Tag: মাঠ দিবস

  • সীতাকুণ্ডের বারৈয়াঢালায় মাঠ দিবস অনুষ্ঠিত

    সীতাকুণ্ডের বারৈয়াঢালায় মাঠ দিবস অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পানবাজারস্থ এলাকায়
    মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার দুপুরে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল। স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ,উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুল হুদা চৌধুরী,এআর মালিক সিডস প্রাঃ লিঃ এর (মার্কেট ডেভলপয়েন্ট)এরিয়া ম্যানেজার মোঃ নুরুল কাউসার, এরিয়া সেলস্ ম্যানেজার এন্ড মার্কেটিং মোঃ  খোশাল খান,মোঃ দাউদুল ইসলাম নয়ন,মোঃ জাহেদ হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত কৃষকরা মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সানি জাতের হাইব্রীড মরিচের উৎপাদন ভাল হয়। তাই এ জাতের বীজ রোপনের জন্য কৃষকদের উদ্ভোদ্ধ করা হচ্ছে।

    অনুষ্ঠান শেষে সানি জাতের মরিচ ক্ষেত পরিদর্শন করে কৃষক আবুল কালামসহ দুজনকে এআর মালিক সিডস প্রাঃ লিঃ এর পক্ষথেকে পুরস্কৃত করা হয়।

  • বোয়ালখালীতে মাঠ দিবস অনুষ্টিত

    বোয়ালখালীতে মাঠ দিবস অনুষ্টিত

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।

    সোমবার (১৮ নভেম্বর) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মাঠ দিবস উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন।

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষণ কুমার কারণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, সাংবাদিক দেবাশীষ বড়–য়া রাজু, স্কীম ম্যানেজার মমতাজ উদ্দিন।

    বক্তারা বলেন, আমাদের দেশের উৎপাদিত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। সরকার প্রদত্ত উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে খরচ অনেকটা কমে এসেছে।