Tag: মাদক বিরোধী

  • সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

    সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : “মাদক রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো ” এ শ্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কার্যলয় থেকে র‌্যালীটি শুরু হয়ে মহাসড়কে পদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

    র‌্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, ভূমি অফিসের নাজির নাছির উদ্দিন, সিএ মোঃ আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ ইসমাইলসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাউজানে মাদক বিরোধী অভিযান, আটক-৬

    রাউজানে মাদক বিরোধী অভিযান, আটক-৬

    চট্টগ্রামের রাউজানে মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি স্থান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

    আজ শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পথের হাট ভরতশ্বরী মার্কেটের সামনে থেকে ৫ কিশোরকে ৫৬ পিস ইয়াবাসহ এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঢালারমুখ তালুকদার মার্কেটের সামনে থেকে ১৫ লিটার চোলাইমদ নিয়ে একজনসহ মোট ৬ জনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নের মো. মতিনের ছেলে ইমরান (২০), মো. রুহুল আমিনের ছেলেন মো. জুয়েল (২১), মো. ইদ্রিসের ছেলেন মো. ফারুক (১৯), মো. ফজল কাদেরের ছেলে মো. মুরাদ (২০), মো. শাহ আলমের ছেলে মো. রাশেদ (১৯)। আটককৃতরা সকলে নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে ১৫ লিটার মদসহ আটক মো. জামাল (৪২) সন্দ্বীপ থানার পশ্চিম মুছাপুর গ্রামের মৃত এমরান মোল্লার ছেলে।

    এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গত ১৫ অক্টোবর থেকে বিশেষ অভিযান চলছে। শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ শনিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।