Tag: মহান বিজয় দিবস উদযাপন

  • ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে ২০৪১ সালের মধ্যে আমাদের স্বপ্ন পুরন হবে: চসিক প্রশাসক

    ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে ২০৪১ সালের মধ্যে আমাদের স্বপ্ন পুরন হবে: চসিক প্রশাসক

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মহান বিজয় দিবস বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে গৌরব ও অহংকারের দিন। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, বাঙ্গালী জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা।

    মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

    সকাল আটটায় বাটালী হিলস্থ, টাইগারপাস চসিক সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চসিকের সচিব মুহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

    প্রসাশক আরো বলেন, ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষনে আজ আমরা এই বিজয় দিবস উদযাপন করছি। এ বছর আমরা আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ-বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কয়েকদিন পর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পদার্পন করবো। আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করে সমগ্র-বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আগামী-২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার স্বপ্ন পুরন হবে।

    তিনি আরো বলেন, এই বিজয়ের দিনে আমাদের শপথ হোক দেশ থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবেলা করা এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মানকারীদের রুখে দেয়া।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ছয়টায় বাটালিহিলস্থ, টাইগারপস অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, বিজয়ের অনুভূতি সবসময় আনন্দের। তবে একই সাথে দিনটি বেদনারও। বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন বুকে নিয়ে। উনপঞ্চাশ বছরের এ পথপরিক্রমায় সে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। তবুও আজ আমরা উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্ন পুরণ করেছি।

    তিনি আরো বলেন, আমাদের সামনে অসীম সম্ভাবনা। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সব সমস্যা মোকাবেলায় সচেষ্ট হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।

    কেন্দ্রিয় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মুহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আঞ্চলিক প্রধান নির্বাহী আফিয়া আখতার, রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, আতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর চৌধুরী, তত্ত্বাবধায় প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী , সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পদাক মুজিবুর রহমানসহ চসিক কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • আবুধাবি দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    আবুধাবি দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ঢাকার সদ্য বিদায়ী রাষ্ট্রদূত সাইয়্যিদ আল মেহেরিকে কূটনৈতিক দক্ষতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বঙ্গবন্ধু মেডেল পুরুষ্কার প্রদান করেছে বাংলাদেশ সরকার।

    ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আবুধাবি দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করে বলে জানান আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

    বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় দূতাবাসের অনুষ্ঠান। কোরআন তেলোয়াত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম।

    এক মিনিট নিরবতা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয় শহীদের স্বরণে।

    এসময় রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের উপ মিশন প্রধান মুহাম্মদ মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া ও কাউন্সিলর রেয়াজুল হক।

    এর পর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখানো হয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমান ম্যানেজার এন সি বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ শওকত আকবর, নাছির তালুকদার, আশিস বড়ুয়া, মাস্টার এস কে আলাউদ্দিন, মুহাম্মদ বশির ভূইয়া, জাকের হোসেন জসিম, প্রিয়াঙ্কা খন্দকার সহ স্থানীয় কমিউনিটি নেতা ও প্রবাসী নেতৃবৃন্দরা।

  • ‘একাত্তরের রণাঙ্গনে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

    ‘একাত্তরের রণাঙ্গনে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান সাহিত্য পরিষদের সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, পরাধীনতার শৃঙখল ভেঙ্গে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে দেশের অনেক কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রণাঙ্গনে তাদের বীরত্বগাঁথা কৃতিত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। দেশের সাহিত্যাঙ্গনেও রাউজানের অনেক সূর্য সন্তান অবদান চিরস্মরণীয়। তাদের সমৃদ্ধ ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে রাউজান সাহিত্য পরিষদ ভূমিকা রাখবে।

    তিনি ১৬ ডিসেম্বর (বুধবার) বিকেলে রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ তাকওয়া রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সভাপতি মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠক ও লেখক মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, আহমেদ সৈয়্যদ।

    বক্তব্য রাখেন ছড়াকার সাইফুদ্দিন সাকিব, শিক্ষক সৈয়্যদ আব্দুল্লাহ রশিদী, অভিনেতা মোজাহের আলম, সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, সাংবাদিক আরফাত হোসাইন, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, বিটু দে প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • প্রজন্ম চান্দগাঁও এর বিজয় দিবস পালনে – এস এম নাজের হোসেন

    প্রজন্ম চান্দগাঁও এর বিজয় দিবস পালনে – এস এম নাজের হোসেন

    রাষ্ট্রীয় স্বাস্থ্যবিধি মেনে “প্রজন্ম চট্টগ্রাম-চান্দগাঁও থানা শাখার আয়োজনে “কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগের সহযোগিতায় “মহান বিজয় দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বহদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রধান নির্বাহী মিডিয়া কনসালটেন্ট চৌধুরী জসীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চ্ট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নাজের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আবু ইউনুছ, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও গণমাধ্যম কর্মী মোঃ ওসমান জাহাঙ্গীর, সরফভাটা সমিতি-রাগুনিয়ার সভাপতি এম আনোয়ারুল ইসলাম তালুকদার, ক্যাব-চান্দগাঁও শাখার সভাপতি মোহাম্মদ জানে আলম, বহদ্দারহাট মানিক প্লাজা মার্কেটের ব্যবস্হাপনা পরিচালক মোঃ কায়সার আলম মানিক, ক্যাব-পাঁচলাইশ শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর।

    স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়কারী ও যুবনেতা এমফিল গবেষক মোঃ মাহবুবুর রহমান, চান্দগাঁও শাখার সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী শাখার প্রতিনিধি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চকরিয়া শাখার প্রতিনিধি মোঃ মোরশেদ মিয়া, মোঃ ওসমান গণি, মোঃ নাজেম উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইবনে তুহিন ও মোঃ আবিদুল ইসলাম মুহিন। কুতুবদিয়া শাখার প্রতিনিধি ছলিমু্র রহমান আল আমিন, মহেশখালী শাখার প্রতিনিধি মোঃ আবু হানিফ, কোতোয়ালী শাখার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মাহমুদ ও সাকিব আহমদ, ছাত্রনেতা মোঃ জাবেদ ইকবাল, সাধারণ সদস্য ইফতিহার হোসেন রাফি, মোঃ সিহাব হোসাইন ও প্রাইম স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

    এদিকে “একযোগে লড়ি চান্দগাঁও গড়ি” স্লোগানে- প্রমোটিং চান্দগাঁও ট্যুরিজম’র আলোকে “চান্দগাঁও থানার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তারুণ্য ভাবনা” শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজনে, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

    এই ব্যাপারে গৃহীত কর্মসূচি সফল ও সুন্দর করার লক্ষে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়।

  • দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস পালন করা হয়েছে।

    বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

    দুবাই কনস্যুলেটে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয়ের তাৎপর্য ও শহীদদের স্মরণে কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা হয়।

    কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জনতা ব্যাংক দুবাই ও শারজাহ শাখার দু-জন ম্যানেজার যথাক্রমে আব্দুল মালিক ও শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশ বিমান দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলিপ কুমার চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে মহামান্য বাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর শুভেচ্ছা বাণী (ভিডিও) প্রদর্শণ করা হয়।

    মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান হয়। বাণী পড়েন যথাক্রমে লেবার কাউন্সিল ফাতিমা জাহান, কমার্শিয়াল কাউন্সিল কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূর-এ মাহবুবা জয়া এবং প্রথম সচিব (শ্রম) ফকির মো. মুনাওয়ার হোসেন।

    এতে আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা, দুবাই, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ, থেকে আসা বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস পালিত

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস পালিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত প্রতিনিধি : আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি অঙ্গীকার নিয়ে জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আবুধাবীর রজনীগন্ধা সি আই পি বলরুমে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিতায় কবি সমাবেশ উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্টপোষক মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পির সার্বিক ব্যবস্থাপনায় এতে কবি পরিচিতি, স্বরচিত কবিতা আবৃত্তি, ক্রেস্ট প্রদাণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রধান কবি ও চিত্র শিল্পী কবি নির্মলেন্দু গুন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। প্রধান বক্তা ছিলেন আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী আব্দুর রহিম।

    বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি,উপদেষ্টা, কবি ও লেখক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, সাহিত্যিক মোহাম্মদ আক্তারউদ্দিন পারভেজ, কবি ও অধ্যাপক জেবুন নাহার, কবি ও লেখক কবি, লেখক জানে আলম জাহাঙ্গীর সাংবাদিক মনিরউদ্দিন মান্না প্রমুখ।

  • বিজয় দিবসে হালিশহর থানা যুবদলের উদ্যোগে বিজয় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন

    বিজয় দিবসে হালিশহর থানা যুবদলের উদ্যোগে বিজয় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন

    মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদলের উদ্যোগে বিজয় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি জসীমুল ইসলাম কিশোরের সভাপতিত্বে এবং সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান দুলালের পরিচালনায় বিজয় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গরীবে নেওয়াজ স্কুলে এসে শেষ হয়।

    উক্ত বিজয় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, আলী হায়দার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন, সামাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো আলি, সহকোষাধাক্য বিষয়ক সম্পাদক মো মনজু, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো হোসেন এবং হালিশহর থানার আওতাধীন ২৪নং ওয়ার্ডের আরশাদ বাপ্পি, রনি ২৫ নং রামপুর ওয়ার্ডের রাজু খান, মোঃ বেলাল, মোঃ মামুন, ওয়াহিদ, মোঃ ফারুখ, ১১নং ওয়ার্ডের সৌরভ শাহিন, আতাউর রহমান লিটল, রিপন, মাছুম, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরু জামান নুরু, ২৬নং ওয়ার্ডের আসাদুজজামান রিপন, ইউনুস, রুবেল সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আগামীর সভ্যতা হবে জ্ঞাননির্ভর ও প্রযুক্তিভিত্তিক:  চুয়েট ভিসি

    আগামীর সভ্যতা হবে জ্ঞাননির্ভর ও প্রযুক্তিভিত্তিক: চুয়েট ভিসি

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “মহান বিজয় দিবস আমাদের গৌরবের ও অহংকারের দিন। আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে কানেক্টিভিটির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ আমাদের সক্ষমতা প্রমাণ করেছে। অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডেড প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ২১০০ সাল ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে।”

    চুয়েট ভিসি আরও বলেন, “বিশ্ব এখন ৪র্থ শিল্প বিপ্লবের পথে হাঁটছে। বাংলাদেশেও করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা, ওয়েবইনারে সেমিনার-কনফারেন্স আয়োজন, টেলিমেডিসিন সেবাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ চলছে। ডিজিটাল বাংলাদেশের সেবা এখন জনগণের দৌড়গোড়ার পৌঁছে গেছে। আগামীর সভ্যতা হবে জ্ঞাননির্ভর ও প্রযুক্তিভিত্তিক। তরুণ প্রজন্মকে এক্ষেত্রে দক্ষ ভূমিকা পালন করতে হবে।”

    তিনি আজ ১৬ ডিসেম্বর (বুধবার) চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত ৪৯তম মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    চুয়েটে মুজিব বর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

    বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এটিএম শাহজাহান এবং সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রভোস্টগণের পক্ষে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

    এর আগে সকালে বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর চুয়েট ভাইস চ্যান্সেলর এবং চুয়েট পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্টাফ ওয়েলফেয়ার আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং চুয়েট বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে চুয়েটের শহীদ দুই শিক্ষার্থী শহীদ মোহাম্মদ তারেক হুদা ও শহীদ মোহাম্মদ শাহ-এর কবর জেয়ারত করা হয়। এছাড়া বাদ আছর স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • সীতাকুণ্ডে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

    সীতাকুণ্ডে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

    সীতাকুণ্ড প্রতিনিধি : প্রতিবারের মত এবারও যথাযথ মর্যাদায় সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৬ টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

    সকালে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন, এছাড়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে চেয়ারম্যান এসএম আল মামুন, নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পুস্পমাল্য অর্পণ করেন।

    এরপর সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া, সাধারণ সম্পাদক এসএম আল মামুন, পৌর মেয়র বদিউল আলম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদসহ বিভিন্ন ইউপিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপি, মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানা, ফায়ার সার্ভিসসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনীতিক, সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

    সকাল ৮টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে সীতাকুণ্ড যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এতে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিভিন্ন সীতাকুণ্ডের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    অপরদিকে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। বিশেষ অথিতি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুরউদ্দিন রাশেদ, মৎস্য কর্মকর্তা মোঃ শামীম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত : জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

    সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী,আবুধাবী রজনীগন্ধা খান সি আই পি হলরুমে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

    অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন মাওলানা ইমরান হোসাইন। পরে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি ১ মি নীরবতা পালন সহ গভীর বিনম্র শ্রদ্ধা জানান।রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব শুভ উদ্বােধন করেন বিশিষ্ট কবি ও লেখক, গবেষক, মোঃ জানে আলম জাহাঙ্গীর।

    মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসবে নানা অনুষ্ঠানমালায় মধ্যে ছিল শহীদ মিনারে( অস্থায়ী) পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উওোলন,মুক্তিযুদ্ধে শহীদ / আত্মদানকারী /যুদ্ধাহত /মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত,মহান বিজয় দিবস এর ৪৮তম এর কেক কাটা,চিত্রাংকন প্রতিযোগিতা, বিষয়:-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা,স্হির জাতীয় পতাকা আঁকা,জাতীয় স্মৃতিসৌধ আঁকা,বিজয়-পূর্ব বিজয়ের কবিতা আবৃতি,১৯৭১মুক্তি যোদ্ধার ভয়াবহ সেই দিনগুলো শীর্ষক আলোচনা সভা,রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধভিওিক চলচ্চিত্র প্রদর্শন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তরুণ কবি আরাফাতুর ইসলাম চৌধুরী বই অস্পর্শ ভালোবাসা ও জাতীয় কবিতা মঞ্চের মাসিক পএিকা অন্বেষণমোড়ক উন্মোচন,বর্ষসেরা কবি ও পুরস্কার বিতরণ,বিজয়ের উল্লাস,বিভিন্ন কমিউনিটির সম্মানে মেজবান। বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকদ সহ কমিউনিটি নেতৃবৃন্দের অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।