Tag: মনোনয়নপত্র

  • কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে চারটি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে তিনজন এবং চান্দিনা উপজেলা নির্বাচন অফিসে একজন মনোনয়নপত্র জমা দেন।

    বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত গতকাল দুপুরে কুমিল্লা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যুদ্ধা আ হ ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার, প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের ছেলে এফবিবিআইসি পরিচালক ও চান্দিনা থানা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। এ ছাড়া চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক লুৎফুর রেজা খোকন, স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকে মো. মনিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

    আজ ১৪ সেপ্টেম্বর যাচাই-বাচাইয়ের পর ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ৭ অক্টোবর ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ সাবেক ডিপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নিউমুনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং গত ২ আগস্ট গেজেট প্রকাশ করা হয়। পরে ৭ অক্টোবর নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

    একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

    এন-কে

  • ঋণ জটিলতায় বাবলু ও ফরম পুরণে ত্রুটি হওয়ায় উত্তমের মনোনয়নপত্র বাতিল

    ঋণ জটিলতায় বাবলু ও ফরম পুরণে ত্রুটি হওয়ায় উত্তমের মনোনয়নপত্র বাতিল

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

    যাচাই বাচাইয়ে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাছাইকালে জাপা নেতা জিয়াউদ্দিন বাবলুসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল করার হয়েছে বলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।

    চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংক ঋণ জটিলতায় জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি একজনের ব্যাংক ঋণের গ্যারেন্টার ছিলেন।

    নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই ঋণ পরিশোধ করেছেন।

    এছাড়া উপ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরমে যথাযথ তথ্য প্রদান না করায় এবং এতে ত্রুটি থাকায় গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

    এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে আসনটি শূণ্য হয়ে যায়।

    গত ১২ ডিসেম্বর ছিল বোয়ালখালী-চাঁদগাও-পাঁচলাইশ (চট্টগ্রাম-৮) এ আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।

  • জাপা প্রার্থী বাবলু’র মনোনয়নপত্র জমা : চান্দগাঁও-বোয়ালখালীকে আধুনিক শহরে পরিণত করার ঘোষণা

    জাপা প্রার্থী বাবলু’র মনোনয়নপত্র জমা : চান্দগাঁও-বোয়ালখালীকে আধুনিক শহরে পরিণত করার ঘোষণা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে (চান্দগাঁও-বোয়ালখালী) উপ-নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব জিয়া উদ্দিন আহমদ বাবলু।

    বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে জেলা উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সায়েস্তা খান চৌধুরী, সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বিব্লক)এর সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সিআইপি, নগর জাতীয় পার্টির সেক্রেটারী ইয়াকুব হোসেন, উত্তর জেলার জেনারেল সেক্রেটারী শফিকুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাতীয় পার্টির নেতা রাসেদুল আলম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, নগর কমিটির সদস্য মাহমুদুল করীম, রানা মহাজন, আবদুর রউফ।

    এসময় জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মী এবং চান্দগাঁও-বোয়ালখালী আসনের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে জিয়াউদ্দিন আহমদ বাবলু বলেন, অবহেলিত বোয়ালখালীকে আধুনিক উপশহরে পরিণত করার লক্ষে আমার প্রথম কাজ হবে কালুরঘাট সেতু নির্মান করা।

    চান্দগাঁও এলাকাকে উন্নত শহরে পরিণত করার জন্য ইতিমধ্যে আমার পরিবারের পক্ষে বিভিন্ন স্থানে উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। পারিবারিক ফান্ড দিয়ে চান্দগাঁও আবাসিক এলাকাকে উন্নয়নের আওতায় আনা হয়েছে। এভাবে প্রতিটি এলাকাকে আধুনিকায়ন করা হবে।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে অতীতে যেভাবে কাজ করেছি ভবিষ্যতেও কাজ করার মানসিকতা নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছি। প্রধানমন্ত্রীও মহাজোটের প্রার্থী হিসেবে জিয়া উদ্দিন আহমদ বাবলুকে ঘোষণা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরো বলেন, চান্দগাঁও-বোয়ালখালীকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত এলাকায় রূপান্তর করা হবে। এছাড়াও দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা পেলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবে বলে সাংবাদিকদের জানান।

    উল্লেখ্য যে, তিনি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৯ কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী ছিলেন। সরকারের নীতি নির্ধারক হিসেবে তিনি অগ্রণি ভুমিকা পালন করেন। তিনি মহাজোটেরও একজন প্রভাবশালী নেতা।

  • মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

    মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

    ২৪ ঘন্টা ডট নিউজ।রাজীব,চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    তিনি বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টার দিকে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

    আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন মনোনয়নপত্র জমা দেয়ার পর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে গণমাধ্যমকর্মীদের বলেন, ১৯৭৩ সালের পর এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেনি। দীর্ঘদিন পর এলাকার মানুষ দলীয় প্রার্থী পেয়ে আবেগাপ্লুত হয়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে।মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির উচ্ছাস

    তাই দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় শুভেচ্ছা জানাতে কিছু নেতা কর্মী স্ব-ইচ্ছায় আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হয়েছে।

    মোছলেম উদ্দিন বলেন, সারাদেশের উন্নয়নের সঙ্গে আমার সংসদীয় এলাকাকে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং কাঙ্খিত উন্নয়নে কাজ করবো। আমার প্রথম লক্ষ্য থাকবে এ এলাকার জনগণের দীর্ঘদিনের দুঃখ বোয়ালখালী ও কালুরঘাটের সংযোগস্থলে একটি নতুন সেতু করার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নতুন সেতুটি দৃশ্যমান করা। মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির

    মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নৌকা প্রার্থী মোছলেম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, শফিক আদনান, নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন।

    মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রায় শ’খানেক নেতাকর্মী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

    মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম ৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সংখ্যক লোক নিয়ে মোছলেম উদ্দিন আহম্মেদ তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

    এর আগে এ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণ করতে বুধবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মো. হাসানুজ্জামান বলেন, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

    এদিকে বুধবার জাতায় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি।

    উল্লেখ্য : চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার নিয়ে চট্টগ্রাম-৮ আসন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৯২২ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি।

    এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর আসনটি শূণ্য হয়ে যায়।