Tag: মধ্যবিত্ত

  • মধ্যবিত্তদের ঘরে গোপনে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন

    মধ্যবিত্তদের ঘরে গোপনে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন

    কামরুল ইসলাম দুলু:::সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস সংক্রামন। এই মহামারীর কারণে বন্ধ হয়ে গেছে সমস্ত ব্যবসা-বাণিজ্যে, চাকরীসহ মানুষের আয়-রোজগারের পথ। দেশের এই ক্রান্তিকালে চরম আর্থিকভাবে সমস্যায় পড়েছে নিন্মবিত্ত, মধ্যবিত্তসহ সকল শ্রেণীর মানুষ। সরকার ছাড়াও বহু বিত্তবান, সংগঠক, রাজনৈতিক নেতা, দলসহ বিভিন্নভাবে গরীব-দুঃখী, অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছে।

    কিন্তু করোনা ভাইরাসের মহামারীতে সবচে বেশী সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ফ্যামেলীর মানুষ। যারা আর্তমর্যাদার কারণে কারো কাছে না পারছেন বলতে না পারছেন ত্রাণ চাইতে। এ ধরনের পরিবারের মানুষগুলো সংসারে চলছে নীরব হাহাকার।

    এই সমস্যাটি ইতোমধ্যে অনেক জনপ্রতিনিধির ভাবনায় এসেছে। তারা ফেসবুকে লিখে জানিয়েছেন যে, কোন মধ্যবিত্ত পরিবার যদি সামাজিক লজ্জা, আত্মসামাজিক মূলবোধের কারণে সমস্যার কথা বলতে না পারেন, সরাসরি ত্রাণ নিতে না চান তাহলে আমাদেরকে বলেন, আমরা বিষয়টি গোপন রাখবো। এরকম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, ৮নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ ও ৯নং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন।

    এরকম একটি স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।

    তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

    প্রিয় ভাটিয়ারীবাসী,
    করোনা প্রতিরোধে চলমান পরিস্থিতিতে যাদের ঘরে খাবার নেই,লোক লজ্জায় সামনে আসছেন না, ছেয়ে নিতেও পারছেন না, এমন পরিস্থিতিতে আয় রোজগার করতে পারছেন না,সরকারি বা দানশীল ব্যক্তির নিকট থেকে সহযোগিতা গ্রহন করতে পারছেন না।
    – এ রকম কেউ থাকলে আমাকে আপনার সন্তান/ভাই মনে করে নিম্ন লিখিত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি – (২৪ ঘন্টা খোলা)
    ০১৮১৯১০৮৪১১ /০১৭১৫৩৩৮২১১
    কথা দিচ্ছি ছবি তো দূরের কথা আপনার পরিবার ও জানবে না। যে সকল ব্যাগে বর্তমানে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে সে রকম ব্যাগে ও দিবো না।
    ঘরে থাকুন, সুস্থ থাকুন।
    আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন
    চেয়ারম্যান। ৯-নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ।

    এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লোক দেখানো দানের চেয়ে গোপন দানের আলাদা একটা মজা লাগে, এতে সওয়াবও হয় বেশী। আমার কাছে এই পর্যন্ত বহু মধ্যবিত্ত মানুষ ফোন করেছেন। আমি সাধ্যমতো তাদেরকে সম্পুর্ণ গোপনীয়ভাবে সহযোগীতা করেছি। তাদের মধ্যে বেশিরভাগ প্রবাসীর ফ্যামেলী। প্রবাসী ফ্যামেলীগুলো কিছুটা হলেও আর্থিকভাবে সচ্চল হলেও বর্তমান পরিস্থিতিতে তারা বিদেশ থেকে কোন প্রকার টাকা পাঠাতে পারছেনা। যার ফলে তাদের ফ্যামেলীতে সমস্যা হচ্ছে।

  • করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে পৃথিবীর অনেক দেশই এখন পুরোপুরি লকডাউনে। তেমনি আমাদের দেশেও অঘোষিত লকডাউনে গত ২৬ মার্চ থেকে, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সবকিছুই বন্ধ থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

    মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের এমন ক্রান্তি লগ্নে গরীব দিনমজুর খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের সহযোগীতায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট একাধিক প্রতিষ্ঠান ছাড়াও অনেকে ব্যক্তি উদ্দ্যেগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নিম্নবিত্তদের।

    এদিকে লকডাউনের দিন যতই বাড়ানো হচ্ছে সবচেয়ে ততই বেশি বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন সরকারি বেসরকারি অফিস কারখানা বন্ধ থাকায় মধ্যবিত্ত অনেকের ঘরে যা জমাছিল তা ফুরিয়ে এসেছে।

    লোকলজ্জ্বার ভয়ে থাকা গৃহবন্দি এসব মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

    সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, যারা সরকারী বেসকারী চাকুরি করেন তারাই বেশিরভাগ মধ্যবিত্ত। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান (আয়ের উৎস) সব বন্ধ থাকায় অনেকটা নিরুপায় হয়ে পড়েছে অধিকাংশই পরিবার। না পারছে সহ্য করতে আবার লোকলজ্জ্বার ভয়ে বলতেও পারছেনা কাউকে।

    তাই তাদের কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এক্ষেত্রে যারা ত্রাণ নিচ্ছে বা নিবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ।

    সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।

    নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন।

    ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪, এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১, ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।

    কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না।
    ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আস্থা রাখুন পুলিশে।

    ২৪ঘণ্টা/ রাজীব প্রিন্স