২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা মাইক্রোবাস চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন এবং বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলার বাঁশবাড়িয়া বীচে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মো. দিদারুল ইসলাম।
সহ-সভাপতি পদে মো. সেলিম, সাধারণ সম্পাদক পদে মো. মিজান, অর্থ সম্পাদক পদে বেলাল হোসেন, সহ-অর্থ সম্পাদক পদে মো. সালাউদ্দিন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর মেম্বার, সামসুল আলম কোম্পানী এবং মোহাম্মদ আলী। নির্বাচিতরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।