Tag: মরদেহ উদ্ধার

  • লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার, মোট ৩৩

    লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার, মোট ৩৩

    বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিন নিখোঁজদের সন্ধানে নেমে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে এ ঘটনায় মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হল।

    মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়।

    এর আগে দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া লঞ্চটি।

    সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১১টার দিকে উদ্ধার করা হয় লঞ্চটি।

    উল্লেখ্য, সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। দুই চালকের অসতর্কতায় এই ঘটনা ঘটে।
    নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বেশির ভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।

    রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে সব ক’টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

    এ দুর্ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদফতর। ময়ূর-২ লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে লঞ্চের চালক পালিয়ে গেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বোয়ালখালীতে মা ও শিশুকণ্যা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা পুলিশ হেফাজতে

    বোয়ালখালীতে মা ও শিশুকণ্যা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা পুলিশ হেফাজতে

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভাড়া বাসা থেকে দেড় বছর বয়সী শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পূর্বগোমদণ্ডী হাজিরহাট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।

    বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী বলেন, শারমিন আক্তার (২৭) ও তার দেড় বছর বয়সী মেয়ে তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শারমিন আক্তার উপজেলার পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মো. সেলিমের ২য় স্ত্রী। তারা হাজিরহাট এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

    উদ্ধার করা মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দীন ফারুকী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। শারমিনের স্বামী সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, মা ও মেয়েকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। তবে পুলিশ এখন এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হতে পারেনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এসপি

  • রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

    রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

    রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।