Tag: মাদকমুক্ত

  • পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অভিযান অব্যাহত থাকবে: আইজিপি

    পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অভিযান অব্যাহত থাকবে: আইজিপি

    পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ পুলিশে মাদকসেবী ও গ্রহণকারী থাকবে না। পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই। পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অভিযান অব্যাহত থাকবে।’

    আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ প্রধান।

    এ সময় নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ছেলেকে মাদকমুক্ত রাখতে হলে বাবা মাকেই উদ্যোগী হতে হবে-সুজন

    ছেলেকে মাদকমুক্ত রাখতে হলে বাবা মাকেই উদ্যোগী হতে হবে-সুজন

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, বর্তমানে যেভাবে মাদক ছড়িয়ে পড়ছে তার থেকে মুক্তি পেতে হলে বাবা মাকেই প্রথমে উদ্যোগী হতে হবে।

    পারিবারিক বন্ধন শক্তিশালী করা, কাজের ফাঁকে সন্তানদের সময় দেয়া, নিয়মিত খোঁজ খবর নেয়া, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডসহ সুস্থ বিনোদনের ব্যবস্থার মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত হওয়া সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি।

    তিনি গতকাল ২৮ সেপ্টেম্বর বিকালে নগরীর উত্তর কাট্টলীস্থ সামাজিক সংগঠন কাট্টলী সংসদের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে দিনব্যাপি আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সামাজিক সংগঠন কাট্টলী সংসদের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন আরো বলেন, যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে সে খবরও প্রতিনিয়ত মা বাবাকেই রাখতে হবে। তাছাড়া পরিবারে ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় অনুশীলনের বিকাশ ঘটানোও একান্ত আবশ্যক।

    মাদকের বিস্তার রোধে বাল্যকাল থেকেই সবার মধ্যে নৈতিক ও মানবিক শিক্ষা এবং মূল্যবোধ জাগ্রত করতে হবে। তাহলেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত সমাজ উপহার দিয়ে যেতে পারবো।

    তিনি কাট্টলী সংসদের সকল সদস্যবৃন্দকে আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষার বিস্তার, খেলাধুলার পরিবেশ তৈরি ও সুস্থ রাজনীতির চর্চার মাধ্যমে জনগনের আস্থা অর্জনে কাজ করার আহবান জানান।

    কাট্টলী সংসদের সভাপতি ইরফান আলম তানিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দ আচার্যের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব এম এ জাফর, বীর মুক্তিযোদ্বা এড. আনোয়ারুল কবির চৌধুরী, মোঃ নুরুদ্দিন, সেলিম উল্লাহ্ চৌধুরী, মোঃ আবদুস সালাম, ফেরদৌসী নাজিম, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, চৌধুরী মোহাম্মাদ আলি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, সেলিম উল্লাহ, নুরুদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন সাকি, আব্দুস সালাম, এমদাদুল হাসান বাবু, মাহবুবুরু রহমান, সাহাদাত হোসেন, সারওয়ার আলম কায়সার, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মোসলেম উদ্দিন, নুরুল কবির, শহিদুল ইসলাম দুলদুল, শোয়েব ইসলাম, আব্দুল্লাহ আল হারুন, হারুনুর রশিদ, মিজানুর রহমান মিজু, মোহাম্মদ ইসহাক, টুন্টু দাশ বিজয়, মোহাম্মদ ইব্রাহিম, হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি, ইকবাল জাবেদ, জাহিদুল আলম রুবেল, ফরমান মোস্তফা, সাফায়েত রিদয়, রায়হান সাব্বির, ফরহাদ বিন জামাল শুভ, তুসার আহমেদ, মাইনুল আলম মানিক, জিসান রহমান, প্রিয়ং বসু, মামুনুর রশিদ সানি, অসিত দেব, সামির আকাশ, মেহেদি হাসান অনিক, ফারহান আলম, নাইমুর রহমান নিশান প্রমুখ।

    দিনব্যাপী আয়োজনের ছিলো ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামুল্যে রক্ত ও ডায়াবেটিক পরীক্ষা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সুধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্টান।