Tag: মাদ্রাসা শিক্ষক

  • ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক ফয়েজুল গণি (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফয়েজুল গণি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাত ১১টার ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন মাদ্রাসা শিক্ষক ফয়েজুল গণি। তাদের কাছে গোপন এমন তথ্য ছিলো।

    তথ্যমতে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি একটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মো. মহসীন।