২৪ ঘণ্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইউনিষ্টিটিউট এর নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লোকমানুল আলম আর নেই।
আজ ২৩ এপ্রিল বৃহষ্পতিবার সকাল ১০ টায় নগরীর মেডিকেল সেন্টার ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গূণগ্রাহী রেখে যান। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী। তিনি এক শোক বার্তায় লিখেছেন, লোকমান ভাই একসময় সাংবাদিকতাও করেছেন। সর্বশেষ তিনি আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ফটিকছড়ি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সদস্য সচিব মুক্তিযোদ্ধা লোকমানুল আলমের মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাত্তন ছাত্র ছাত্রী সমিতি- ৮২ এর জীবন সদস্য, রনুর বাপের বাড়ি জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি, উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্যও ছিলেন।
উল্লেখ্য তিনি গত ১৪ এপ্রিল স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। ৮ দিন পর বাসায় গেলে বৃহষ্পতিবার সকালে খারাপ লাগছে বললে আবার মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন।
২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি