সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পানবাজারস্থ এলাকায়
মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল। স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ,উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুল হুদা চৌধুরী,এআর মালিক সিডস প্রাঃ লিঃ এর (মার্কেট ডেভলপয়েন্ট)এরিয়া ম্যানেজার মোঃ নুরুল কাউসার, এরিয়া সেলস্ ম্যানেজার এন্ড মার্কেটিং মোঃ খোশাল খান,মোঃ দাউদুল ইসলাম নয়ন,মোঃ জাহেদ হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত কৃষকরা মাঠ দিবসে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সানি জাতের হাইব্রীড মরিচের উৎপাদন ভাল হয়। তাই এ জাতের বীজ রোপনের জন্য কৃষকদের উদ্ভোদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে সানি জাতের মরিচ ক্ষেত পরিদর্শন করে কৃষক আবুল কালামসহ দুজনকে এআর মালিক সিডস প্রাঃ লিঃ এর পক্ষথেকে পুরস্কৃত করা হয়।