Tag: মঙ্গল শোভা যাত্রা

  • মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা

    মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা

    রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের অখিল মহাজনের বাড়ীর শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা।

    সোমবার সকালে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় এক হাজারের অধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ মহাজন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় চিকিৎসক রনজিৎ কুমার দে’র সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবি কানু রাম দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ মহাজন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভধন মহাজন, প্রদীপ কান্তি মহাজন, সুমন মহাজন, বিশ্বনাথ মহাজন, প্রনব কান্তি দাশ, বাপ্পা রাম দাশ, জুয়েল মহাজন সাজু রাম দাশ প্রমুখ।

    তিনদিনব্যাপী পূজার দ্বিতীয় ও তৃতীয় দিনে চন্ডীপাঠ, গীতাপাঠ ও জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি ও মিরাক্কেল কৌতুক অভিনেতা আরমানের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

    বিগত ৪০ বছর ধরে ধারাবাহিকভাবে জগদ্ধাত্রী পূজার আয়োজন হয়ে আসছে। তিনদিনব্যাপী পূজায় ২০ থেকে ২৫ হাজার পূজার্থীর সমাগম ঘটে বলে আয়োজকরা জানিয়েছেন।