Tag: মাইক্রোবাস

  • মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

    মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন।

    রোববার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন।

    ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

  • বান্দরবানের পাহাড়ি খাদে পর্যটকবাহী মাইক্রোবাস: ২ মৃত্যু

    বান্দরবানের পাহাড়ি খাদে পর্যটকবাহী মাইক্রোবাস: ২ মৃত্যু

    বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে গেছে পর্যটকবাহী একটি মাইক্রোবাস। এতে দুজনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার তথ্য জানা গেছে।

    আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় জেলার থানচির জীবননগর এলাকার একটি পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে।

    হতাহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাদের মধ্যে হামিদুল ইসলাম নামে নিহত একজন একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অপর আহত ব্যক্তির নাম ওয়াহিদ। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

    পুলিশ, বিজিবি ও স্থানীয় ব্যক্তিরা জানান, ঢাকা থেকে নয়জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

    এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

    থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাস গাড়ির ধাক্কায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ভস্মীভূত হয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রী তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

    আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর মাইক্রোবাস গাড়ি থেকে তিনজনের মৃতদেহ ও আহতদের উদ্ধার করে।

    তিনজনের মৃত্যুর খবর বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

    তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

    ফায়ার সার্ভিসের পরিদর্শক আলাউদ্দিন মনির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভোর ৫টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়।

    গিয়ে দেখি নোহা গাড়িটি জ্বলে ভস্মীভূত হয়ে গেছে এবং ট্রাকের পেছন দিকে আগুন জ্বলছে।
    আমরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাই। আমাদের যাওয়ার আগেই তিনজনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

  • দুর্ঘটনার কবলে আল্লামা শফীর জানাজামুখি মাইক্রোবাস,আহত ৫

    দুর্ঘটনার কবলে আল্লামা শফীর জানাজামুখি মাইক্রোবাস,আহত ৫

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজামুখি মাইক্রোবাস।

    আজ শনিবার সকালে জানাজামুখি মাইক্রোবাসের পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে এসব তথ্য নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর উদ্দ্যেশে যাওয়ার পথে ওই মাইক্রোবাসের পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেন।

    ওই মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্য থেকে ৫ জন আহত হয়। তারমধ্যে ২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক নয় জানিয়ে দুজনেরই চিকিৎসা চলছে বললেন আলাউদ্দিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একই ঘটনায় আরো ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    আজ শুক্রবার (২৯ মে) সকাল ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সীতাকুণ্ড মহাসড়কের পাশের একটি দোকানে ঢুুকে পড়ে। এসময় মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ মো. আশরাফ মারা যান। নিহত আশরাফ উপজেলার শিবপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ্ পুত্র। তিনি কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ বলে জানা গেছে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করি। আহতদের মধ্যে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

    উল্লেখ্য গত ৪ দিনে সীতাকুণ্ড উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

    কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

    কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

    মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দিকে উপজেলার বাঙ্গারাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

    নিহতরা হলেন, নোয়াখালী জেলার কবিরহাট এলাকার আবুল বাশারের ছেলে আব্দুর রহমান (চালক), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দোলাইপাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও তার স্ত্রী পারভিন আক্তার।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাগাউড়া শ্বশুরবাড়িতে যাচ্ছিল।

    দুপুরে মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়।

    খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পরিদর্শক তদন্ত অমর চন্দ্র দাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

  • সাতকানিয়ায় আগুনে ভস্মীভূত দুই প্রাইভেট কার ও এক মাইক্রোবাস

    সাতকানিয়ায় আগুনে ভস্মীভূত দুই প্রাইভেট কার ও এক মাইক্রোবাস

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে দুটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার সময় উপজেলার ডলুব্রিজ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করলেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।

  • চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত

    চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত

    চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

    বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুর ব্রিজের নিচে পড়ে এ ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহতরা হলেন, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরসিনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩), তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা রুমি আক্তার (১৯)।

    আহতরা হলেন, কবিরহাটের বরফনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদিআরব ফেরত হুমায়ন কবির(৩৩) ও মাইক্রোবাস চালক ঢাকা সাভারের রাজপুর বাড়িয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে মমিনুল ইসলাম।

    মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক জানান, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরব প্রবাসী ভাই হুমায়ন কবিরকে রিজার্ভ মাইক্রোবাসে করে নিজ বাড়ি নোয়াখালীর কবিরহাটের উদ্দেশ্যে ফিরছিলেন রুমি আক্তার। মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সুজাতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুমি আক্তার ও তার স্বামী সাইফুল ইসলাম নিহত হন। এছাড়া আহত হন মাইক্রোচালক মমিনুল ইসলাম ও প্রবাসী হুমায়ন কবির।

    খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। এছাড়া আহত মমিনুল ইসলাম ও হুমায়ন কবিরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাইক্রোচালক মমিনুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাউন্সিলে আসা ৫জন বহিরাগত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার মাদামবিবির হাট এলাকায় এঘটনা ঘটে। এসময় বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাংচুর করে স্থানীয় এলাকাবাসীরা।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি দা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ক্ষতিগ্রস্থ মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

    আটককৃতরা হলেন, উপজেলার মাদাম বিবিরহাটের খাদেমপাড়া মো. রফিকের ছেলে আব্দুল নুর, নগরীর রাহাত্তারপুল মাজার গেইট এলাকার নুর আলমের ছেলে মো. মিজান, পটিয়ার বাসিন্দা তপনের ছেলে মো. টিপু, দোহাজারীর কাগোরিয়ার ইসমাইলের ছেলে মো. রেদোয়ান ও কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার নাছিরের ছেলে মো. হেলাল।

    জানা যয়, ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে সাইফুল ইসলাম রনি, মো. মুসলিম ও মো. হারুন সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা করেন। বিকাল ৫ টায় ভোট গ্রহণের কথা থাকলেও মাইক্রোবাসে করে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয়।

    পরে গাড়িটি তল্লাশী করলে সেখানে অস্ত্রসহ কয়েকজন বহিরাগতকে দেখতে পাই। পরে তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিন্তু এর আগেই উত্তেজিত জনতা বহিরাগতদের বহনকৃত গাড়িটি ভাংচুর করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ফলে নির্বাচন পন্ড হয়ে যায়।

    এবিষয়ে জানতে চাইলে সেক্রেটারী প্রার্থী সাইফুল ইসলাম রনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নির্বাচনে প্রভাব খাটানোর জন্য মুসলিম স্বাধীনতা ৭১ ক্লাবের পক্ষে বাহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসে।

    মো. মুসলিমের কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সন্ত্রাসীদের বিষয়ে আমি কিছুই জানিনা, আমি স্বাধীনতা ৭১ ক্লাবের সাথে জড়িতও নয়।

    এবিষয়ে জানতে চাইলে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ ২ নং ওয়ার্ডের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু এলাকায় অস্ত্র নিয়ে কিছু বহিরাগত এসে একটা বিশৃংখলা ঘটাতে চেয়েছিল তাই কাউন্সিল স্থগিত করা হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ খান মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মাদামবিবিরহাটে একটা মাইক্রো বাসে করে কয়েকজন বহিরাগত যুবক আসলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে, তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়।