২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : বিভিন্ন গণমাধ্যমে কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এ খবর গুঞ্জন নয় ঘটনাটা সত্যি এমন তথ্য জানিয়েছে শখের পরিবারের ঘনিষ্টজনরা।
করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে চলছে সাধারণ ছুটি। আর এমন পরিস্থিতিতেই গত ১২ মে ব্যবসায়ি প্রেমিক রহমান জনের সাথে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বর ও কনের একান্ত কিছু কাছের মানুষের উপস্থিতে বিয়ে সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১৫ মে অনেকটা গোপনেই এই তারকা বিয়ে করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশও হয়। আজ রবিবার বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর পরিবারের এমন এক ঘনিষ্ঠজন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বেশ গোপনেই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা।
জানা যায়, শখের নতুন স্বামীর নাম রহমান জন। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেম ছিলো শখের৷ জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন। ঈদের পর করোনার দুর্যোগ কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।
তবে আনিকা কবির শখের ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে অভিনেত্রীর কাছ থেকে কোনো তথ্য এখনও জানতে পারেনি কোন গণমাধ্যম।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় ভেঙে যায়।
২৪ ঘণ্টা/আর এস পি