২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাস ফেরত এক বিমান যাত্রীর পেটে মিলল প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণ।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ মোরশেদের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা। পরে তাকে আটক করা হয়।
আটক মোরশেদ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ৮টি স্বর্ণেও বারের ওজন ৯শ ৩৩ গ্রাম। যার বর্তমান বাজার দর প্রায় ৫০ লক্ষ টাকা।
বিমান বন্দরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সদস্যদের কাছে আগে থেকে স্বর্ণ আনার তথ্য ছিলো। তথ্যের ভিত্তিতে প্রবাস ফেরত যাত্রী মোরশেদ ফ্লাইট থেকে নামার পর স্বর্ণ আনার বিষয়ে তাকে চ্যালেঞ্জ করে এনএসআই টিম।
প্রথমে অবৈধ কিছু থাকার বিষয়টি অস্বীকার করে যাত্রী মোরশেদ। তার শরীর তল্লাশি করেও প্রথমে কিছু পাওয়া যায়নি। পরে গোয়েন্দা সদস্যদের গোপন তথ্যমতে মোরশেদকে আর্চওয়ে দিয়ে হাঁটানোর ব্যবস্থা করেন।
আর্চওয়ে পার হওয়ার সময় লাল সংকেত বেড়ে ওঠে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং এক্স-রের ভয় দেখালে মোরশেদ নিজের মলদ্বারে ৪টি স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন।
ওয়াশরুমে পাঠিয়ে ৪টি স্বর্ণের বার উদ্ধারের পর আবার তাকে ফের আর্চওয়েতে হাঁটানো হয়। তখন আবারও লাল সংকেত বেজে ওঠে। এ পর্যায়ে গোয়েন্দারা তাকে অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণ বের করে আনার ভয় দেখালে আরও ৪টি স্বর্ণের বারের বিষয় স্বীকার করেন। পরে সেগুলোও উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।