Tag: মরদেহ উদ্ধার

  • তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

    তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

    রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

  • খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

    মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

    মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।

  • বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ মিললো তিন ঘণ্টা পর

    বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ মিললো তিন ঘণ্টা পর

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এবং কুমিরা ফায়ার সার্ভিস।

    রাত দশটার দিকে স্থানীয়রা লাশ দুইটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

    এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২) নামে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হন। উদ্ধার হওয়া শিক্ষার্থী মারুফের বাড়ি কুমিল্লা। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ বিভাগে ছাত্র। এনায়েত চৌধুরীর বাড়ি ভৈরব। সে কোরআনিক সাইন্স বিভাগের ছাত্র। তারা উভয়েত তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন।

    কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে আমরা কিছুক্ষণ সাগরে অভিযান চালিয়ে অফিসে ফিরে যায়। রাত দশটার দিকে খবর আসে সমুদ্রে দুটি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।

  • নিখোঁজ চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

    নিখোঁজ চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজের ৩ দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (৩১ মার্চ) সকালে নগরীর হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চীনা প্রকৌশলীর নাম ঝাং মিংইয়ান। তিনি চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ছিলেন।

    এ বিষয়ে নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

    গত ২৮ মার্চ বন্দরের আলফা অ্যাংকারেজে অবস্থান করা জাহাজটিতে নিরাপত্তা মহড়া চলছিল। এরমধ্যেই ১৬ নাবিকসহ একটি লাইফবোট সাগরে পড়ে যায়। পরে ১৫ নাবিক উদ্ধার হলেও প্রকৌশলী ঝাং সাগরে তলিয়ে যান।

  • কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

    কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

    কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সি আলিফ নামে হোটেলের ৪১১ নম্বর হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

    তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না মিললেও নিহত নারীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

    হোটেল কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন ছেলেসহ হোটেলে রুম নেন। কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরেও বেড়ান। আজ সকালেও হোটেলের লোকজন হাসি মুখে দেখেছে। দুপুরে হঠাৎ রুম খোলা দেখে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে স্বামী’ লাপাত্তা হয়ে যায়। কেন কিভাবে এ ঘটনা ঘটলো তার রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

  • চট্টগ্রামে ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    চট্টগ্রামে ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    চট্টগ্রামে একটি ড্রেন থেকে ৪৫ বছর বয়সী এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

    মঙ্গলবার রাত ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ড্রেন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

    কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ড্রেনে একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

    খবর পেয়ে রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • লোহাগাড়ায় নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

    লোহাগাড়ায় নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

    লোহাগাড়া প্রতিনিধি: এক মাস আগে নিখোঁজ হওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশে ‘গলিত মরদেহ’ পাওয়া যায়।

    আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকার আহমদ হোসেনের ছেলে।

    গত ২৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
    লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশে নিখোঁজ আনোয়ার হোসেনের গলিত মরদেহ পাওয়া গেছে।

    পুলিশ মরদেহ উদ্ধার কাজ চালাচ্ছে।
    নিখোঁজের পর ৩১ ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

    ২ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে বলে পুলিশকে জানায় তার পরিবার।

  • রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার 

    রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার 

    পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুইদিন পর শনিবার (২৪ অক্টোবর) সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরান (৩৪)।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পরে ঢেউয়ের তোরে মাঝ নদীতে স্পিডবোটটি ডুবে যায়। এতে চালকসহ ১৩ জন যাত্রী সাঁতরে কিনারায় আসলেও পাঁচজন নিখোঁজ ছিল।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ঠাকুরগাঁওয়ে মায়ের কবরের পাশ থেকে ছেলের মরদেহ উদ্ধার

    ঠাকুরগাঁওয়ে মায়ের কবরের পাশ থেকে ছেলের মরদেহ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন মায়ের কবরের পাশ থেকে নূর ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মলানী গ্রামে একটি পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। নিহত নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের আব্দুস হাসিমের ছেলে এবং স্থানীয় বাজারের একজন মুদি ব্যবসায়ী বলে তথ্য পাওয়া যায়।

    নিহতের বিষয়ে নূর ইসলামের মেয়ের অভিযোগ থেকে জানাযায়, নূর ইসলাম তার মেয়েকে দ্বিতীয় বারের মত  অন্য একজনের সাথে বিয়ে দেন।  এর পর থেকেই তার প্রথম স্বামী হাবিবুল্লাহ আল মামুন তার নতুন স্বামী সুজন ও তার বাবা নূর ইসলামকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।

    ঠাকুরগাঁও সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার পর বাজার থেকে আর বাসায় ফিরেনি নূর ইসলাম। রোববার দুপুরে এলাকাবাসী খবর দেয় যে, পাশে একটি বাঁশঝাড়ে তার মায়ের কবরের উপরে নূর ইসলামের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । নূর ইসলামের মেয়ে যেহেতু প্রথম স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন তাই আমরা সে বিষয়ে তদন্ত করছি।

    ২৪ ঘণ্টা/রিহাম/গৌতম

  • বালিয়াডাঙ্গীতে ১১ দিন পর গরু চোরাকারবারির মরদেহ উদ্ধার

    বালিয়াডাঙ্গীতে ১১ দিন পর গরু চোরাকারবারির মরদেহ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাই পথে গরু আনতে গিয়ে নিখোঁজের ১১ দিন পর নাগর নদীতে ভাসমান অবস্থায় চোরাকারবারী আদু মিয়া (২৮)’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

    ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বিওপির সীমান্ত পিলার ৩৮১/৩ এস এর নিকট শূন্য লাইন বরাবর বাংলাদেশের ৩০ গজ অভ্যন্তরে নাগর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিজিবি। আদু মিয়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি যুগীহার গ্রামের এজাবুলের ছেলে বলে তথ্য পাওয়া গেছে।

    পরে তার মরদেহ বালিয়াডাঙ্গী থানা হেফাজতে প্রদান করা হলে পুলিশ তা ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করে।

    ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান।

    উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ৭-৮ জনের একটি গরু চোরাকারবারী দল চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে ভারতের ১৭১ সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে পাথর নিক্ষেপ করতে তাকে। এসময় আদু মিয়া সহ অন্য চোরাকারবারিরা বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয়। পরে সকলে তীরে উঠে আসলেও আদু মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি।

    ২৪ ঘণ্টা/এম/গৌতম

  • খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার,অপহরণের পর হত্যার অভিযোগ

    খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার,অপহরণের পর হত্যার অভিযোগ

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙা থানা পুলিশ। তাঁকে শুক্রবার ভোররাতে আলুটিলা ১০ নম্বর এলাকা থেকে অজ্ঞাত তিন যুবক ডেকে নিয়ে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

    অপহৃত নুর মোহাম্মদ টিপুর স্ত্রী জোহরা আক্তার জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তিন জন যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরী চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে করে তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় শেষে ফিরে না আসায় মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

    মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত শাহ নূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সন্ধিগ্ধ এলাকায় অভিযান চালিয়ে সাপমারা (খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক সংলগ্ন) এলাকা থেকে শুক্রবার দুপুর ২টার দিকে অপহৃত টিপু’র মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ করা হয়নি।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • চট্টগ্রামে ভবনের রির্জাভ ট্যাংক থেকে মিস্ত্রির মরদেহ উদ্ধার

    চট্টগ্রামে ভবনের রির্জাভ ট্যাংক থেকে মিস্ত্রির মরদেহ উদ্ধার

    চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে আবদুস সাত্তার(৭০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস।

    আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দারেগাহাট রোডের বার্মা মসজিস সংলগ্ন হাজী মুছার দ্বিতল বিশিষ্ট ভবনের নিচতলার পানির রির্জাভ ট্যাংক থেকে পাইপ ফিটিং মিস্ত্রির এ মরদেহ উদ্ধার করা হয়।
    মৃত আবদুস সাত্তার আনোয়ারা উপজেলার জুইদন্দী ইউনিয়নের খুরুজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে শাহীদুর রহমান জানান, পাইপ ফিটিং মিস্ত্রি আবদুস সাত্তার রির্জাভ ট্যাংকিতে কাজ করতে নেমেছিল। ধারণা করা হচ্ছে সে রির্জাভারে পড়ে ট্যাংকিতে জমে থাকা গ্যাসের কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আমাদের ডুবুরী দল মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।

    ২৪ ঘণ্টা/এম আর