পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দক্ষিণ শালিক পাড়া এলাকায় শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী শান্ত বিশ্বাস (১১) মহিষের আক্রমনে আহত হয়ে পাঁচ দিন পর মৃত্যুবরণ করেছে।
গত বুধবার সকালে শান্ত পরীক্ষা দেওয়ার জন্য পুকুরে গোসল করতে গেলে পুকুর পাড়ে পাগলা মহিষের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতবস্থায় শিশু শান্ত কে প্রথমে পটিয়া হাসপাতালে পরে অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
নিহত শান্ত এবারের পিএসসি পরীক্ষার্থী এবং দক্ষিণ শালিক পাড়া শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবারের পিএসসি পরীক্ষার্থী। দৈনিক ভোরের দর্পণ পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘণ্টা ডট নিউজে সংবাদ প্রকাশ হওয়ার পরে নজরে আসে পটিয়া প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের।
খবর প্রকাশের পরে ২৪ ঘণ্টা ডট নিউজের পক্ষ থেকে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হলে পরে তিনি ঘটনার বিষয়ে অবহিত হয়ে হাসপাতালে শান্তকে দেখতে যান। নিহত শান্ত হাইদগাঁও শালিক পাড়ার প্রবাসী কেশব বিশ্বাসের ছেলে।
স্থানীয় উত্তম বিশ্বাস জানান, আহত শান্ত দেব সকালে পরীক্ষা দেওয়ার জন্য পাশে পুকুরে গোসল করতে যায় সেই সময় হঠাৎ কেলিশহর ইউনিয়নের থেকে রবিউল আওয়াল উপলক্ষে ফাতেহার জন্য ১টি মহিষ কিনে আনে। মহিষটি পাগল হয়ে অনেক লোককে আঘাত করে। পরে পাগলা মহিষটি হাইদগাঁও শালিক পাড়া শ্যামাচরন প্রাথমিক বিদ্যালয়ের এবারের পিএসসি পরীক্ষার্থী শান্ত দেব কে শিংয়ের গুতা দিয়ে দুইটি কিডনিতে আঘাত করে।
গত বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৫দিন মৃত্যুার সাথে পাঞ্জা লড়ে অবশেষে তার মৃত্যু হয়।
এই বিষয়ে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মেদ জানান ঐ ছাত্রের আহতের বিষয়ে তার পরীক্ষার সেন্ট্রার বা কেন্দ্র থেকে কোন কিছু বলেননি তাছাড়া শ্যামাচরণ বিদ্যালয় থেকে তাকে অবহিত করা হয়নি। পরে জাতীয় দৈনিক ভোরের দর্পণ এবং ২৪ ঘণ্টা ডট নিইজ পোর্টাল অবহিত করলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খবরা খবর নেন। পরে তিনি জানতে পারেন আজ রোববার দুপরে ঐ শিক্ষার্থী মারা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত শান্ত বিশ্বাসের আপন জেঠাতো ভাই স্বপন বিশ্বাস। তিনি বলেন,লাশ বাড়ীতে আনার ব্যবস্থা করা হচ্ছে।