রাউজান প্রতিনিধিঃ রাউজান সদরের জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে সুলতানুল হিন্দ আতায়ে রাসুল গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ)’র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বাদে এশা জলিল নগরে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কাজীর দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী। তকরির করেন মাওলানা জামাল উদ্দিন।
সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নয়ন দে,আব্দুর রশিদ,শাহেদুল করিম, ইকবাল হোসেন, নুর উদ্দিন,সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন,জাহাঈীর কালু প্রমুখ।
পরে মিলাদ ক্বিয়াম ও মোনাজাত শেষে জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।