Tag: মহাসড়ক

  • মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না: ওসি সিরাজ

    মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না: ওসি সিরাজ

    ডেস্ক নিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রেস স্টিকার লাগিয়ে মহাসড়কে নাম্বার, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন কোনো যান চলতে পারবে না। এ ধরনের কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ২১ অক্টোবর ( বুধবার) এমনটি জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

    তিনি জানিয়েছেন, চট্টগ্রাম-মহাসড়কে প্রতিনিয়ত যেসব ইয়াবা পাচার হয়ে আসছে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে পটিয়ার ক্রসিং হাইওয়ে পুলিশ। আপনারা সহযোগিতা করুন। যতই রাত হোক না কেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ মহাসড়ক পাহারায় থাকবে।

    ওসি জানান, ধ্বংসাত্মক ইয়াবা পাচাররোধে সবসময় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। তাছাড়া মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, যানজট নিরসন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।

    ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পালিত হবে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষ্যে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া সড়কে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করবে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মিরসরাই মহাসড়কে দুর্ঘটনায় হতাহত ৪

    মিরসরাই মহাসড়কে দুর্ঘটনায় হতাহত ৪

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

    মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে মহাসড়কের জামালের দোকান এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আম বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার বাইরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলে একজন মারা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।এ সময় আহত হয়েছে আরো তিন জন। আমরা দুর্ঘটনায় কবলিত ট্রাকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

  • বগুড়ার মহাসড়ক ছেড়ে কুঁড়েঘরে বালুবোঝাই ট্রাক, ঘুম থেকে চিরঘুমে মা-মেয়ে

    বগুড়ার মহাসড়ক ছেড়ে কুঁড়েঘরে বালুবোঝাই ট্রাক, ঘুম থেকে চিরঘুমে মা-মেয়ে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী আতেজান বেওয়া (৭০) ও তার মেয়ে কাতুলী বিবি (৪৫)। অন্যান্য দিনের মতোই খাওয়া-ধাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।

    দিবাগত রাত আড়াইটার দিকে যখন দুজনই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই একটি দুর্ঘটনায় তাদের ঘুম থেকে চিরঘুমে পাঠিয়ে দিলেন।

    শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে কুঁড়েঘরে ঘুমন্ত মা-মেয়ের উপর উঠে যায়। মা আতেজান ও মেয়ে কাতুলী দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

    হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, হেলাল নামে এক দিনমজুর নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে কুড়ে ঘর তোলেন। সেখানে ছেলের সঙ্গে কাতুলী বিবি ও তার মা আতেজান বেওয়া বসবাস করতেন।

    শুক্রবার পঞ্চগড় ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়।

    এ সময় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে দিনমজুর হেলালের কুঁড়েঘরের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকচাপায় ঘরে থাকা ঘুমন্ত আতেজান বেওয়া ও তার মেয়ে কাতুলী বিবি ঘটনাস্থলেই মারা যান।

    হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে হেলপার আলম শেখকে (৩০) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি