Tag: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

    চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৬ মার্চ রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন, চট্টগ্রাম মেট্টো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল, চট্টগ্রাম মেট্টো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বও দাস, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মারফিয়া আফরোজ, পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন খান, পরিদশক ব্রজলাল চাকমা ও পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম।

    আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। চট্টগ্রাম মেট্টো কার্যালয়ের হিসাবরক্ষক, সকল উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও সিপাইরা এসময় উপস্থিত ছিলেন।

    সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সংগ্রাম করে এই দেশটির স্বাধীনতা এসেছে। তাঁর জন্ম না হলে আমরা ’বাংলাদেশ’ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার জন্ম বাস্তবে রূপায়নের সম্ভাবনা সুযোগ তৈরি হয়। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল।

  • ৩১ মার্চ পর্যন্ত দেশের সব বার বন্ধ রাখার নির্দেশ

    ৩১ মার্চ পর্যন্ত দেশের সব বার বন্ধ রাখার নির্দেশ

    প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দেশের সব বার বন্ধের নির্দেশনা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মো. মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‌‘করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে।’

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার মালিকদের চিঠি দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় বার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

    তিনি জানান, বার বন্ধ রাখার এ নির্দেশনা শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

    দেশে এখন পর্যন্ত মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। এ ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ৯,৩০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৯৭১ জন।

    ভাইরাসটি দেশে আরও ছড়িয়ে পড়া ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে। মাদারীপুরের শিবচর উপজেলায় অনেক সংখ্যক প্রবাসী করোনা আক্রান্ত দেশগুলো থেকে আসার পর ঝুঁকি সৃষ্টি হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

    এদিকে স্বাস্থ্যখাতে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাব চলাকালীন ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্য খাতে যুক্ত সব কর্মকর্তা, নার্স, চিকিৎসকের ছুটি প্রাপ্য হবেন না।’

    এ ছাড়া বিদেশফেরত ব্যক্তিরা বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানলে সর্বোচ্চ ছয় মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা গুনতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক জরুরি নির্দেশনায় এ শাস্তির কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  • ফিরিঙ্গিবাজারে মিনি ট্রাকসহ চালক-হেলপার আটক : ইয়াবা উদ্ধার

    ফিরিঙ্গিবাজারে মিনি ট্রাকসহ চালক-হেলপার আটক : ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতায়ালি থানা ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পাচারের উদ্দ্যেশে মিনি ট্রাকে কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেঙ্গুর বিল এলাকার মৃত নুরুল আমিনের ছেলে চালক রফিকুল আলম (৪৩) ও একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে চালকের সহকারী খোরশেদ আলম (৩৪)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মো.রাশেদুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে ইয়াবা পরিবহণে ব্যবহৃত মিনি ট্রাক (ঢাকা মেট্টো ড-১২-১৪৩৯)টি জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ট্রাক পরিবহণের আড়ালে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় নিমিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা নিউজ/আর এস প্রিন্স

  • পটিয়ায় ২ মদ ব্যবসায়ির ১৫ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা

    পটিয়ায় ২ মদ ব্যবসায়ির ১৫ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মদ ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ।

    রবিবার বিকালে গোপন সূত্রের অভিযানে দুজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতের কাছে হাজির করলে দুজনকে ১৫ দিন করে জেল এবং ১০ হাজার টাকা করে জরিমানা করে পটিয়া সহকারী কমিশনার (ভৃমি) সাব্বির হোসেন সানি।

    দন্ডিত দুই চোলাই মদ বিক্রেতা হলেন, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের পুত্র নবী হোসেন (৪০) এবং আহম্মদ মিয়ার পুত্র মো. মনির (৩২)।

    তথ্যটি নিশ্চিত করেন পটিয়া মাদকদ্রব্য খ সার্কেলের উপ-পরিদর্শক এ কে আজাদ উদ্দিন।

  • কিশোরগঞ্জের ইয়াবা কারবারি ইয়াবাসহ পটিয়াতে গ্রেফতার

    কিশোরগঞ্জের ইয়াবা কারবারি ইয়াবাসহ পটিয়াতে গ্রেফতার

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ইয়াবা কারবারি রতন মিয়া ৫শ পিস ইয়াবা নিয়ে চট্টগ্রামের পটিয়াতে ধরা পড়েছে।

    আজ মঙ্গলবার উপজেলার মুজাফরাবাদ কলেজের পাশে নজরুল এন্ড কোং ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।

    গ্রেফতার রতন মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি পৌরসভার ১নং ওয়ার্ডের মো.হাবিবুর রহমানের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের কর্মকর্তা এ কে আজাদ উদ্দিন তথ্যটি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতার রতন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পটিয়া থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

    আগামীকাল বুধবার সকালে ইয়াবাসহ গ্রেফতার রতন মিয়াকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পটিয়া থানার (ওসি) পরিদশর্ক বোরকান উদ্দিন।

  • পটিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ি আটক

    পটিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ি আটক

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়িকে আটক করেছে 
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল।

    ১০ নভেম্বর রবিবার সকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    আটক মাদক ব্যবসায়ির নাম নিয়ামত উল্লাহ। তিনি কক্সবাজার জেলার টেকনাফ শাহ পরীরদ্বীপ ডেইল পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

    রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এতে বলা হয় আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    মঙ্গলবার ২৯ অক্টোবর সকারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারি হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামুরি এলাকার আবুল বশরের ছেলে আনিছ-উর-রহমান (২২)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইয়াবা কারবারি আনিছের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

    পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

    চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল্লাহ (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল পৌণে ১০ টার সময় ইউনিয়নের মুজাফরাবাদ এন জে উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের মহাসড়কের উপর থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করে অধিদপ্তরের চট্টগ্রাম খ সার্কেল।

    গ্রেফতার আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানা লেংগুরবিল হাবিব ছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

    গ্রেফতার আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    গণমা্ধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।