Tag: মাদামবিবিরহাটে

  • সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

    সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুর মোহাম্মদ বাচ্ছু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মাদাম বিবির হাট এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু রাস্তা পার হতে গিয়ে ঢাকামূখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাচ্ছু রংপুর জেলার তাঁরাগঞ্জ থানার পতুয়া পাড়া গ্রামের সফি উদ্দিনের পুত্র। নিহত বাচ্চু একটি শীপ ব্রেকিং ইয়ার্ডের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নিহত বাচ্ছু মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় নিয়ে আসি। অজ্ঞাত গাড়িটি বাচ্চুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাউন্সিলে আসা ৫জন বহিরাগত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার মাদামবিবির হাট এলাকায় এঘটনা ঘটে। এসময় বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাংচুর করে স্থানীয় এলাকাবাসীরা।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি দা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ক্ষতিগ্রস্থ মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

    আটককৃতরা হলেন, উপজেলার মাদাম বিবিরহাটের খাদেমপাড়া মো. রফিকের ছেলে আব্দুল নুর, নগরীর রাহাত্তারপুল মাজার গেইট এলাকার নুর আলমের ছেলে মো. মিজান, পটিয়ার বাসিন্দা তপনের ছেলে মো. টিপু, দোহাজারীর কাগোরিয়ার ইসমাইলের ছেলে মো. রেদোয়ান ও কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার নাছিরের ছেলে মো. হেলাল।

    জানা যয়, ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে সাইফুল ইসলাম রনি, মো. মুসলিম ও মো. হারুন সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা করেন। বিকাল ৫ টায় ভোট গ্রহণের কথা থাকলেও মাইক্রোবাসে করে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয়।

    পরে গাড়িটি তল্লাশী করলে সেখানে অস্ত্রসহ কয়েকজন বহিরাগতকে দেখতে পাই। পরে তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিন্তু এর আগেই উত্তেজিত জনতা বহিরাগতদের বহনকৃত গাড়িটি ভাংচুর করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ফলে নির্বাচন পন্ড হয়ে যায়।

    এবিষয়ে জানতে চাইলে সেক্রেটারী প্রার্থী সাইফুল ইসলাম রনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নির্বাচনে প্রভাব খাটানোর জন্য মুসলিম স্বাধীনতা ৭১ ক্লাবের পক্ষে বাহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসে।

    মো. মুসলিমের কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সন্ত্রাসীদের বিষয়ে আমি কিছুই জানিনা, আমি স্বাধীনতা ৭১ ক্লাবের সাথে জড়িতও নয়।

    এবিষয়ে জানতে চাইলে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ ২ নং ওয়ার্ডের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু এলাকায় অস্ত্র নিয়ে কিছু বহিরাগত এসে একটা বিশৃংখলা ঘটাতে চেয়েছিল তাই কাউন্সিল স্থগিত করা হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ খান মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মাদামবিবিরহাটে একটা মাইক্রো বাসে করে কয়েকজন বহিরাগত যুবক আসলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে, তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়।