Tag: মতবিনিময় সভা

  • রাউজান পৌর নির্বাচনে মেয়র পদে পারভেজের সমর্থনে মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভা

    রাউজান পৌর নির্বাচনে মেয়র পদে পারভেজের সমর্থনে মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জনগণের দোয়া ও ভালোবাসা ছিল বিধায় আমি এখনো বেঁচে আছি। দলের দুঃসময়ে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে মাঠে থেকেছি। কখনো অপশক্তির কাছে মাথা নত করিনি।

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে করোনা পরিস্থিতিতে সব সময় জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেছি। আমি পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। আমি চাই দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে তার সমর্থনে আয়োজিত রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

    মুক্তিযুদ্ধ মঞ্চে রাউজান উপজেলার সভাপতি বেলাল হোসেন সিফাতের সভাপতিত্বে ও শফিউল হোসাইন সম্রাটের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সিনিয়র-সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার এ্যাড. সমীর দাশ গুপ্ত, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য, সুপ্রিম কোর্টের সহকারি এটর্নি জেনারেল এ্যাড.অপূর্ব ভট্টাচার্য, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোজাফ্ফর সালাম মুবিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আলমগীর, বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাচ্চু, রাউজান পৌরসভা যুবলীগের সহ সভাপতি ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি (দ.) জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ এরশাদ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ, রাউজান উপজেলা সহ সভাপতি মো একরাম,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, মাইকেল বড়ুয়া, অন্তু দে, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত দাশ অন্তু, সাইম উদ্দিন শাহ, বাদশা আলম জুয়েল, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন অন্তর, জিসান, মো আসিফ, মো আলাউদ্দিন, তওহিদ, কুতুব উদ্দিন, ছাত্রনেতা শাহদাত, রাকিব প্রমুখ।

  • সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

    সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ সীতাকুণ্ডে হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩১অক্টোবর) দুপুরে বার আউলিয়া হাইওয়ে থানা উক্ত মতবিনিময সভার আয়োজন করে।

    অনুষ্ঠানে বক্তারা জেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    হাইওয়ে থানার এসআই আবুল হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন, সলিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সোনাইছড়ি ইউপি সদস্য কফিল উদ্দিন, জহুরুল আলম, কুমিরা ইউপি সদস্য হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ সেলিমসহ বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ড প্রেসক্লাব এর সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মতবিনিময়

    সীতাকুণ্ড প্রেসক্লাব এর সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় থানার হল রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ইনর্চাজ সীতাকুণ্ডকে মাদক মুক্ত করার জন্য সকলের ঐক্যবন্ধ ভাবে সহযোগিতা কামনা করেন।

    এসময় ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, সরকার সারা দেশকে ডিসেম্বরের মধ্যে মাদক মুক্ত করার অঙ্গিকার করেছে তারই অংশ হিসেবে আমরাও সীতাকুণ্ড উপজেলাকে সম্পুর্ণ মাদক মুক্ত করতে চাই, তারজন্য সকলের সহযোগীতা প্রয়োজন, বিশেষ করে সাংবাদিকদের।

    তিনি আরো বলেন, সাংবাদিকরাই মূলত আমাদের প্রধান সোর্স। তাদের সহযোগীতা ছাড়া আমরা মাদক বিরোধী কাজ করতে পারবোনা।

    তিনি সীতাকুণ্ড উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় এবং মাদক, সন্ত্রাস,চুরি-ডাকাতীসহ যেকোন অপরাধ দমনের কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন। এসময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রেসক্লাবের পক্ষ থেকে সকল প্রকার অপরাধ, মাদক, জুঁয়া, সন্ত্রাস দমনে থানাকে সহযোগীতার আশ্বাস দেওয়া হয় এবং কোন নিরাপরাধ মানুষ যাতে হয়রানীর শিকার নাহয় তার জন্য ওসির প্রতি আহবান জানানো হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চসিক নির্বাচন উপলক্ষে সম্মিলিত নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চসিক নির্বাচন উপলক্ষে সম্মিলিত নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা করেছে সম্মিলিত নাগরিক সমাজ।

    সোমবার (২ মার্চ) দুপুরে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ আমিন জুুট মিল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে আমার উপর যে আস্থা রেখেছেন সে জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চট্টগ্রামে যে উন্নয়ন প্রকল্পগুলো চলমান আছে সেগুলো শেষ হলে নগরবাসীর অনেক সমস্যা সমাধান হবে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।

    যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল, পাঁচলাইশ থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ইয়াকুব, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ আলী জাহাঙ্গীর, ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, ২ নং জালালাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ ইব্রাহিম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী জহুুরা বেগম।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, যুবলীগ নেতা ওমর ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা পিকু সেন।

  • সীতাকুণ্ডে থানা প্রশাসনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতবিনিময় সভা

    সীতাকুণ্ডে থানা প্রশাসনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতবিনিময় সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বিষয়ে মডেল থানা প্রসাশনের সাথে বাঁশবাড়ীয়া
    ইউনিয়ন, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা শনিবার (১ফেব্রুয়ারি) দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মেম্বার সেলিম উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আদিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,ওসি (তদন্ত) শামীম শেখ,ওসি (ইন্টিলিজেন্ট) সুমন বণিক, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব,আ’লীগ নেতা আব্দুল বারেক সওদাগর,আরশেদ মাহমুদ সোহাগ ও আবু তাহের সওদাগর, আ’লীগ নেতা মোঃ ইসমাইল হোসেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, যুবলীগ সভাপতি জয়নাল আবেদীন টিটু, সংরক্ষিত মেম্বার লাকি আক্তার, নুরনাহার বেগম, ইউপি সদস্য মোঃ রাশেদ, মোঃ হাসান, মোঃ সেলিম প্রমুখ।

    এতে আরো বক্তব্য রাখেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান, মাওলানা জাফর উল্লাহ, মাওলানা আলী আহম্মদ, মাওলানা ইয়াছিনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অন্যান্য ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি

    ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রথমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন করতে হবে। তাই প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি গঠন করা খুবই জরুরী। যার যার এলাকায় অভিভাবকরা একটু সচেতন হলেই এলাকায় সন্ত্রাস ও বিভিন্ন রকম অপরাধ কমে যাবে। যুবকরা যখন টাকার জন্য মাদক সেবন করতে পারেনা, তখন তারা চুরি,ডাকাতিসহ সমাজে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

    তিনি আরো বলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুনাম সব স্থানে রয়েছে। এ সুনাম ধরে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। রাতে কোনো ঘরে ডাকাতি সংগঠিত হলে মসজিদের মাইকে সবাইকে সতর্ক করতে হবে এবং তার সাথে সাথে থানায়ও জানাতে হবে।

  • সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কামরুল ইসলাম দুলু : সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, সমাজের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের সোচ্চার হতে হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রত্যোক মানুষের ন্যায় বিচার পাবার অধিকার আছে। আমাদের দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ থেকে পরিত্রাণ পেতে মানবাধিকার সন্মন্ধে সকলকে জানতে হবে। সমাজের যতো অনিয়ম অসংগতি তার বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।

    তিনি শুক্রবার বিকেলে কদম মোবারক বাইলেনস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

    আবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফরউল্যাহ্ ও মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী।

    চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি এসএম আজিজ, দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সদস্যসচিব এডভোকেট জসিমউদ্দিন চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ, খুলশী থানা শাখার সভাপতি মোঃ জসিমউদ্দীন, হালিশহর থানা শাখার সভাপতি সোহেল আকতার খান, চট্টগ্রাম মহানগরের নাজিম আকতার আমিরী, শেখ দিদারউদ্দিন আহমেদ, লায়ন আবু নাসের রনি, নাজমুল শাকের, মোহাম্মদ সেলিম, সাঈদ খান আরজু, জিয়াউর রহমান, মুসা খান, সাগুফতা পারভীন, রোটারিয়ান কোহিনূর আকতার, মোহাম্মদ রাজিবুর রহমান, আশ্রাফ মাহমুদ, মুক্তিযোদ্ধা মিনু রানি দাশ, মোঃ আবু বকর ছিদ্দিকী, সৈয়দ গোলাম মোরশেদ, আবুল কালাম আজাদ, মোঃ দেলাওয়ার হোসেন, এডভোকেট মেজবাহউদ্দিন দোয়েল, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, প্রবাল চৌধুরী মানু, ওমর আজম, মোহাম্মদ ইব্রাহিম, আবু তালেব, খালেদ রিশাদ প্রমুখ।

  • নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

    ১৩ জানুয়ারী সোমবার দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    প্রায় দুই ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমস্যা গুলো সমাধানে পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কামনা করেন তিনি।

    পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায় ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল করা হবে।

    তিনি বলেন, সাংবাদিকরা পুলিশের সদস্য হিসেবে কাজ করবে। কারন যে কোন ক্ষেত্রে সাংবাদিকদের কলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে পুলিশ-সাংবাদিকদের কাজের মিল রয়েছে। কাঙ্খিত ফলাফল তখনই ভালো হবে, যখন আমরা একত্রিত হয়ে কাজ করবো। প্রয়োজনে টিম নীলফামারী গঠন করা হবে।

    উল্লেখ, গত ১০ জানুয়ারি নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা-পশ্চিম) হিসেবে ও ডিবি পুলিশে ৬ বছর দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সদর থানার ওসি মোমিনুল ইসলাম।

  • জলঢাকায় জাতীয় পার্টিতে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জলঢাকায় জাতীয় পার্টিতে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নীলফামারীর জলঢাকায় মতবিনিময় সভা করেছে উপজেলা জাতীয় পার্টি।

    রবিবার(২০অক্টাবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জাতীয়পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।

    এসময় বক্তব্যে রাখেন, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, জাতীয়পার্টি নেতা বাবলুর রহমান, শরিফুল ইসলাম প্রিন্স, তাহমিদুর রহমান মিলন, যুব সংহতির জাকির হোসেন হাসু, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ছামিউল ইসলাম সোহাগ প্রমুখ।

    এ ছাড়াও সভায় উপজেলা জাতীয়পার্টিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।

    এর আগে উপজেলা ছাত্রসমাজের বিভিন্ন ইউনিয়নে নবগঠিত ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এমপি রানা মোহাম্মদ সোহেল।

    পরে কৈমারী ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদ আলম দুদু ও শাহিনুজ্জামান শাহিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এমপির হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয়পার্টি এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ শফিউল ইসলাম লিটু ও ইমন হাসান পাভেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় যুব সংহতিতে যোগদান করেন।

  • কাল বন্দরে স্থানীয় সমস্যা নিয়ে ৫ ওয়ার্ডের মতবিনিময় সভা

    কাল বন্দরে স্থানীয় সমস্যা নিয়ে ৫ ওয়ার্ডের মতবিনিময় সভা

    চট্টগ্রাম মহানগরীর বন্দর ও পতেঙ্গা থানা এলাকার জনদুর্ভোগ, যানজট, দূর্ঘটনা, জলাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা নিরসনের লক্ষ্যে আগামীকাল ১২ই অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় সীম্যান্স হোস্টেলস্থ লিলি কমিউনিটি সেন্টারে ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন সেবা সংস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের জনসাধারনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

    এতে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ ডলফিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ বিভিন্ন সেবা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।