ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের প্রচেষ্টায় ২ বছর পর স্বামীর সংসার ফিরে পেলেন গৃহবধূ ফেরদৌসি (২৪)।
মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ৮ মার্চ উপজেলার ছকড়িকান্দি গ্রামের মো. হোসেন শেখের ছেলে মো. মিরাজ শেখের সঙ্গে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের মো. হান্নান বিশ্বাসের মেয়ে ফেরদৌসির বিয়ে হয়। বিয়ের ১ বছর পর পারিবারিক কলহের কারণে দু’জনের মাঝে বিচ্ছেদ হয়ে যায়।
পরে ২ বছর ধরে স্বামীর ঘর ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালায় ফেরদৌসি। কোনো ফল না পেয়ে দ্বারস্থ হয় মধুখালী থানা পুলিশের।
বুধবার মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ছকড়িকান্দি গ্রামের স্বামীর ঘরে ফিরে গেলেন ফেরদৌসি।
২ বছর পর ঘর ফিরে পেয়ে খুব খুশি ফেরদৌসি। তার স্বামী মিরাজ শেখ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওসিকে অনেক ধন্যবাদ আমার ভাঙ্গা সংসার এক করে দেয়ার জন্য।