আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আনুমানিক ১৪০ কেজি রং মিশ্রিত চিংড়ি ও পোয়া মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ মার্চ) ভোরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে কালা বিবির দিঘি মৎস্য আড়ত ও চাতুরী চৌমুহনী বাজারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় ১২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়িা এবং ১৫ কেজি রং মিশ্রিত সামু্দ্রিক পোয়া মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত এইসব রং ও জেলি মিশ্রিত ক্ষতিকারক মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ীরা আনোয়ারা ও আশেপাশের সমুদ্রে ধরা পড়া বিভিন্ন সামুদ্রিক মাছকে সতেজ ও দীর্ঘক্ষণ তাজা রাখতে বিষাক্ত রং ও জেলি মেশাচ্ছে। আর এসব রং মিশ্রিত সামুদ্রিক নানা প্রজাতির মাছগুলোা বিক্রি হচ্ছে আনোয়ারা ও আশেপাশের বিভিন্ন হাটবাজারে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন, রং ও জেলি মিশ্রিত মাছ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিছু অসাধু ব্যবসায়ী মাছে জেলি ও রং মিশিয়ে বাজারজাতা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যাই এবং জেলি ও রং মিশ্রিত ক্ষতিকারক মাছগুলো জব্দ করি। এই সময় আমাদের উপস্থিতি টের অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
২৪ ঘণ্টা/জাবেদুল