Tag: মহিবুল হাসান চৌধুরী নওফেল

  • রানা দাশগুপ্তের সাথে ব্যারিস্টার নওফেলের সাক্ষাৎ

    রানা দাশগুপ্তের সাথে ব্যারিস্টার নওফেলের সাক্ষাৎ

    বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত এর সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    সোমবার(১২ই ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর দেওয়াঞ্জিপুকুর পাড় বাসভবনে এই দুইজন দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

    সাক্ষাৎ কালে রানা দাশগুপ্ত বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। চট্টগ্রাম-৯ আসনের জনগণ কে ভাগ্যবান বলতে হবে যে তারা একজন অসাম্প্রদায়িক, মেধাবী, তরুণ সাংসদ পেয়েছেন।

    তিনি আরো বলেন, আগামীতেও যোগ্য প্রার্থী কে মনোনীত করতে জণগণ ভুল করবে না। সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে ভবিষ্যতেও ব্যারিস্টার নওফেল কে সোচ্চার থাকতে অনুরোধ জানান।

    এই সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৯ আসনের উন্নয়নে রানা দাশগুপ্ত এর সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম সহ সারাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বের কারণে।
    আগামীতেও তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • মনোনয়নের প্রস্তাবকারী ও সমর্থনকারী মাহতাব-নাছির এর সাথে সাক্ষাৎ করলেন নওফেল

    মনোনয়নের প্রস্তাবকারী ও সমর্থনকারী মাহতাব-নাছির এর সাথে সাক্ষাৎ করলেন নওফেল

    নগরীর আগ্রাবাদ ও দামপাড়ায় পৃথক দুইটি স্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনী মনোনয়ন ফরমের প্রস্তাবকারী মাহতাব উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র, নির্বাচনী মনোনয়ন ফরমের সমর্থনকারী আ.জ.ম নাছির উদ্দীন এর সাথে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মতবিনিময় কালে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যারিস্টার নওফেল কে ২য় বারের মত মনোনীত করেছেন। আপনাকে নির্বাচিত করতে আমরা আমাদের সর্বোচ্চ কাজ করবো।

    তিনি আরো বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তিনি অসাম্প্রদায়িক ও মেধাবী ব্যক্তিত্ব। তাকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আমরা চট্টগ্রাম-৯ আসন উপহার দেবো। নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সকল অপচেষ্টা প্রতিহত করে উপযুক্ত জবাব দিতে নগর আওয়ামী লীগের রাজপথে প্রস্তুত আছে বলে তিনি বলেন।

    এই সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমাল আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর সহ নেতৃবৃন্দ।

  • স্মার্ট সিটিজেন তৈরীর জন্য মোবাইল ট্যাবলেট ভূমিকা রাখবে: নওফেল

    স্মার্ট সিটিজেন তৈরীর জন্য মোবাইল ট্যাবলেট ভূমিকা রাখবে: নওফেল

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, স্মার্ট সিটিজেন তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত স্মার্ট ডিভাইস শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রমের পরিবর্তন বুঝার ক্ষেত্রে ভূমিকা রাখবে। অনলাইন ভিত্তিক নানা ধরনের কোর্স শেখার মাধ্যমে শিক্ষাকে আরো আনন্দদায়ক করে তুলবে। পাশাপাশি মোবাইল ট্যাবলেট স্মার্ট সিটিজেন বিনির্মাণে ভূমিকা রাখবে।

    আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান অফিস অনুষ্ঠানের আয়োজন করেন।

    জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরের সরকারি ও এমপিওভুক্ত স্কুলের ৪৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ হয়। এর ধারাবাহিকতায় ১ম ধাপে ৯ হাজার ৮’শ মোবাইল ট্যাবলেট বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

    শিক্ষা উপমন্ত্রী বলেন, দলবদ্ধভাবে শেখার মধ্যে আনন্দ আছে। শুধুমাত্র নিজে ভাল ফলাফল করার মানসিকতা নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। স্বার্থপর শিক্ষার্থী বড় হয়ে স্বার্থপর পেশাজীবী বা চাকুরিজীবী হবে। তখন সে মানুষের স্বার্থের কথা বাদ দিয়ে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে। তাই শিক্ষার্থীদের ভাল ফলাফল করার পাশাপাশি ভাল মানুষ হতে হবে।

    উপমন্ত্রী আরও বলেন, আগে খুব ভাল ভাল স্কুল ছিল কিন্তু সাধারণ মানুষের পড়ালেখার সুযোগ ছিল না। একসময় সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাই এসব স্কুলে পড়ালেখা করতো। তারা ভাল সুযোগ সুবিধা পেত। পক্ষান্তরে সাধারণ পরিবারের সন্তানরা ভালো স্কুলও পেত না, শিক্ষাও পেত না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছেন। এরই অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ স্মার্ট ডিভাইস দেওয়া হচ্ছে। এটি ব্যবহার করে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।

    জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেক, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী, শিক্ষক হোসেন আহমেদ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে অসংখ্য ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

  • শেখ হাসিনা’র নেতৃত্বে দিচ্ছেন বলেই বাংলাদেশর মানুষ সুখে আছে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

    শেখ হাসিনা’র নেতৃত্বে দিচ্ছেন বলেই বাংলাদেশর মানুষ সুখে আছে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিজ উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    রবিবার (৯ এপ্রিল) বিতরণ কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটি মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছলে বলে কৌশলে দেশের বিদ্যমান পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শ্রমিক শ্রেণী যাতে কোন বিভ্রান্তির চোরাবালিতে পা না দিয়ে শ্রমিক মালিক বিরোধের ইস্যু তৈরি না করে এবং কল-কারখানাসহ সকল ক্ষেত্রে উৎপাদনের চাকাকে সচল রাখে। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করতে চায়। এমনকি রমজান মাসেও নিত্য পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যারা এসব করছে তার ভালো মানুষ নয়, এবং সমাজের জন্য ক্ষতিকারক।

    তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা টিসিবি’র মাধ্যমে এক কোটি মানুষ কে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিচ্ছেন।

    তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। কিভাবে মানুষ ভালো থাকবে সেই কথা ভাবেন। বঙ্গবন্ধু কন্যা যখন দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তখন বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিতে ব্যস্ত। তারা সুযোগ খুঁজছে কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। করোনার দুর্যোগকালীন সময় থেকে শুরু করে কোন দুর্যোগে বিএনপি’র নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায় নাই। তারা সু্যোগ পেলে আবার দাঙ্গা-হাঙ্গামা, আগুন সন্ত্রাস করার চেষ্টা করবে। বিএনপি জামায়াত আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলে এই সন্ত্রাসী গোষ্ঠী কে ঐক্যবদ্ধ আমাদের এদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    নগরীর দারুল ফজল মার্কেটে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক নেতা আবুল হোসেন বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএনটি সিবিএর সভাপতি ছাবের আহমদ, শহিদুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল লতিফ, রেল শ্রমিক লীগের অরুন চন্দ্র, সাইমন হোসেন ভোর, দর্জি শ্রমিক লীগের জামাল উদ্দীন লিটন, মোঃ ফরিদ, পুরাতন কাপড় ক্ষুদ্র সমিতির কামাল উদ্দীন বাদল, খাতুনগঞ্জ লোডিং আন লোডিং সভাপতি মোঃ ইব্রাহিম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের মোঃ জাফর, নাসির উদ্দীন, চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির শাহজাহান ভূইয়া, চট্টগ্রাম বন্দর শ্রমিক লীগের মাহবুবুর রহমান লিংকন, হোটেল রেস্টুরেস্ট শ্রমিক ইউনিয়নের মোঃ ফারুক, মোঃ মিজান, রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর, রেল শ্রমিক লীগের রকিবুল আলম সাজ্জী, রাজেস বড়ুয়া প্রমুখ।

    ২৩নং পাঠানতুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওহেদুর রহমান মহসিন সঞ্চালনায় বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য চন্দন ধর, সদস্য হাজ্বী দোস্ত মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির রোকন, কাজী আনোয়ার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান, নিয়াজ আহমেদ খান, হাজ্বী শামসুল হক, হাজ্বী ইদ্রিস মিয়া প্রমুখ।

    ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নুরুল আলম।মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরু সওদাগর, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, সাবেক যুবনেতা বখতিয়ার ফারুক প্রমুখ।

  • আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে আর বিএনপি গরিবের টাকা মেরে খায়: শিক্ষা উপমন্ত্রী

    আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে আর বিএনপি গরিবের টাকা মেরে খায়: শিক্ষা উপমন্ত্রী

    চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে শনিবার (২৮ জানুয়ারী) শীতবস্ত্র বিতরণের তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যেকোন কোন দুর্যোগে যেনো আমরা সবার আগে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার সেই নির্দেশনা মেনে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

    মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি এর ঠিক উল্টো নীতিতে চলে। তাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান গরিবের টাকা মেরে খায়।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, কয়দিন আগে আমরা দেখতে পেলাম বিএনপি চট্টগ্রামের তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চাইলো। পুলিশ তাদের অনুমতিও দিল কিন্তু এর পরেও বিনা উস্কানিতে নিরস্ত্র ট্রাফিক পুলিশের উপরে তারা হামলা করে রক্তাক্ত করলো। বিএনপি সু্যোগ পেলেই তাদের পুরানো রুপে ফিরে যায়। তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যেতে চাই। তাই বিএনপি সম্পর্কে সতর্কতা থাকতে হবে।

    চকবাজার কাউন্সিলর কার্যালয়ে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারু হক, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম, কাউন্সিলর আব্দুর ছালাম মাসুম, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল হক রঞ্জু, এডভোকেট নোমান চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।

    ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো: মুসা, মোজাফফর আহমদ, যুবলীগ মাঈনুল কামাল, সমর দাশ, হাকিম,সরোওয়ার্দী, রাহুল, সনেট প্রমুখ।

    ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আতুরের দোকাব এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন
    সভাপতিত্ব, আলহাজ্ব সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সিঃ সদস্য এড, মোঃ মুছা, জসিম উদ্দিন সাহেদুল ইসলাম সাহেদ, নাজিম উদ্দীন, রাশেদ সরওয়ার, মোঃ আলী,যুবলীগ নেতা আমিরুল কাদের চৌধুরী সজিব,নাসরীন সুলতানা মুন্নী, বাকলিয়া থানা ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ প্রমুখ।

  • কারিগরি শিক্ষায় পারে বেকারত্বের হার কমাতে- শিক্ষা উপমন্ত্রী

    কারিগরি শিক্ষায় পারে বেকারত্বের হার কমাতে- শিক্ষা উপমন্ত্রী

    আজ (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৃষ্ঠপোষকতায় এবং ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় ১৫০ জন-কে বিনামূল্যে আউটসোর্সিং এর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কারিগর শিক্ষা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ পুঁথিগত শিক্ষার সাথে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। এ জন্যই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন।

    তিনি আরো বলেন, ‘দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন। সরকার কারিগরি খাতে শিক্ষক কর্মচারীর শূন্য পদ পূরণ করে নতুন প্রতিষ্ঠান স্থাপন করার কাজ এগিয়ে নিচ্ছে। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিতে ইতোমধ্যে কারিক্যুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

    উপমন্ত্রী নওফেল আরো বলেন, সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তর হলে কর্মসংস্থান অনেক টাই সহজ হবে। দক্ষ জনশক্তিতে রুপান্তর করে কারিগরি শিক্ষায় পারে বেকারত্বের হার কমাতে।

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল আলম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল বাতেন, সাইদুল কবির চৌধুরী, শুভ্রদিব কর প্রমুখ।

  • হাওয়া ভবনের তৈরি কসাই বাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: নওফেল

    হাওয়া ভবনের তৈরি কসাই বাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: নওফেল

    শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘হাওয়া ভবনের’ তৈরি কসাই বাহিনীকে অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

    তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করে সারাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চক্রান্ত শুরু করে। খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমানের প্রত্যক্ষ মদতে সারাদেশে ছাত্রলীগ-যুবলীগের অসংখ্য দক্ষ সংগঠককে বেছে বেছে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

    নওফেল বলেন, এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দিনকে বিদেশ থেকে কৌশলে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। ওই কসাই বাহিনীর নেপথ্যে যারা ছিল তাদের অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহিমের হত্যার সঙ্গে সম্পৃক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) নগরীর জিইসি মোড়ে রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিন মহিমের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    শিক্ষা উপমন্ত্রী বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের সরকারবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত। তারা এদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে ধরনা দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।

    তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সচেতন থেকে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে হবে।

    আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক ফটোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে ছাত্রলীগ ও যুবলীগসহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন আবুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।

    বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও সাবেক ছাত্রনেতা অশোক চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের বড় ভাই গিয়াস উদ্দিন।

    আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা সরওয়ার মোর্শেদ কচি, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ সুমন, ফরিদ উদ্দিন ফরহাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন, ভিপি ইউনুস, জসিম উদ্দিন খোন্দকার, নাজমুল আহসান, বিপ্লব মিত্র, কেন্দ্রীয় যুব লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাসান মনসুর, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. সাঈদ সুমন, হাবিব উল্লাহ নাহিদ, শহীদুল ইসলাম শামিম, আসহাব রসূল চৌধুরী জাহেদ, নেছার আহমদ, আছিফুর রহমান মুন্না, রাজিব দত্ত রিংকু, ফারুকুল ইসলাম অঙ্কুর, আব্দুল জলিল বাহাদুর, কাজী আলমগীর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, শওকত উল্লাহ সোহেল, গোলাম ফোরকান, ওয়ালিদ মিল্টন, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু, অসীম বণিক, নুরুল আলম মিয়া, ফজলুল কবির সোহেল, ফখরুল আলম রিপন, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলী আবরাহা দুলাল, চসিক কাউন্সিলর এসরারুল হক এসরাল, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, রাশেদুল আজিম রাসেল, হাজী ইব্রাহিম, ওসমান গণি আলমগীর, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, হাবিবুর রহমান তারেক, মোসলেহ উদ্দিন আহমদ শিবলী, ইলিয়াছ উদ্দিন, কফিল উদ্দিন আহমদ, অমল কৃষ্ণ নাথ টুটুল, হাসানুজ্জামান টিপু, ফরিদুল আলম, হামিদুর রহমান সাকিব, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, সাবের আহমদ, মো. সেলিম, আদনান মাহফুজ সজিব, এরশাদ হোসেন মনি, সাজ্জাদ হোসেন, ইঞ্জিনিয়ার শিবলী সাদিক সোহেল, এপোলো বড়ুয়া, সোহেল ইমরান, বিপ্লব দত্ত, বখতেয়ার উদ্দিন, সায়েদ রহিম, এস.এম. মবিনুল হক মনিরাজ, আব্দুল করিম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছির আরাফাত কচি, একরামুল হক রাসেল, ফররুক আহমদ পাভেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কবির আহমদ, মিন্টু কুমার দে, আবুল মনসুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির প্রমুখ।

  • প্রধানমন্ত্রী’র আগমন-কে কেন্দ্র করে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিনত হয়েছে: শিক্ষা উপমন্ত্রী 

    প্রধানমন্ত্রী’র আগমন-কে কেন্দ্র করে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিনত হয়েছে: শিক্ষা উপমন্ত্রী 

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাথে আগামী ৪ঠা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভায়স্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামের জনসভা কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী’র চট্টগ্রামের উন্নয়নে বিষয়ে সবসময় আন্তরিক তাই তিনি দেশের প্রথম টানেল চট্টগ্রামে নির্মাণ করেছেন। অতীতে যখন চট্টগ্রামে জননেত্রী শেখ হাসিনা’র জনসভা হয়েছে সকল সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে। এইবারেও তার ব্যতিক্রম হবে না এবং বিগত দিনের সকল জনসভার লোকসমাগমের চেয়ে এইবারে জমায়েত অনেক বেশী হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাবেক সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কার্যকরী সদস্য বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর মোঃ জাবেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আব্দুর সবুর লিটন, নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ, যুবলীগ নেতা এম.আর আজিম,মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আনোয়ার, আসিফ মাহমুদ প্রমুখ।

  • সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ প্রদান করলেন শিক্ষা উপ-মন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ প্রদান করলেন শিক্ষা উপ-মন্ত্রী

    দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের নির্দেশক্রমে হালিশহর-ডবলমুরিং-বন্দর-ইপিজেট-পতেঙ্গা-সদরঘাট-খুলশী থানাধীন সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ অন্যতম সংগঠন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর সার্বিক ব্যবস্থাপনায় ভালোবাসার উপহারস্বরূপ শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল ইব্রাহিম, ২৭ দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, আব্দুল মজিদ চান্দু, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির উদ্দিন মনি, কর্ণফুলী মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন সাবু, সানোয়ার ইসলাম টিংকু, জালাল উদ্দিন পিন্টু, সরোয়ারদী এলিন, নাজমুল হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রোমেল বড়ুয়া রাহুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জা, উপসম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, সদস্য ফয়সল অভি, হালিশহর থানা ছাত্রলীগের আহবায়ক আব্দুর রহিম জিসান, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, ছাত্র সংসদের জিএস ইবনে জামান ডায়মন্ড, ছাত্রলীগের সহ সভাপতি সাইদুল ইসলাম পারেল, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক লক্ষণ দাস, বক্তব্য রাখেন বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • চট্টগ্রাম মেডিকেলকে আধুনিক হাসপাতাল রুপান্তর করতে কাজ করছেন প্রধানমন্ত্রী- শিক্ষা উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম মেডিকেলকে আধুনিক হাসপাতাল রুপান্তর করতে কাজ করছেন প্রধানমন্ত্রী- শিক্ষা উপমন্ত্রী নওফেল

    নগরীর চশমা হিলের বাসভবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং এসোসিয়েশন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

    মতবিনিময়কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চমেকহা কে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন। যার অংশ হিসেবে এই হাসপাতালে বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন এবং বিশেষায়িত বার্ন ইউনিট সম্ভাব্যতা যাচাই চলছে। ক্যান্সার ইউনিট চালু হলে বৃহত্তর চট্টগ্রামের মানুষের ক্যান্সারের চিকিৎসায় পাওয়া অনেক সহজ হবে এবং বার্ন ইউনিট চালু হলে আগুনে পোড়া রোগীদের ঢাকায় না নিয়ে চট্টগ্রামেই উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।

    শিক্ষা উপমন্ত্রী করোনা সংকটের শুরু থেকে চমেকহা চিকিৎসা সেবার সাথে জড়িত সকলের সমন্বিত প্রচেষ্টায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে আক্রান্তদের সেবা প্রদান করাই সকল-কে ধন্যবাদ জানান।

    তিনি নেতৃবৃন্দের কাছে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

    চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, চমেকহা এর উপ-পরিচালক ডাঃ আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ রাজীব পালিত , চমেকহা ব্যবস্থাপনা কমিটির সদস্য এডভোকেট এইচ.এম জিয়া উদ্দিন, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন(বিএনএ) চমেকহা শাখার সভাপতি আশু চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট ইনসাফী হান্না, চমেকহা তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, চমেকহা চতুর্থ শ্রেনীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক রুপন কান্তি দাশ, একাউন্টস অফিসার মোঃ শাহজাহান,
    এই সময় উপস্থিত ছিলেন, বিএনএ চমেকহা শাখার সহ-সভাপতি নাজনীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাছির আহম্মদ, দপ্তর সম্পাদক খোকন কান্তি বিশ্বাস, অর্থ সম্পাদক সত্যজিৎ সরকার, কার্যকরী সদস্য মুন্নি বড়ুয়া, তাহমিনা আকতার, শাহীনুর মুরাদ, চতুর্থ শ্রেনীর সিবিএ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

  • শেখ কামাল আইটি ট্রেনিং প্রকল্প প্রধানমন্ত্রীর অনন্য উপহার: আইসিটি প্রতিমন্ত্রী

    শেখ কামাল আইটি ট্রেনিং প্রকল্প প্রধানমন্ত্রীর অনন্য উপহার: আইসিটি প্রতিমন্ত্রী

    আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার চট্টগ্রামবাসীর জন্য প্রধনমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উপহার।

    মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে বেকারত্ব দূর হবে, দক্ষ মানব সম্পদ তৈরী হবে, একই সাথে তথ্য প্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে। এই সেন্টার থেকে প্রশিক্ষণ ও জ্ঞান অর্জন করে বেরিয়ে তরুণ উদ্যোক্তা আইটি ইন্ডাস্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন, সে লক্ষ্যে একই জায়গায় একটি হাই-টেক পার্ক স্থাপনের জন্য শুরু হবে।

    তিনি আজ সকালে নগরীর কালুরঘাটে বিএফআইডিসি রোড সংলগ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের এক দশমিক ৭১ একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এন্ড ইনকিবিউশেন সেন্টারের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    তিনি আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়য়ে আইওটি, রোপোটিক্স, সাইবার সিকিউবিটিসহ উচ্চতর প্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষে বিশ্ববিদ্যালয়েগুলোতে আইটি বিজনেস ইনকিউরেটর স্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চুয়েটে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। একই সাথে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের উর্ধমুখী সম্প্রসারণ করে একটি সফটওয়ার টেকনোলজি পার্ক নির্মাণের কাজ সমাপ্তির পথে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবার পর বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আইটি বিজনস হাব হিসেবে গড়ে উঠবে।

    তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক মুক্তি অর্জনের ক্ষেত্রে প্রচেষ্টা সমূহ উপস্থাপন করে বলেন, তিনি মানুষের ৫টি মৌলিক অধিকার সংবিধানে সংরক্ষণ করে গেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে গুরুত্ব দিতেন। তাঁর জীবদ্দশায় ৩৫ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। গণস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তাঁর চিন্তা-ভাবনা ছিলো। সর্বোপরি কৃষক শ্রেণিকে সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে ছিলেন। বঙ্গবন্ধুর চোখে বাংলার প্রধান দুটি সম্পদ হলো সোনার মাটি ও সোনার মানুষ। এই দু’টি সম্পদ দিয়েই তিনি তাঁর আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নের জাল বুনেছিলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ বছর ধরে বাংলাকে দারিদ্র ও ক্ষুধা থেকে মুক্তির লড়াই করে সোনার বাংলা বাস্তবায়নে নিবেদিত। তিনি ডিজিটাল বাংলাদেশর স্বপ্নদ্রষ্টা। আজ তথ্য প্রযুক্তিই আমাদের জেগে ওঠার শক্তি।

    বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। সরকার এজন্যই একটি জ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে চলছে। এখন সবার হাতে হাতে মোবাইল ফোন। আমরা অনেক দৈনন্দিন কাজ মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছি। আমাদের রপ্তানী খাতেও ডিজিটাল ডিভাইস অবদান রাখতে পারে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুনীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, অনেক মানুষের কর্মসংস্থানের সযোগ সৃষ্টি হবে। আজ প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের চাকরী খুঁজতে হবে না। এবং নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরী দিতে পারবে।

    তিনি আরো বলেন, হাজার কোটি টাকার বিশ্ববিদ্যালয় থেকে আজ পাশ করে অনেক শিক্ষিত বেকার তৈরী হচ্ছে। অথচ অনেক কম টাকায় প্রতিষ্ঠিত বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের বেকার থাকতে হয় না। তারা কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে কাজ জুটিয়ে নিতে পারেন। হাতে-কলমে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা থাকায় নিজের আত্মকর্মসংস্থানের পথ সুগম হয়।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামে এতোদিন যে গতানুগতিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়ে এসছে আমাদের ছাত্র-ছাত্রীরদে আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্ত তৈরী করে আইটি ইন্ডাস্ট্রিতেও এখন চট্টগ্রামবাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো। এই আটি ট্রেনিং সেন্টারের মাধ্যমে আইটি/আইটিইএস খাতে চট্টগ্রামের যুব সমাজের আত্ম-কর্মসংস্থাপনের ব্যঅপক সুযোগ সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি।

    চট্টগ্রাম ৮আসনের সংসদ মোছলেম উদ্দিন আহমদ সভাপতির বক্তব্যে বলেন, চট্টগ্রামের উন্নয়নে আইসিটি বিভাগ থেকে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে চট্টগ্রাম দেশের সেরা ডিজিটাল সিটি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।

    তিনি আরো বলেন, চান্দগাঁ অবহেলিত ছিলো। এখানে বিএনপি’র একজন শীর্ষ নেতা মন্ত্রী. এমপি থাকলেও নিজে একটি মোবাইল কোম্পনী করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এটা তাঁর মনোপলি ব্যবসা। এখন সবার হাতে হাতে মোবাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইলকে সবার জন্য সহজ লভ্য করেছেন।

    অনুষ্ঠানে শেষে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং চট্টগ্রাম সফটওয়্যার কেনোলজি পার্কে চারটি প্রতিষ্ঠানেক স্পেস বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

    আইসিটি বিভাগের অপর একটি প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ২০০০ বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৫৭০জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

    চট্টগ্রামে যাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের মধ্য থেকে বাছাই করে ১২ জনকে ল্যাপটপ প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

    এসময় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ব্যবহার উপযোগী একটি ই-লার্নিং প্লাটফর্ম, জব পোর্টাল ও ডাটা বেইস উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে বলেন জানান তিনি।

    উল্লেখ্য আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের আইটি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে চট্টগ্রাম, সিলেট, রংপুর, নাটোর, কুমিল্লা, নেত্রকোণা, বরিশাল ও মাগুরায় স্থাপন করা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৫৩৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হয়।

    ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মো. মোস্তফা কামাল, চট্টগাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জামসেদ খন্দকার এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই: শিক্ষা উপমন্ত্রী

    দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই: শিক্ষা উপমন্ত্রী

    শিক্ষার্থীদের ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিয়ে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা ও কর্মমুখী
    হওয়ার জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে হাটহাজারীতে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘কৃষিভিত্তিক শিক্ষা অর্জন করলে বেকার থাকতে হবে না। তাই কৃষির দিকে এগোতে হবে। সরকারি চাকরিই আশায় শিক্ষার্থীদের বসে থাকলে হবে না। শিক্ষার্থীদের নিজের পায়ে দাড়ানোর জন্য সিভাসুর মাধ্যমে কৃষিতে দক্ষ কর্মী সৃষ্টি করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘কর্মমুখী ও দক্ষতাভিত্তিক কাজে যোগ দিতে হবে। দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক করা হচ্ছে। নতুন নতুন ইক্যুইপমেন্ট ক্রয় করে এ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করা যাবে না।’

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এতে ডিগ্রী কোন লাভে আসবে না। ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিতে হবে। কাজ শুরু করতে হবে। জেন্টেলম্যান হলে চলবে না। কারণ জেন্টেলম্যান ভাতেও মরে শীতেও মরে।’

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু সুশৃঙ্খল নাগরিক চেয়েছেন। কিন্তু তা দেখে যেতে পারেননি। ঘাতকরা তাকে ১৯৭৫ সালে নির্মমভাবে তাকে খুন করেছেন। তাঁর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

    ছাত্রলীগের কর্মীদের উদেশ্য তিনি বলেন, ‘দলীয় পদের পেছনে দৌঁড়ে কোন লাভ নেই। কাজের দিকে দৌঁড়াতে হবে। সৃষ্টিশীল রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী এমনই চান। রাজনীতির পেছনে দৌঁড়ে মাথা ফাটাফাটি করে লাভ কি? মোটরসাইকেলে করে ঘুরে নেতা হওয়া যায় না। এমন নেতার কর্মীরও চরম দুর্ভোগ। এ মনসিকতা থেকে বের হয়ে দক্ষতা, শিক্ষায় এগিয়ে আসুন।’

    উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সিভাসু মৎস্য বিভাগের ডিন প্রফেসর নুরুল আবছার খান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী স্বাস্থ্য কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম