Tag: মাঠ পরিদর্শন

  • রাউজানে আলামিয়া নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আশেকানে কনফারেন্সের মাঠ পরিদর্শন

    রাউজানে আলামিয়া নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আশেকানে কনফারেন্সের মাঠ পরিদর্শন

    রাউজানে আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহাসিক আশেকানে কনফারেন্স উপলক্ষে মাঠ পরিদর্শন করেছেন আয়োজক কমিটি।

    রবিবার (১ ডিসেম্বর) বিকেলে একটি প্রতিনিধি দল মাঠ পরিদর্শনে আসেন। এ সময় মুহাম্মদ সরোয়ার উদ্দীন, মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংবাদিক মুহাম্মদ বেলাল, আলহাজ্ব মুহাম্মদ আলী ছিদ্দীকি, মাওলানা মুহাম্মদ মনসুর উদ্দীন নিজামী, মুহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা দিদার, মুহাম্মদ সাদ্দাম, মুহাম্মদ ওসমান উপস্থিত ছিলেন।

    আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক নুর মুহাম্মদ রানা জানান, এ মাহফিলে প্রায় ২০ হাজারেরও অধিক মুসল্লির সমাগম হবে।

    এতে আওলাদে গাউছেপাক কালিম আশরাফ আল জিলানী (ভারত), শাহজাদা জামাল আশরাফ আল জিলানী (ভারত), শায়ের ওয়ায়েজ রেজা কাদেরি (পাকিস্তান), জুনায়েদ চিশতি (ভারত) সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শায়ের ও কারিগন উপস্থিত থাকবেন।