Tag: মহামারী

  • দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে ত্রাণ বিতরণ

    দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে ত্রাণ বিতরণ

    সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে মহামারী করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) প্রধান অতিথি হিসেবে উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.স্বপন কুমার পালিত।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দঃ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারাধন দাশ, বিশেষ বক্তা ছিলেন প্রদীপ পালিত।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পুলিশ অফিসার মনোরজ্ঞন পালিত, গণেশ পালিত, আশিস পালিত শিবু পালিত, সুভাস চৌধুরী, রাজীব তালুকদার, বিশু দাশ।

    অনুষ্ঠান সঞ্চালন করেন শিবু পালিত। বিকাল ৩.৩০ মিনিটে পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গীতা পাঠ করেন শিপন পালিত।

    ড.স্বপন কুমার পালিত তার বক্তব্যে বলেন”৪০ বছর আগে গ্রাম থেকে চলে যাওয়ার পরেও গ্রামের তেমন উন্নয়ন না দেখে আমি দুঃখিত।বিশ্বের এমন সংকটে আমি মর্মাহত। আমাদের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এই মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য নানা রকম উদ্দ্যেগ গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী উদ্দ্যেগগুলোকে স্বাগতম জানাই এবং সকল জনগণকে উনার পাশে থাকার জন্য অনুরোধ করছি।

    তিনি আরো বলেন, আমার বাবা মায়ের নামে এই গ্রামে একটা অনাথ আশ্রম ও বৃদ্ধ আশ্রম করার পরিকল্পনা করেছি। ইতিমধ্যে জায়গা ক্রয় করা হয়েছে। এই মহৎ কাজে সকলের সহযোগিতা কামনা করছি। সবার উৎসাহ ও সহযোগিতা পেলে এলাকায় মহিলা উচ্চ বিদ্যালয় ও কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাও পরিকল্পনা করেছি।

    সবশেষে তিনি “করোনা যুদ্ধে জনগণের সেবা দিতে গিয়ে যেসব সেচ্ছাসেবী, ডাক্তার,আইনশৃঙ্খলা বাহিনী শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/এ আর

  • করোনা/সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ

    করোনা/সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক || করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে প্রতিদিনই বিশ্বে কয়েক হাজার মানুষের প্রাণহানী ঘটছে। দেশেও ইতিমধ্যে মারা গেছে ৭৫ জন।

    কিন্তু এরপরও যেন ভয় নেই বাংলাদেশের অনেক মানুষের। গায়ে গা ভাসিয়ে যেন ভাইরাসটিকে আলিঙ্গন করতে পারলেই এরা খুশি। ফল স্বরুপ নিজেরা মৃত্যুর কোলে ঢলে পড়ার পাশাপাশি দেশকেও মৃত্যুপুরীর দিকেই নিয়ে যাচ্ছে এসব অসচেতন ব্যক্তিরা।

    তবে ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর ভূমিকা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

    মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ‘র ধানমন্ডির বাসায় শুক্রবার রাতে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের নিয়ে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়।

    মাননীয় প্রধানমন্ত্রীর নির্দশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

    প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

    প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনায় মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৭ হাজার

    করোনায় মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৭ হাজার

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || মহামারী করোনায় মৃতের সংখ্যায় সবদেশকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র। তাছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সর্বাধিক মৃত্যুর রেকর্ডও এখন মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যানুযায়ী, এ মহামারীতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৪০৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০০ জনে।

    সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, মারা গেছে ১০ হাজারেও বেশি মানুষ। এদের মধ্যে শতাধিক বাংলাদেশিও আছেন। ফলে করোনায় মৃতের সংখ্যায় সবদেশকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র।

    করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের পরিসংখ্যান জানানোর আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে ৬ হাজার ৯৮১ জন।

    মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে মৃত্যুর মিছিলে দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০২ জন মারা গেছে। সব মিলিয়ে ইউরোপের এ দেশটিতে মৃত বেড়ে হয়েছে ২১ হাজার ৬৭ জন।

    স্পেনেও একদিনে নতুন করে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত বেড়ে হয়েছে ১৮ হাজার ২৫৫। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৭৬২ মৃত্যু হয়েছে, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭২৯ জনের।

    জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৯৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০১ জন। এদিকে ব্রিটেনে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৭৮ জনের মৃত্যু হয়েছে।

    ইরানে নতুন করে ৯৮ জন মারা গেছে। ভারতে একদিনে মারা গেছে ৩৮ জন। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। মোটের মৃতের সংখ্যা ৯৬। ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬০ জন মারা গেছে।

    গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছে আরও ৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১২ জন এবং মারা গেছে ৪৭ জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : একদিনেই ৫ চিকিৎসক হারালো মৃত্যুর মিছিলে রেকর্ড গড়া দেশ ইতালি

    করোনা : একদিনেই ৫ চিকিৎসক হারালো মৃত্যুর মিছিলে রেকর্ড গড়া দেশ ইতালি

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসের তাণ্ডব এখন সবচেয়ে বেশি চলছে ইউরোপের দেশ ইতালিতে।

    চীনকে মৃত্যুপুরী বানিয়ে প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে মৃত্যুর মিছিল ছাড়িয়ে সর্ব্বোচ্চ মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ইতালি।

    এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ ঝড়ে গেল। তাদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও)।

    যে পাঁচজন ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।

    ভাইরাসটির উৎস চীনে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৪৫ জন। একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড গড়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। মৃত্যুর মিছিলে দেশটিতে নতুন করে ৪২৭ জনের মৃত্যুই এখন রেকর্ড।

    গেল ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

    বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।

    ২৪ ঘন্টা/আরএসপি..

  • করোনাকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনাকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনা ভাইরাসকে (কভিড-১৯) মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি এই মহামারীকে প্যানডেমিক হিসেবে বর্ণনা করেছে। যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে প্যানডেমিক বলা হয়।

    বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা আসে।

    আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ ড. টেড্রোস আধানোম গেব্রেসাস বলেন, চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনা গত দুসপ্তাহে অনেক ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সংক্রমণের এই আশঙ্কাজনক অবস্থা নিয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখছেন।

    তিনি আরো বলেন, যদিও এখনো খুব বেশে দেরি হয়ে যায়নি। পৃথিবীজুড়ে দেশগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ পরিষ্থিতি বদলে দিতে পারে।

    এদিকে, করোনা ভাইরাসে বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মারা গেছেন ৪ হাজার ২৫৮ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬০০ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৬১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

    বিশ্বের ১১১টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধু চীনেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪। এখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের।

    চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

    যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার মানুষ।অপরদিকে ইরানে এখন পর্যন্ত ৮ হাজার ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৯১ জন।

    প্রতিবেশী দেশ ভারতে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জন হয়েছে।

    এদিকে, বাংলাদেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়া আগের যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার (১০ মার্চ) তাদের পুনঃপরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেছে। তারা এখন সুস্থ। শিগগিরই তাদের ছাড়পত্র দেয়া হবে বলে জানান তিনি।