Tag: মাইজভাণ্ডারী

  • রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

    রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার উদ্যোগে রাউজান মোহাম্মদপুর এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে ৭নং রাউজান ইউনিয়ন পরিষদে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহাম্মদপুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক শফিউল আলম, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যু্বলীগ নেতা এনামুল হক এনাম, নুরুল আজিজ মিজান, আজম খাঁন,কামাল উদ্দিন, ইসমাইল,জিয়াউল হক টিপু, রাউজান উপজেলার সমন্বয়কারী মামুন মিয়ান, তরিকুল ইমলাম,আক্কাছ উদ্দিন মানিক, কাজী আসলাম,সাজ্জাদ হোসেন প্রমুখ।

    পরে মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারে অবদান রাখায় মাওলানা একে এম বেলালা হোসাইন মাইজভাণ্ডারীকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/

  • আল্লামা নুরুল হাশেমীর মৃত্যুতে আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর শোক

    আল্লামা নুরুল হাশেমীর মৃত্যুতে আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নাত, হযরত আল্লামা শাহ্সুফী মাওলানা কাজী নুরুল ইসলাম হাশেমী (রঃ)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারী।

    মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ), হযরত আল্লামা শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) এক শোকবার্তায় বলেন, আজ আমরা সুন্নীয়তের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম।

    এ শূন্যতা অপূরণীয়। মহান আল্লাহ্ দ্বীন ও সুন্নীয়তের জন্য তার অবদানকে কবুল করে প্রিয় নবিজীর (দ) উসিলায়, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

    মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা ২- এর আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতাধিক ছিন্নমূল-কর্মহীন শ্রমজীবী মানুষকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ৩০মার্চ সোমবার দুপুরে চিকদাইর ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২-এর সাবেক সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক, প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দর, ইলিয়াছ মেম্বার।

    এছাড়া সংগঠনের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, নুরুল ইসলাম,মহিউদ্দিন, আমিন, মান্নান, জয়নাল আবেদীন, বাবপু, মানিক, সাঈদ, আরিফ, রাসেল, সাহিন ,হেলাল প্রমুখ।

    সংগঠনের কর্মকর্তারা জানান, হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশক্রমে মহান ২২ চৈত্র বাবা ভাণ্ডারী ওরশ শরীফের হাদিয়া, নজরানার টাকা ইতিমধ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/নুর মোহাম্মদ রানা

  • রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান

    রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহম্মদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)”র ১১৪তম ওরশ শরীফ উপলক্ষে রাউজানের বিভিন্ন সুন্নি মাদ্রাসায় মাইজভাণ্ডারী দর্শনের বই প্রদান করা হয়।

    হক ভাণ্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার উদ্যোগে বিতরণ করা এসব বইয়ের মধ্যে রয়েছে ৩টি পবিত্র কোরআন, গাউছুল আজম মাইজভাণ্ডারীর জীবনী, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী জীবনী, বেলায়াতে মোতলাকা, তোহ্ফাতুল আখইয়ার প্রথম খণ্ড ও ২য় খণ্ড, আলোকধারা, তাওল্লাদে গাউসিয়া। এছাড়াও প্রতিটি মাদ্রাসায় ক্যালেন্ডার প্রদ্রান করা হয়।

    ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভাণ্ডারী দর্শনের বই প্রদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক ভাণ্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, কাজী হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সাদিকুজ্জামান সফি, মাওলানা সাজ্জাদ হোসেন, আবু সৈয়দ, সরোয়ার সিকদার, মোহাম্মদ নুর উদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মোঃ তারেক প্রমুখ।

    এছাড়াও ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায়ও এসব বই প্রদান করা হয়।

  • রাউজানের চিকদাইরে মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

    রাউজানের চিকদাইরে মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী শুক্রবার রাউজানের চিকদাইর আব্দুল আলী বেপারী জামে মসজিদ সংলগ্ন হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর ঈদগাহ ময়দানে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) “র চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।

    মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ২ শাখা ও করম আলী হাজীর বাড়ীসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।

    আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি চিকদাইর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষে হয়।

    বর্ণাঢ্য র‌্যালীতে মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা যোগে হাজারো মাইজভান্ডারী আশেক ,ভক্ত অংশগ্রহণ করেন। শুক্রবার মাইজভান্ডারী সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামা ও শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন।