Tag: মডেল মসজিদ

  • আরও ৫০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

    আরও ৫০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

    ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় ইমাম সম্মেলনে এ উদ্বোধন ঘোষণ দেন।

    দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়।

    এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ২৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ সংখ্যা দাঁড়াবে তিনশটিতে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার প্রমুখ।

    এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ সারাদেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এ সম্মেলনে যোগ দেন।

    এদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

  • আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চতুর্থ পর্যায়ে দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদগুলো উদ্বোধন করেন তিনি।

    এ দফায় আরও ৫০টি মসজিদ উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ২০০টি মসজিদ চালু করলেন। খবর বাসসের

    প্রধানমন্ত্রী এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। এরপর দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারি ৫০টি এবং তৃতীয় ধাপে গত ১৬ মার্চ আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    বাকি থাকা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

    অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাকে অনুষ্ঠানে যুক্ত করা হয় এবং স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আলেম-ওলামাসহ সাধারণ মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

    শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে হাজীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, লাশ দাফনের আগের প্রস্তুতি, গাড়ি পার্কিং সুবিধা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষও থাকবে। ইসলামিক দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য থাকার সুবিধা থাকবে।

    ক্যাটাগরি ‘এ’ এর আওতায় ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় এলিভেটর সুবিধা ও ২,৩৬০.০৯ বর্গ মিটার ফ্লোর স্পেসহ ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে।

    ক্যাটাগরি ‘বি’ এর আওতায় প্রতিটির ১৬৮০.১৪ বর্গ মিটার ফ্লোরস্পেসহ ৪৭৫টি মসজিদ এবং ক্যাটাগির ‘সি’ এর আওতায় উপকূলীয় এলাকায় প্রতিটির ২,০৫২.১২ বর্গ মিটার ফ্লোর স্পেসসহ ১৬টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।

  • আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন সরকারপ্রধান।

    প্রধানমন্ত্রী তৃতীয় ধাপে সারাদেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৬৪টি মসজিদের মধ্যে এ পর্যন্ত ১৫০টি মসজিদ উদ্বোধন করেন।

    সরকারপ্রধান প্রথম দফায় ২০২১ সালের ১০ জুন ৫০টি মসজিদ এবং চলতি বছর ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।

    অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ ২০২৪ সালের জুন মাসে শেষ হবে।

    এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে।

    এছাড়া হজযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনপূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরাআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশি অতিথিদের জন্য থাকার সুবিধা থাকবে।

    অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    অনুষ্ঠানে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্থানীয় আইনপ্রণেতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সরকারি কমকর্তা, আলেম-ওলামা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    এছাড়া অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর নির্মিত ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

    ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা দেশজুড়ে ৫৬৪টি মডেল মসজিদ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন।

    প্রকল্পের উদ্দেশ্য হলো ইসলামি ভ্রাতৃত্ব ও এর মূল্যবোধ এবং সেই সঙ্গে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করা। এছাড়া এটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের পাশাপাশি সন্ত্রাসবাদ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখবে।

    ক্যাটাগরি ‘এ’ এর আওতায় ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় এলিভেটর সুবিধা ও দুই হাজার ৩৬০ বর্গমিটার ফ্লোর স্পেসহ ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে।

    ক্যাটাগরি ‘বি’ এর আওতায় এক হাজার ৬৮০ বর্গমিটার ফ্লোর স্পেসহ ৪৭৫টি মসজিদ এবং ক্যাটাগরি ‘সি’ এর আওতায় উপকূলীয় এলাকায় প্রতিটির দুই হাজার ৫২ বর্গমিটার ফ্লোর স্পেসসহ ১৬টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।

  • ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি দ্বিতীয় পর্বের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

    এর আগে তিনি ভাষণ দেন। ভাষণে ইসলামের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় ভ্রান্ত ধারণা দূর করতে ইসলামের সত্য বাণী প্রচারের লক্ষ্যে এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে উদ্বোধন করা মডেল মসজিদ যেসব এলাকায় রয়েছে- ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, গাজীপুরের কাপাসিয়া, গোপালগঞ্জের সদর উপজেলা, কিশোরগঞ্জের সদর উপজেলা, কটিয়াদী, মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া, নরসিংদীর সদর উপজেলা, মনোহরদি, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, জেলা সদর, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা, বগুড়ার ধুনট উপজেলা, নন্দীগ্রাম, নওগাঁর নিয়ামতপুর উপজেলা, নাটোরের বড়াইগ্রাম উপজেলা, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, পাবনার ভাঙ্গুরা, সিরাজগঞ্জের কাজিপুর, রাজশাহী সিটি করপোরেশন, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা, শেরপুরের সদর উপজেলা, পিরোজপুরে সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও কসবা, খাগড়াছড়ির সদর উপজেলা ও মানিকছড়ি, কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রাম, খুলনার রূপসা, কুষ্টিয়ার খোকশা ও ভেড়ামারা, মেহেরপুর জেলা সদর ও গাংনী, সাতক্ষীরার দেবহাটা, সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলা সদর এবং জগন্নাথপুর, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা।

  • শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন : ধর্ম প্রতিমন্ত্রী

    শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন : ধর্ম প্রতিমন্ত্রী

    এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় একযোগে বাংলাদেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে জেলা শহরে ১৮ কোটি টাকা ব্যয়ে এবং উপজেলা পর্যায়ে ১৪ কোটি টাকা ব্যয়ে এসব মসজিদ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে একযোগে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন। আর এতেই শেখ হাসিনা প্রমাণ করেছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইসলামের ধারক-বাহক।

    ৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০টায় লোহাগাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, এখন কোন মসজিদে উলুক ধ্বনি হয়না, মাদ্রাসা ভাঙচুর হয়না, কোন মাদ্রাসায় গিয়ে কেউ অন্যায় আবদার করেনা। এক সময় স্কুল শিক্ষকের বেতনের অর্ধেক বেতন পেত মাদ্রাসার শিক্ষকেরা।এখন জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাদের সমমান বেতনের সুযোগ করে দিয়েছে। আমরা প্রমাণ করতে পেরেছি আওয়ামী লীগ দেশটাকে একটি অস্প্রাদায়িক রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু যেভাবে ঘোষণা দিয়েছিলেন সেভাবে গড়ে তুলতে কাজ করছে।

    পরিদর্শন শেষে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : আহসান হাবীব জিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় অনুষ্টিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী,
    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

    এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আহসান উল্লাহ সাইয়্যেদ, লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, হারুনুর রশিদ রাসু, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, জামিল উদ্দিন, মিজানুর রহমান মিজান, কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম অসিফুর রহমান চৌধুরী প্রমুখ।

  • সীতাকুণ্ডে মডেল মসজিদের ফলক ভাংচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

    সীতাকুণ্ডে মডেল মসজিদের ফলক ভাংচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ দিদারুল আলমের উদ্বোধনীয় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ফলক ভাংচুরের ঘটনায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি একরামুল হক টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

    এমপি দিদারের পক্ষে আলমগীর নামে এক যুবক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় গত ২৫ জুন মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাত ২টায় পুলিশ টিটুকে বাড়ী থেকে গ্রেফতার করে।

    এব্যাপারে সাংসদ দিদারুল আলম বলেন, ২৩ জুন মঙ্গলবার উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করি। কিন্তু উদ্বোধনের দু’দিন পর দুষ্কৃতিকারীরা সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন করতে রাতের আঁধারে উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ঘটনায় আমার পক্ষের লোক বাদী হয়ে মামলা দায়ের করে। ভাংচুরে সম্পৃক্ততার অভিযোগে টিটু নামে
    একজনকে গ্রেফতার করে পুলিশ।

    মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহেদ হোসেন বাবু বলেন, টিটু ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য। তাকে মসজিদের উদ্ধোধনের ফলক ভাংচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি।

    উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন বলেন, আমরা একজনকে গ্রেফতার করাই প্রশাসনকে ধন্যবাদ জানাই, পাশাপাশি জোর দাবী জানাই এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ এই ন্যাক্কারজনক ঘটনায় নির্দেশ দাতাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির। যাতে কেউ আর মাননীয় প্রধানমন্ত্রীর ও সীতাকুন্ডের মাননীয় সংসদ দিদারুল আলম এর সীতাকুণ্ডে চলমান উন্নয়ন কর্মকান্ড কে বাধাগ্রস্থ করতে না পারে।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই মো: মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, ফলক ভাংচুরের মামলার তদন্তে টিটু’র নামে আসে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

     

  • মডেল মসজিদের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে কুমিরায় ছাত্রলীগের মানববন্ধন

    মডেল মসজিদের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে কুমিরায় ছাত্রলীগের মানববন্ধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ৭নং কুমিরা ইউনিয়ন ছাত্রলীগ।

    আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার ছোট কুমিরাস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ মডেল মসজিদ। মসজিদের উদ্বোধন ফলককে ভেঙে দেওয়া দুষ্কৃতিকারীদের পরিকল্পিত কাজ। সরকারের ভাবমুর্ত্তি ক্ষুর্ণ করতে একদল দুষ্কৃতিকারী রাতের আঁধারে মডেল মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে দিয়ে প্রমাণ করেছে তারা সরকারের উন্নয়নের বিরোধী। এভাবে ফলক ভেঙে এমপি দিদারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করা যাবে না। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনায় নির্দেশ দাতা ও জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহিৃত পূর্বক গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

    কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টিপু’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আলী আজগর তানশেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান মেজবা, শাহরিয়ার হামিদ, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছালে নজরুল রনি,যুগ্ম সম্পাদক জাবেদ,যুগ্ম সম্পাদক টিকলু, সাংগঠনিক সম্পাদক, ফাহিম, সাংগঠনিক সম্পাদক রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হুদা সুমন ইউনিয়ন ছাত্রলীগ নেতা অপু,ইয়ার মাহমুদ, নিপুন, সাইদুল, মারুফ, হাসান, সিনাত, জাহেদ, সুজন, সাইমুন প্রমুখ।

    উল্লেখ যে, গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

    এর দুইদিন পর দুষ্কৃতিকারীরা মসজিদের ফলকে এমপি দিদারের নাম থাকায় রাতের আঁধারে তা ভেঙে গুড়িয়ে দেয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • উদ্ভোধনের দু’দিন পর সীতাকুণ্ডে মডেল মসজিদ নির্মাণ কাজের ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা

    উদ্ভোধনের দু’দিন পর সীতাকুণ্ডে মডেল মসজিদ নির্মাণ কাজের ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা

    কামরুল ইসলাম দুলু : উদ্ভোধনের দুই দিনের মাথায় সীতাকুণ্ডে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

    গতকাল (২৫ জুন) রাতে কে বা কারা মসজিদের ফলকটি ভেঙে গুড়িয়ে দেয়।

    গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান(রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

    এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ দিদারুল আলম।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানান,রাতের আঁধারে মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনাটি শুনে আমি মর্মাহত হয়েছি। ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মডেল মসজিদ নির্মাণ কাজে দুষ্কৃতিকারীর হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে এস আই মামুনকে পাঠালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কিন্তু ঘন্টাখানেক পর মামুন চলে গেলে দুষ্কৃতিকারীরা পুণরায় এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িতদের চিহিৃত করে সহসাই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

    মসজিদ ভিত্তিক সমাজের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ইসলামী মূল্যবোধের প্রসার ও ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে সীতাকুণ্ডও গড়ে উঠছে মডেল মসজিদ।

    বুধবার (২৩) বিকালে উপজেলার ফকিরহাট এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এদিকে উদ্বোধনের দু’দিন পর মসজিদের ভিত্তি প্রস্তর ভেঙে দেওয়ার ঘটনায় সীতাকুণ্ড উপজেলায় মানুষের মাঝে তীব্র সমলোচনা সৃষ্টি হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন।

    ২৪ ঘণ্টা/এম আর