২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : হঠাৎ ঘূর্ণিঝড়ে সীতাকুণ্ডে একটি গ্রামে বহু মানুষ হতাতহ ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কাজে এগিয়ে আসে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
না এটি বাস্তব নয়, তবে প্রাকৃতিক দুর্যোগের ঘূর্ণিঝড় পূববর্তী গ্রামের সাধারণ জনসাধারনের করণীয় ও জনসচতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মহড়ায় দূর্যোগ ভিত্তিক বিভিন্ন গানের মাধ্যমে দূর্যোগকালীন প্রস্তুুতি তুলে ধরা হয়েছে।
মহড়ায় গ্রামের ৬টি বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। জেলে পরিবার, কৃষক পরিবার, চেয়ারম্যান পরিবার, মড়ল পরিবার, বাউল পরিবার, কামার পরিবারের সামাজিক অবস্থান ও করণীয় বিষয় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মহড়ায়।
ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জনসচেতনতা দুর্যোগ বিষয়ক মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার হাফিজ জুট মিলস মাঠে উক্ত মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়াতে সীতাকুণ্ড ও কুমিরার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং সেচ্ছাসেবী সংগঠন অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া উপভোগ করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য আ.ন.ম. দিলসাদ, সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।
এতে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলতান মাহমুদ, হাফিজ জুট মিলসের উপ-মহাব্যবস্থাপক আহসান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিপিপি টিম লিডার মো. শাহাজাহান, উত্তর জেলা আ.লীগের সদস্য মো. ইদ্রিস, সোনাইছড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. বেলালসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।
মহড়া শেষে গ্রামের ৬টি বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলে ধরা অভিনয় শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।