Tag: মতবিনিময়

  • চট্টগ্রামে সিইসির সঙ্গে প্রার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত

    চট্টগ্রামে সিইসির সঙ্গে প্রার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত

    চট্টগ্রামে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

    মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর এলজিইডি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রার্থীরা সিইসির কাছে একে অপরের বিপক্ষে অভিযোগ তুলে ধরেন।

    প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দিচ্ছি। প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান এবং তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ বরাবর দেওয়ার পরামর্শ রইলো।
    তিনি আরো বলেন, কোন প্রকার অবধৈ হস্তক্ষেপ, কোনো রাজনৈতিক দলের দমন নিপীড়নসহ যেকোন প্রকার অযাচিত কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।

    এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রিটার্নিং কর্মকর্তা (মেট্রো) ও বিভাগীয় কমিশন তোফায়েল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা (জেলা) জেলা প্রশাসক আবুর বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা প্রমুখ।

  • সীতাকুণ্ড প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্যের লিগ্যাল কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা’র মতবিনিময়

    সীতাকুণ্ড প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্যের লিগ্যাল কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা’র মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য লিগ্যালভিউ কনসালটেন্সি লিমিটেড এর লিগ্যার কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর।

    শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। লিগ্যার কনসালট্যান্ট মহিউদ্দিন বহদ্দা চৌধুরী প্রেসক্লাবে আসলে ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে স্বাগত জানান।

    তিনি একজন প্রবাসী হয়েও যেকোন সময়ে সীতাকুণ্ডবাসীর সুখদুঃখে পাশে থাকার থাকবেন এবং এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম, সেকান্দর হোসাইন, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

  • রায়পুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জিলানির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

    রায়পুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জিলানির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : অতীতের ভুল-ত্রুটি ক্ষমা চেয়ে আসন্ন পৌর নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র এবিএম জিলানি। পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা নির্বাচন ঘোষিত হয়। এতে করে টানা ১২ বৎসর মেয়রের দায়িত্ব পালনকারী এবিএম জিলানী পৌরবাসীর কাছে সব রকমের সহযোগিতা কামনা করেন।

    শনিবার তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পৌরবাসীর উদ্দেশ্যে এবিএম জিলানী বলেন ‘আমার পিছনের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের অতিরিক্ত ভ্যাট হ্রাস করে দিবো, ডাকাতিয়া নদীকে ইজারা মুক্ত করে নদীকে পর্যটনের অংশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।’

    মতবিনিময়কালে তিনি পৌরসভাকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসার ঘোষণা দেন। প্রশাসনের নিরপেক্ষতা কামনা করে সাবেক এই মেয়র বলেন- ‘আপনারা আমাকে সহযোগিতা করুন, ধানের শীষ প্রতীকে যেন সাধারণ ভোটাররা নিঃসন্দেহে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সাংবাদিকদের নিরপেক্ষ লেখনীর মাধ্যমে তুলে ধরে সহযোগিতা করার আহবান করেন।’

    অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় গত পৌরনির্বাচনে আমি আমার বাসায় অবরুদ্ধ ছিলাম, আমাকে আমার নিজস্ব ভোটাধিকার দেয়া হয়নি। আমি আপনাদের ভালবাসা ও দোয়ায় এবারও বিএনপি’র মনোনয়ন পেয়েছি। আমি পৌরবাসীর প্রতি সম্মান দেখিয়ে ও দলের প্রতি সম্মান দেখিয়ে এবারও নির্বাচন করছি। আপনারা আমাকে দোয়া করবেন।

    এবিএম জিলানী বলেন-‘আমি মেয়র থাকাকালীন সময়ে রায়পুরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জলাবদ্ধ পানি ও পয়ঃনিষ্কাষণের জন্য ড্রেনেজ ব্যবস্থা হয়েছে। পৌরবাসীর সুপেয় পানির জন্য পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে, রাস্তাঘাট, পুল-কালভার্ট তৈরি করা হয়েছে। কোন গরীব অসহায় মানুষকে কষ্ট না দিয়ে ভ্যাট বাড়ানো হয়নি। আপনারা যদি আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করেন তাহলে আমি রায়পুর পৌরসভাকে একটি আদর্শ ও মডেল পৌরসভা হিসেবে রায়পুর পৌরবাসীকে উপহার দেব।’

    মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হোসেন আহাম্মদ বাহাদুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর জিলানী নোমানসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগের নতুন কমিটি নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগের নতুন কমিটি নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নবগঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার সন্ধায় একটি রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুুুুুুুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ সীতাকুণ্ডের উন্নয়ন, রাজনীতিসহ বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।

    এসময় তারা বলেন, সীতাকুণ্ডে টাকার অভাবে যাতে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়। কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে না পারলে, ফরম ফিলাপ করতে না পারলে সেই শিক্ষার্থীর দায়িত্ব নিবে ছাত্রলীগ। এছাড়া আগামীতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর ব্যবস্থা করবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

    সভাপতি শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক, দেশের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেন তারা। বিগতদিনের মতো সত্যনিষ্ট, ন্যায়নিষ্ট, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপনাদের কলম জোরালো ভূমিকা পালন করবে বলে আশা করি।

    সীতাকুণ্ডের কোন ছাত্রলীগ নেতা কর্মী কোন টেন্ডারবাজী, চাঁদাবাজির সাথে জড়াতে পারবে না, কেউ যদি এসব কাজে নিজেকে জড়ায় তার বিরুদ্ধে ছাত্রলীগ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি মেজবা উদ্দিন রানা, পৌরসভা সভাপতি ইব্রাহিম বাবুল, মুরাদপুর ইউনিয়ন সভাপতি মোঃ রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন সভাপতি মিনহাজ উদ্দিন, সাঃ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান নিশাত, বাশবাড়িয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাঃ সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী আদিল,কুমিরা ইউনিয়ন সভাপতি সৈয়দ মোঃ সোহরাব হোসেন টিপু, সাঃ সম্পাদক সৈয়দ মাঈনুল হাসান মিল্কি, সোনাইছড়ি ইউনিয়ন সাঃ সম্পাদক নাঈম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি মোঃ শাহীন আহম্মেদ,সাঃ সম্পাদক সাইফুল ইসলাম এবং সলিমপুর ইউনিয়ন সাঃ সম্পাদক আশরাফুদৌলা রহমান।

    এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে আ.লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মেয়র প্রার্থী শামিমের মতবিনিময়

    সীতাকুণ্ডে আ.লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মেয়র প্রার্থী শামিমের মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তৃর্ণমুল আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম।

    শনিবার (৭নভেম্বর) দুপুর ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম (এলকে সিদ্দিকী স্কায়ার) এ উক্ত সভা অনুষ্ঠিত হয়।

    এসময় কমিশনার শামীম বলেন, যারা দুঃসময়ে তৃর্ণমুল কর্মীদের পাশে থাকে তারাই প্রকৃত নেতা। অনেক নেতা আছেন সারা বছর কর্মীদের খবর রাখে না। কর্মীদের দৃঃসময়ে পাশে থাকেনা, অথচ ভোট আসলে তারা কর্মী বান্ধব হয়ে যায়। আমি তৃর্ণমুল থেকে উঠে আসা নেতা, আমি কর্মীদের দুঃসময়ে পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো। আমি পর পর দুইবার বিপুল ভোটে জিতে কমিশনার নির্বাচিত হয়েছি। কোনদিন দূর্নীতি আমাকে গ্রাস করতে পারেনি। সৎভাবে দায়িত্ব পালন করেছি। আমার দুই ছেলে-মেয়ে। আমি তাদেরকেও এখন থেকে শিক্ষা দিচ্ছি বড় হয়ে যেন তারা মানুষের সেবা করে। যাতে কোন রকম দূর্নীতিতে না জড়াই।

    প্রধানমন্ত্রী যদি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দেন তাহলে আমি আরো বেশি পৌরবাসীর সেবা করার সুযোগ পাবো। মেয়র নির্বাচিত না হলেও জনগনের পাশে থাকবো।

    ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফির পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি স্বপন বণিক, ৪ নং ওয়ার্ড সা.সম্পাদক নুরউদ্দিন, ৫নং ওয়ার্ড সা.সম্পাদব আবুল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি জহুরুল আলম জকি,সা.সম্পাদক এপোলো, ৭নং ওয়ার্ড সভাপতি আমিনুল হক, সা.সম্পাদক জাহেদ কবির,সাবেক ছাত্রনেতা বাবু দুলাল দে এবং সাবেক মেম্বার আলতাফ হোসেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • চুয়েট ভিসি’র সাথে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের মতবিনিময়

    চুয়েট ভিসি’র সাথে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের মতবিনিময়

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে মতবিনিময় করেছেন।

    আজ ২৮ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোয় উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবনির্বাচিত ইউজিসি’র সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

    চুয়েটের কম্পট্রোলার জনাব মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে তিনি চুয়েট ভিসি’র সাথে মতবিনিময় করেন।

    মতবিনিময়কালে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের বর্তমান সামগ্রিক চিত্র এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি চুয়েটের চলমান অগ্রগতি এগিয়ে নিতে ইউজিসি’র পক্ষ থেকে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা ও ১৬ টি থানার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

    বুধবার (১৪ অক্টোবর) রাতে নগরীর জে এম সেন হলে পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়রপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখড়ে পৌঁছে গেছে। অসাম্প্রায়িক বাংলাদেশ গড়ায় যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেখেছিলেন তারই ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা এই সোনার বাংলাকে গড়ে তুলেছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যার ফলশ্রুতিতে নেত্রী চট্টগ্রামের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এই নগর আমার আপনার সকলের। তাই এই নগরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    এসময় সকলকে আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান এম.রেজাউল করিম চৌধুরী।

    চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সজল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত আরো বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী৷

    এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক এড নিখিল নাথ, সিনিয়র সদস্য বাবুল ঘোষ বাবুন, বিপ্লব কুমার চৌধুরী, বিপু ঘোষ বিলু, প্রদীপ শীল, নটু কুমার ঘোষ, বিল্লব সেন,দোলন দেব, এড টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, এড তপন কুমার দাশ, শ্যামল দাশগুপ্ত, চন্দন পালিত, নিউটন দে, এড গৌতম সিংহ হাজারী, অরুণ রশ্মি দত্ত, সৌরেন দত্ত, শ্যামল মজুমদার, স্টালিন দে, প্রিয়তোষ ঘোষ রতন, বিশ্বজিৎ রায়, সন্জয়িতা দত্ত পিংকি, নারায়ণ সিংহ, তমাল শর্মা চৌধুরী, এড সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, সাজু চৌধুরী, অসীক দত্ত, বিবেক দেব, রাধা রানী দেবী, পম্পী দাশ, রিপন রায় চৌধুরী, দীপ্ত সিংহ, অসিত বরন বিশ্বাস, কুশন সেন, উত্তম কুমার শীল, গোপাল দাশ টিপু সহ মহানগরের আওতাধীন ১৬টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    ২৪ ঘণ্টা আনোয়ারা প্রতিনিধি : আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের মতাবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (১২অক্টোবর) বিকাল ৩টায় আনোয়ারা থানা মিলনায়তন রুমে ওসি দুলাল মাহমুদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

    পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্লোল সেন, সাগর মিত্র, অজিত কুমার নাথ, সজীব দেবনাথ, রামলাল দেবনাথ, ঝোটন মজুমদার, পীযুষ দত্ত, অনুপম দত্ত, আনন্দ মোহন দত্ত, কাজল মিত্র, টিটু আইচ, সুভাষ সিংহ, রনি সিংহ, রাজীব নাথ, রুপম দত্ত, বাবুল শীল,মাষ্টার রতন শীল, জহরলাল শীল, সত্যজিৎ সিকদার, রতন কুমার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/জাবেদুল/

  • বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও মানুষের ভাষা বোঝেন:রেজাউল করিম

    বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও মানুষের ভাষা বোঝেন:রেজাউল করিম

    চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন। যার কারণে ১৯৭১ সালে বাংলার ৭ কোটি মানুষের প্রাণের দাবি বুঝতে পেছেন। বাঙালীকে ঐক্যবদ্ধ করে এনে দিয়েছিলেন একটি দেশ, একটি পতাকা। বঙ্গবন্ধু যেমন সহজেই বুঝে যেতেন সাধারণ মানুষের মনের ভাষা, ঠিক তেমনিভাবে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষের মনের ভাষা বুঝেন। তাই তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন।

    বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। রোববার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পিনাকী দাশের সভাপতিত্বে সহ-সভাপতি আকরাম হোসেন সবুজের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

    তিনি আরো বলেন, বাংলার মানুষকে উন্নত জীবন ও সুখী সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই সরকারের আমলে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে বঙ্গবন্ধুর কন্যা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই।

    এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, শওকত ওসমান, খাইরুল ইসলাম ককসি, দেওয়ান মাকসুদ, ইঞ্জিনিয়ার সাদেক মোহাম্মদ চৌধুরী, মমতাজ খানম, হাসিনা আকতার টুনু, প্রকৌশলী প্রবীর কুমার সেন, নাজমুল হক ডিউক, জাহেদা বেগম পপি প্রমুখ।

    যুব সমাজকে সুপথে আনতে শিক্ষকদের ভূমিকা অপরীসিম

    বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাথে মতবিনিময়কালে রেজাউল করিম চৌধুরী বলেন, শিক্ষিতের হার কম থাকায় এক সময়ের তলা বিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। সুন্দর সমাজ ও দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে খেলাধুলার সুব্যবস্থা না থাকায় যুবক বিপদগামীর পথে পা বাড়াচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে গেলে থমকে যাবে এই দেশের উন্নয়ন, নেতৃত্ব শুন্যতায় পড়বে দেশ। তাই যুব সমাজকে সুশিক্ষা দিয়ে সুন্দরভাবে জীবন গঠনে শিক্ষকদের গুরুত্ব অপরীসিম।

    বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক ইউনুছ মিয়া,অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যক্ষ আবু মোহাম্মদ, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, উপাধ্যাক্ষ সৈয়দ আহম্মদ প্রমুখ।

  • ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার মতবিনিময় অনুষ্ঠিত

    ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার মতবিনিময় অনুষ্ঠিত

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে হেদায়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে এলাকার সচেতন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ মার্চ) রাতে পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া সংস্হার স্হায়ী কার্যালয়ে হাজী রহমত আলি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন তাহসীনুল কুরআন একাডেমীর পরিচালক কে এম হাবীব মুক্তার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম জুনায়েদ।

    সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা রহমত উল্লাহ, সাবেক সভাপতি শহিদুল আলম রুবেল, সভাপতি মোঃ মামুন উদ্দীন, এনাম উদ্দীন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর জীবন গড়া জন্য এবং এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে শিক্ষিত হওয়া অতিব জরুবি। তবে মনে রাখবে শিক্ষিত হওয়া আর সুশিক্ষিত হওয়ার মধ্য পার্থক্য রয়েছে। শিক্ষিত হয়ে তোমরা মানুষের মতো মানুষ হবে। সঠিক নেতৃত্ব এগিয়ে যাবে। সৎ সঙ্গ নিবে,অসৎ সঙ্গ ত্যাগ করবে। তাহলে সফল হবে।

    এমন সময় তিনি অত্র সংস্থার নানা কার্যক্রমের জন্য প্রসাংশা করেন। এমন একটা সুন্দর অনুষ্ঠানের আযোজনে জন্য সবাইকে ধন্যবাদ জানান।

  • চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।

    রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় এম.রেজাউল করিম চৌধুরীর বাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরে বলেন, ছাত্রলীগ জাতির জনকের নিজ হাতে গড়া সংগঠন। এই সংগঠন নেতৃত্ব তৈরী করার সংগঠন। তাই সকলকে এই সংগঠনের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে এক হয়ে কাজ করতে হবে এবং সংগঠনের সুনাম রক্ষার্থে সজাগ থাকতে হবে।

    আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে আমাকে মনোনয়ন দিয়ে আমার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের সবার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমাকে যে মূল্যায়ন করেছেন সেই মূল্যায়ন ধরে রাখতে আসন্ন সিটি নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করে প্রধানমন্ত্রী কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর আসনটি উপহার দেয়ার জন্য তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের আহবান জানান।

    এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, নোমান চৌধুরী, মো: ইউনুছ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ হোসেন মানিক, উপ-সম্পাদক আকতার হোসেন সৌরভ, গোলাম রাব্বানী সানী, সহ-সম্পাদক এম.হাসান আলী, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরনবী সাহেদ, সিনিয়র সহ-সভাপতি নয়ন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেল, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি এম.এফ.সায়েম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সম্পাদক সুভাষ মল্লিক সবুজ সহ মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • মিরসরাই প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

    মিরসরাই প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

    আশরাফ উদ্দিন, মিরসরাই : মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় ও সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

    এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এরাদুল হক ভুট্টু, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ সহ নেতৃবৃন্দ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী জানান, মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে আগামী ১৭ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত তিনমাসব্যাপী বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হবে। প্রথমে আগামী ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন করবো। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি (শব্দ সংখ্যা ৩০০-৫০০), খ বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান (শব্দ সংখ্যা ৭০০-১০০০) এবং গ বিভাগে ¯স্নাতক (পাস ও সম্মান/সমমান) ও ¯স্নাতকোত্তর/সমমান (শব্দ সংখ্যা ১০০০-১৫০০) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

    আগামী ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠের আসর। আগামী ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর জীবদ্দশায় মিরসরাইয়ের যেক’জন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। প্রতিযোগীতায় বিজয়ীদের লেখা রচনা দিয়ে ম্যাগাজিন বের করা হবে। আগামী ২৮ মে দিনব্যাপী থাকবে সমাপনী আয়োজন। এতে সকালের অধিবেশনে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা। দুপুরে মেজবান। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনের ওপর তৈরি গীতি আলেখ্য।

    রচনা প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের প্রদান করা হবে লক্ষাধিক টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি। প্রথম পুরস্কার ১৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং বিশেষ বিবেচনা ৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড প্রদান করা হবে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মিরসরাই প্রেস ক্লাবের নেওয়া উদ্যোগের ভূয়ুশী প্রশংসা করেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা করা হবে বলেও ঘোষণা দেন। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে গড়ার জন্য বঙ্গবন্ধু সাহসী সীদ্ধান্ত নিয়েছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে দ্রুত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।