Tag: ভ্রাম্যমান আদালত

  • বাড়তি দামে পেয়াঁজ বিক্রি ঠেকাতে পটিয়ায় অভিযান, জরিমানা

    বাড়তি দামে পেয়াঁজ বিক্রি ঠেকাতে পটিয়ায় অভিযান, জরিমানা

    কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে মজুদ রেখে বাড়তি দামে পেয়াঁজ বিক্রির অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলার পটিয়াতেও। বাড়তি দামে বিক্রি রোধ করতে মাঠে নেমেছে প্রশাসন। অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়েছে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি। এছাড়া বাজারে ভেজাল ঘি বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়। এসব অপরাধে জরিমানা করা হয় চার দোকানকে। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।

    অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী করার কারণে এক দোকানদারকে ২ হাজার টাকা ও অপর এক ব্যাসায়িকে ৫শ টাকা জরিমানা করা হয়। তাছাড়া ভেজাল ঘি বিক্রির অভিযোগে মদিনা ট্রের্ডাসকে ১০ হাজার টাকা ও আল মারুয়া স্ট্রোরকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

    হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার কারণে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাছাড়া ভেজাল ঘি বিক্রয় করার দায়ে দুই দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।

  • বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে জরিমানা

    বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে জরিমানা

    চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন।

    উপজেলা সদরের মুদির দোকানদার মো. ইকবাল হোসেন, হামিদুর রহমান, অধীর চৌধুরী, সেকান্দর আলম ও খাজা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। একই আইনে মো. বাহাদুরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখায় এ জরিমানা করা হয়েছে। পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি ও খাবার সামগ্রী তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলার কমলমুন্সির হাট এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    তিনি বলেন, বুধবার পরিচালিত অভিযানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি এবং খাবার সামগ্রী তৈরি করার অপরাধে মজু মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা এবং নেজাম ষ্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পরবর্তীর জন্য সতর্ক করে দেওয়া হয়।

    উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    ২৪ ঘন্টা/সঞ্জয় সেন/রাজীব..