়ে শেষবারের মতো সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    প্রায় দুঘন্টার অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে আজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চতুর্থ দফায় অভিযান পরিচালনা করা হয়। আরো খবর : দেশে আসছে এস আলম গ্রুপের ৫০ হাজার টন পেঁয়াজ!

    তিনি বলেন, অভিযানে খাতুনগঞ্জের শতাধিক আড়ত পরিদর্শন করা হয়। এসব আড়ত পরিদর্শন করে পেয়াজের দামে কারসাজির প্রমাণ পাওয়া যায়। আমদানিকারক, কমিশন এজেন্ট ও আড়তদাররা বাজারে পর্যাপ্ত পেয়াজ মজুদ থাকা সত্ত্বেও দামে কারসাজি করছে।

    আড়তে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও পেঁয়াজের সংকট দেখিয়ে এবং নানা অজুহাতে পেঁয়াজের দর পাইকারিতে কেজি প্রতি ৯০ থেকে ১১০ টাকা করে বিক্রি করছে কিছু আড়তদার। অতচ প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে মাত্র ৪২ টাকা।

    তিনি বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে খাতুনগঞ্জের চারটি আড়তকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং প্রতিটি আড়তকে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে।

    অভিযান চলমান থাকবে বলে জানিয়ে তিনি বলেন, অভিযানের সময় গা ঢাকা দেওয়া কারসাজির সাথে জড়িত কমিশন এজেন্টদের ব্যাপারে সরেজমিনে খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অধিক নজরদারির জন্য র‌্যাব ও পুলিশকে দেয়া হয়েছে বলে তিনি জানান।

    প্রসঙ্গত : চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। এরপর থেকে বাজারে অস্থিরতা শুরু হয়। ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক দপ্তর গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

    এরপর একেবারে আকাশচুম্বিতে উঠে পেঁযাজের দর। একলাফে পাইকারি বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দর ৯০-৯৫ টাকায় পৌঁছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার অভিযান ও নিয়মিত তদারকিতে মাঝে সামান্য দরপতন হলেও ফের লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার।

    বর্তমানে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

  • পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

    পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

    পেঁয়াজের মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বৃহৎ পাইকারী পেঁয়াজের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    আজ রবিবার বিকেল ৪ টা থেকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

    এসময় আমদানিকারকদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে খাতুনগঞ্জের চার আড়তদারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

    জরিমানা আদায় করা আড়তগুলোর মধ্যে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ৫০ হাজার টাকা, মেসার্স হাজী অছি উদ্দিন সওদাগরকে ৪০ হাজার টাকা এবং বেঙ্গল ট্রেডার্স ও মেসার্স সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। আরো খবর : এস আলম গ্রুপের ৫০ হাজার টন পেঁয়াজ!

    এছাড়া খাতুনগঞ্জের আরো বেশ কয়েকটি আড়ত পরিদর্শণ করে প্রতিকেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করার জন্য মুল্য নির্ধারণ করে দিয়ে শেষবারের মতো সতর্ক করে দেন।

    প্রায় ঘন্টাব্যাপী অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাজার মনিটরিংয়ে গিয়ে খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে পর্যাপ্ত পেঁয়াজ লক্ষ্য করা গেছে। এরপরও পেঁয়াজের সংকট দেখিয়ে এবং নানা অজুহাতে পেঁয়াজের দর পাইকারিতে কেজি প্রতি ৯০ থেকে ৯৫ টাকা করে বিক্রি করছে কিছু আড়তদার। অতচ প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে মাত্র ৪২ টাকা।

    তিনি বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে খাতুনগঞ্জের চারটি আড়তকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং প্রতিটি আড়তকে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

    প্রসঙ্গত : চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। এরপর থেকে বাজারে অস্থিরতা শুরু হয়। ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক দপ্তর গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

    এরপর একেবারে আকাশচুম্বিতে উঠে পেঁযাজের দর। একলাফে পাইকারি বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দর ৯০-৯৫ টাকায় পৌঁছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার অভিযান ও নিয়মিত তদারকিতে মাঝে সামান্য দরপতন হলেও ফের লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার।

    বর্তমানে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

  • আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

    আজ শনিবার (২৬ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচী হিসেবে বঙ্গোপসাগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এই সময় উপজেলার সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করলে চর ঘেরা নিষিদ্ধ জাল জব্দ করে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। জব্দকৃত জালের পরিমান আনুমানিক এক হাজার মিটার যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে প্রশাসন।

    অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর ঢাকা পরিচালক মোঃ শফিকুর রহমান, চট্টগ্রাম উপ-পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ, জেলা মৎস্য কমকর্তা মোঃ মুমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ, কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার শফিক, নৌ পুলিশের ইনচার্জ মো.আসাদ, উপজেলা মৎস্য অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।

    অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

  • রাইচ মিলে অভিযান, প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড

    রাইচ মিলে অভিযান, প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড

    রাউজানে একটি অটো রাইচ মিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড প্রদান করা হয়।

    সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় দিকে উপজেলার ফকিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে হাজী সলেমান অটো রাইচ মিলে অভিযান চালানো হয়।

    এ সময় রাইচ মিলে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাট মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

  • অনুমোদনহীন ওষুধ সংরক্ষণে রেখে জরিমানা দিল ৫ ফার্মেসী

    অনুমোদনহীন ওষুধ সংরক্ষণে রেখে জরিমানা দিল ৫ ফার্মেসী

    ভারত ও ফ্রান্সের অনুমোদনহীন ওষুধ বিক্রির উদ্দ্যেশে ফার্মেসীর ফ্রিজে সংরক্ষণ রাখার দায়ে জরিমানা দিয়েছে ৫ ফার্মেসী।

    আজ সোমবার চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় জেলা প্রশাসনের উদ্দ্যেগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব ফার্মেসী থেকে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার।

    তিনি জানান, জামালখান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি ফার্মেসীতে বিক্রির উদ্দ্যেশে ফ্রিজে সংরক্ষণে ছিলো অনুমোদনহীন বিদেশী ওষুধ। তাছাড়া ফার্মেসীতে ওষুধ সংরক্ষণে নানান গাফিলতি চোখে পড়ে।

    ৫টি ফার্মেসীকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রাথমিকভাবে এসব ফার্মেসীর কর্মকর্তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।

  • মরা গরু জবাই করে মাংস বিক্রীর দায়ের ২ জনের জেল

    মরা গরু জবাই করে মাংস বিক্রীর দায়ের ২ জনের জেল

    চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রীর অপরাধে দুই কসাইকে কারাদন্ড ও গরুর মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

    দন্ড প্রাপ্তরা হলেন-কুসুমপুরা এলাকার মোহাম্মদ আলীর পুত্র কসাই মো. আজগর (২৬) ও একই এলাকার মৃত নুরচ্ছফার পুত্র কসাই মো. ইসমাইল (৫৫)। এছাড়া জরিমানা দিয়েছেন গরুর মালিক জিরি ইউনিয়নের শরবত আলীর পুত্র আবুল কালাম (৫০)।

    রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি।

    পটিয়া থানার এএসআই মো. মেহেরাজ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রীর চেষ্টাকালে পুলিশ গরুর মালিকসহ তিনজনকে আটক করেছেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সরেজমিন গিয়ে এর সত্যতা পায়।

    ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন,রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রীর কাজে জড়িতদের মধ্যে দুই কসাইকে ৬ মাসের কারাদন্ড এবং গরুর মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: রাকিবুল ইসলাম।

  • পটিয়ায় যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

    পটিয়ায় যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

    চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের উপর নিমির্ত কমল মুন্সির হাটের যাত্রী ছাউনি টি বার বার দখল করে ১টি চক্র ফল ফ্রুটের ব্যবসা পরিচালনা করছিল দীর্ঘদিন যাবত।

    বুধবার (৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে যাত্রী ছাউনীতে অবৈধভাবে ফলফ্রুট এর দোকান দেয়ার অপরাধে ০২জন বিক্রেতাকে ৩,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এবং দোকন উচ্ছেদ করা হয়।

    এর আগে  অনেকবার উচ্ছেদ অভিযান করা হলে ১টি চক্র কিছুদিন যেতে না যেতে আবার পুনরায় ব্যবসা চালু করে আসছিল।

    এ বিষয়ে ইউএনও বলেন, অবৈধ ভাবে যে কোন জায়গায় দখল হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সম্রাটের ৬ মাসের কারাদণ্ড

    সম্রাটের ৬ মাসের কারাদণ্ড

    ক্যাসিনো ব্যবসায়ী বিতর্কিত ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

    সম্রাটকে আটকের পর রোববার দুপুর থেকে তার কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে দুটি ক্যাঙ্গারুর চামড়া, অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টর্চার করার ইলেকট্রিক যন্ত্রপাতী উদ্ধার করা হয়।

    পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তাকে অবৈধভাবে বন্য প্রাণীর চামড়া সংরক্ষণের অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

    র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হবে। এসব মামলায় আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে আনলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

    এর আগে ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

    আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকার জুয়াড়িদের কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। জুয়া খেলাই তার পেশা ও নেশা। প্রতি মাসে ঢাকার বাইরেও যেতেন জুয়া খেলতে।

    সম্প্রতি রাজধানীতে ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে র‌্যাবের হাতে ধরা পড়েন সম্রাটের ডান হাত হিসেবে পরিচিত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।

    এর পর ধরা পড়েন রাজধানীর টেন্ডার কিং আরেক যুবলীগ নেতা জিকে শামীম। এ দুজনই অবৈধ আয়ের ভাগ দিতেন সম্রাটকে। তারা গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে সম্রাটের অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। প্রকাশ্যে চলে আসে সুন্দর অবয়বের আড়ালে সম্রাটের কুৎসিত জগৎ। এতে করে বেকায়দায় পড়েন সম্রাট।