Tag: মসজিদে

  • ভিন্ন ঈদ/ ঢাকা বায়তুল মুকাররম ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত

    ভিন্ন ঈদ/ ঢাকা বায়তুল মুকাররম ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : একমাস সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে এক ফালি চাঁদের হাসি এনে দেয় খুশির জোয়ার। প্রতি বছর রমজানের শেষে খুশির বার্তা নিয়ে আসে শাওয়ালের চাঁদ। এবারও খুশির বার্তা নিয়ে উঠেছে সেই চাঁদ।

    পবিত্র ঈদুল ফিতর আজ। আজ নতুন বসন ভূষণে সজ্জিত হয়ে আনন্দে মেতে উঠে মুসলিম সম্প্রদায়। তবে অন্যান্য বছরের ন্যায় কোলাকুলি আর আনন্দে মাতোয়ারা ও কোলাহলে ভরে উঠেনি ঈদ জামায়াত স্থল। করোনা মহামারির সময় ভিন্ন এক প্রেক্ষাপটে এলো এবারের ঈদ। তাই আনন্দের বদলে বিষাদ, মানুষের মাঝে।

    শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, যেভাবে যতটুকু পরিসরে ঈদ আনন্দ করা যায়, এবারের ঈদের আনন্দ ঠিক ততটুকুই, যেন নিক্তিতে মাপা, একচুল এদিক-ওদিক হবার নয়।

    নিরাপদ শারিরীক দূরত্ব এবং করোনা ভাইরাস পরিস্থিতর জন্য অন্যান্য নির্দেশনা মেনেই রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৭টা ও ৮টায় প্রথম ও ‍দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

    প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেয কারী কাজী মাসুদুর রহমান।

    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরো ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

    এদিকে সোমবার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব মো. আলাউদ্দীন।

    জামাত শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

    তাছাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে এবারের ঈদের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমেদুল হক। মুসল্লি বেশি থাকলে সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ আহমেদ রেজা।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ৫ হাজার টাকা করে যাচ্ছে দেশের সব মসজিদে

    ৫ হাজার টাকা করে যাচ্ছে দেশের সব মসজিদে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ধর্ম ডেস্ক : করোনা ভাইরাসের কারণে লকডাউন ও সরকারি বিধি নিষেধ থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মুসল্লিদের দানের ওপর নির্ভর মসজিদগুলো। ফলে দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যায় পড়ছে মসজিদগুলো।

    করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের অনুমোদন দিয়েছে সরকার।

    বুধবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে।

    ফলে মসজিদের দৈনন্দিন ব্যয়নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানে অনুমোদন করেছেন।

    এর পরিপ্রেক্ষিতে প্রতিটি মসজিদের অনুকূলে এ অনুদান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ, জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হল।

    সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

    প্রসঙ্গত, দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • মসজিদে মুঠোফোন হারালেন রেলমন্ত্রী, থানায় সাধারণ ডায়েরি

    মসজিদে মুঠোফোন হারালেন রেলমন্ত্রী, থানায় সাধারণ ডায়েরি

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : মসজিদে নামায পড়তে গিয়ে নিজের ব্যাক্তিগত মুঠোফোনটি হারিয়ে ফেলেছেন রেলমন্ত্রী নু‌রুল ইসলাম সুজ‌ন। তার মুঠোফোনটি ফিরে পেতে পুলিশের শরনাপন্ন হয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

    থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শনিবার রাতে মন্ত্রীর পক্ষ থেকে এক ব্যক্তি রমনা থানায় মুঠোফোন হারানোর বিষয়টি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।

    সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন শুক্রবার রাজধানীর বেইলি রোডের ‘টিপ টপ’ মসজিদে নামাজ আদায়ের পর থেকে মন্ত্রী তার ব্যবহৃত মুঠোফোনটি খুঁজে পাচ্ছেন না।

    তবে মুঠোফোনটি চুরি হয়েছে নাকি কোথাও হারিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে হারানো মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।