Tag: মাদ্রাসা ছাত্রী ধর্ষণ

  • বাঁশখালীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ : রাজমিস্ত্রির যাবজ্জীবন

    বাঁশখালীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ : রাজমিস্ত্রির যাবজ্জীবন

    বাঁশখালী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

    আজ বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। দন্ডিত ধর্ষক হলো, কক্সবাজারের পেকুয়া ৬ নম্বর শীলখালি ওয়ার্ডের বজল আহমদের ছেলে মাহমুদুর রহমান হায়দার।

    রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় অপহরণের দায়ে আসামি মাহমুদুরকে ১৪ বছরের এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই ধারাতে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ আগস্ট বাঁশখালীর একটি মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রী ক্লাস করতে বের হলে অভিযুক্ত ধর্ষক তাকে অপহরণের পর ধর্ষণ করে। পরে পুলিশ চট্টগ্রামের কালুরঘাট হামিদচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং এ ঘটনায় কিশোরীর বাবা অপহরণ, ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মাহমুদুরকে আসামি করে মামলা দায়ের করেন।

    ২০১৬ সালের ২৭ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৭ সালের ২৭ আগষ্ট বিচার কার্য শুরু হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন।