Tag: মাগুরা

  • সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফি

    সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতির ময়দানে নামা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেলেন মাশরাফি বিন মোর্ত্তজা। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক টাইগার এই অধিনায়ক।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

    বাইশগজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

    এর আগে অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন তার এলাকাকে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

    সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।

    এদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গতকাল (বুধবার) সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

  • যবিপ্রবি ল্যাবে যশোরের ৬৭ ও মাগুরার ১৮ নমুনা করোনা পজেটিভ

    যবিপ্রবি ল্যাবে যশোরের ৬৭ ও মাগুরার ১৮ নমুনা করোনা পজেটিভ

    যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে আজ সোমবার (২০ জুলাই) প্রকাশিত ফলাফলে ৮৫টি নমুনাকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। নমুনাগুলো যশোর ও মাগুরা জেলার।

    যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, রবিবার তাদের ল্যাবে মোট ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৫টি পজেটিভ ও ১৮৫ টি নেগেটিভ ফল এসেছে ।

    পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে যশোর জেলার ছিল ২২৩টি। এর মধ্যে ৬৭টি নমুনা পজেটিভ ফল এসেছে। আর মাগুরার ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৮টির ফল পজেটিভ রিপোর্ট এসেছে ।
    পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ২ টি জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

    যশোরের পজেটিভ নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো জানা যায়নি। নতুন আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক কাজ করবে স্থানীয় প্রশাসন কর্মকর্তারা।

    এর আগের দিন রবিবার বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেব মতে যশোর জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩২৭। এদের মধ্যে মারা গেছে ১৯ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৬৯ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

  • যশোরে আরো ৫ ও মাগুরায় ৪ জনের করোনা শনাক্ত

    যশোরে আরো ৫ ও মাগুরায় ৪ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ।যশোর প্রতিনিধি : যশোরে আরো ৫ জনের নমুনার ফল পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট ৮৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হলেন।

    বুধবার (১৩ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টির ফল পজেটিভ আর ২৭টির নেগেটিভ আসে।

    বিশ্ববিদ্যালয় সূত্র জানানো হয়, যশোরের ১৩টি নমুনার মধ্যে ৫টি, ঝিনাইদহের ৯টি নমুনার মধ্যে দুটি, মাগুরার ১৩ টি নমুনার মধ্যে চারটি এবং চুয়াডাঙ্গার চারটি নমুনার মধ্যে ১টি পজেটিভ হয়।

    যবিপ্রবি জিনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেছেন,পরীক্ষাগারের ফলাফল বুধবার সকালে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

  • ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু মাগুরায়

    ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু মাগুরায়

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। নিহত নাজমুল মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে। তিনি শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেট এলাকায় ভাঙ্গারীর ব্যবসা করতেন।

    প্রতিবেশী সোহাগ হোসেন জানান, নাজমুল গত শুক্রবার জ্বরে আক্রান্ত হন। ওইদিন পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

    মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

    মাগুরায় নাজমুল মোল্লাসহ এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হচ্ছেন- সদরের পুটিয়া গ্রামের জয়া সাহা, ধরহরা চাঁদপুর গ্রামের কলেজছাত্র সুমন মোল্লা ও সিকিরিটি কর্মী জয়নাল শরীফ।

    এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রন্ত হয়ে মোট ৪১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে পাঁচজন ভর্তি আছেন। যারা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত বলে জানিয়েছেন হাসাপাতালের ।