Tag: মন্ত্রণালয়ের

  • পরিবর্তণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নাম

    পরিবর্তণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নাম

    জাতীয় ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরে জনগণকে সম্পৃক্ত করে পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে কিছুটা পরিবর্তণ আনা হচ্ছে।

    এরই অংশ হিসেবে ‘বহিঃপ্রচার অনুবিভাগ’ এর নাম পরিবর্তন করে ‘জনকূটনীতি অনুবিভাগ’ হিসেবে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

    আজ রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্যটি জানানো হয়। এতে বলা হয় মন্ত্রণালয়টির জনকূটনীতির প্রয়োজনীয়তা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

    তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যাবলীর একটি হিসেবে শক্তিশালী বহিঃপ্রচার কার্যক্রম ও সার্বিক জন-কূটনীতি পরিচালনা উল্লেখিত হয়েছে এবং মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী কৌশলগত উদ্দেশ্য ও অগ্রাধিকার ব্যয় খাত হিসেবেও বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।

    এ উদ্দেশ্য বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান ‘বহিঃপ্রচার অনুবিভাগ’ এর কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    বিবৃতিতে আরো বলা হয়, দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশি জনগণকে সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে অবহিত করা এবং দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে নেতিবাচক প্রচারণার বিপরীতে ইতিবাচক ও সঠিক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে ‘জনকূটনীতি অনুবিভাগ’ কাজ করবে।

    বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অংশীদারগণের সাথে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে এ অনুবিভাগ বৈদেশিক সম্পর্ক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবে এবং একইসাথে পররাষ্ট্রনীতিতে বিভিন্ন শ্রেণী পেশার জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবে।

    বিদেশে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি সমুন্নতকরণ এবং জাতীয় সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন গুরূত্বপূর্ণ দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সাংস্কৃতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করাও জনকূটনীতি অনুবিভাগের কার্যপরিধির অন্তর্ভুক্ত।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বিএফআরআই পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

    বিএফআরআই পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

    ২৪ ঘন্টা ডট নিউজ : ডেস্ক : বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডসহ বাস্তবায়নাধী বিভিন্ন প্রকল্প কাজের পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

    গত ২১ জানুয়ারি বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান বিএফআরআই এর পরিচালক ড. মো: মাসুদুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ড. রফিকুল হায়দার, মো: জাহাঙ্গীর আলমসহ অন্যান্য গবেষকগণ।

    পরে অতিরিক্ত সচিব জলবায়ু ট্রাস্টফান্ডের অর্থায়নে বিএফআরআই এর প্রশাসন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট এলাকায় অবকাঠামো সমূহ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পগুলো পরিদর্শন করেন।

    এর মধ্যে নির্মাণকৃত রাস্তা, ইনস্টিটিউটের পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত আরসিসি রিটেইনিং ওয়াল, পশ্চিম পাহাড়ের পানিশোধনাগারের পার্শ্বে এবং পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত ২টি ব্রিক রিটেইনিং ওয়াল, প্রশাসনিক ভবন এবং বনজ সম্পদ ভবনের পার্শ্বে নির্মাণকৃত ২টি গাইডওয়াল এবং পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত আরসিসি ড্রেন তিনি পরিদর্শন করে সনোতাষ প্রকাশ করেন।

    পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়নকৃত কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন বিএফআরআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় বিস্তারিত কার্যক্রম পিপি অনুযায়ী সুসম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট কাজ প্রকল্পের নির্দিষ্ট সময় চলতি বছরের ২০ জুনের মধ্যে সম্পাদনের জন্য প্রকল্প পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

    পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বিএফআরআই এর পরিচালকগণ, বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা, বীজ বাগান বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার ও ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা।