Tag: মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • কথিত সাংবাদিক ও মাদককারবারী সুব্রত’র চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

    কথিত সাংবাদিক ও মাদককারবারী সুব্রত’র চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

    ফটিকছড়িতে মাদককারবারীদের মূল হোতা সুব্রত’র হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসি। সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা বলেন, আজকের সুর্যদয় নামের একটি অখ্যাত পত্রিকার কথিত সাংবাদিক পরিচয়ে সুব্রত স্থানীয় গ্রামবাসিকে নানাভাবে হয়রানি করে আসছে। চট্টগ্রাম শহর থেকে একাধিক মামলার আসামী হয়ে সুব্রত দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল গ্রামে আস্তানা গড়ে তোলে। সেখানে স্থানীয় ইয়াবা ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে নিরীহ গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করে আসছে। এলাকার যুব সমাজ থেকে বৃদ্ধ যারাই মাদক ব্যবসার প্রতিবাদ করে তাদেরকে প্রশাসনের লোক দিয়ে কৌশলে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। এলাকায় বসবাসকারীদের কাছ থেকে নানাভাবে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হলে মাদক কারবারীদের দিয়ে এসব অপকর্ম করে আসছে সুব্রত।

    শুধু সাধারণ মানুষই নয় স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনের লোকজনও তার এই অপকর্ম থেকে রেহাই পাচ্ছেনা। মতের বনিবনা না হলে প্রশাসনের লোকদের বিরুদ্ধেও তার অখ্যাত পত্রিকায় সংবাদ ছাপিয়ে দেয়ার ভয় দেখানো হয়। সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয়ে জেল হাজতে যেতে হয় সুব্রতকে। কিন্তু আইনের ফাঁকে জেল থেকে ছাড়া পেয়ে আবারো এলাকার লোকজনকে নানাভাবে হয়রানিসহ হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমানে তার এমন কর্মকাণ্ডে রীতিমত আতংকে দিন কাটছে স্থানীয় এলাকাবাসির। বক্তারা অবিলম্বে মাদক কারবারীদের হোতা কথিত সাংবাদিক সুব্রতকে আইনের আওতায় এনে এলাকাটিকে মাদকমুক্ত করার জোর দাবী জানান।

    এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা মো. মাসুম, বাবুসহ অন্যরা।

  • মিরসরাইয়ে ইসলামি আন্দোলনের মানববন্ধন

    মিরসরাইয়ে ইসলামি আন্দোলনের মানববন্ধন

    মিরসরাই প্রতিনাধি: বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও ইসলাম বিদ্ধেষী পাঠ্যক্রম প্রণয়নের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

    শুক্রবার (২৭ জানুয়ারী) জুমার নামাজের পর মিরসরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পশ্চিম জেলা ইসলামি ছাত্র আন্দোলন সভাপতি আহমেদ আল জাবের, এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মনজুর এলাহী, ইসলামি ছাত্র আন্দোলন মিরসরাই থানা শাখার সভাপতি মো: রিয়াজ, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন প্রমুখ।

    মানববন্ধনে ইসলামি আন্দোলনের জেলা উপজেলার বক্তারা জাতীয় পাঠ্যপুস্তকে বিকর্তীত বিষয় সমুহ বাদদিয়ে ৯২ শতাংশ ইসলামিক ভাবধারায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানান। সাথে সাথে ইসলমী চিন্তা চেতনা ও মুসলমানদের ইমান ধ্বংসের উদ্দেশ্যে প্রণিত পাঠ্যক্রমের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি করেন। অন্যথায় রাজ পথে আন্দোলনের হুমকি দেন। মানববন্ধনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।

  • চট্টগ্রামে ৩ দফা দাবিতে আইডিইবি’র মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে ৩ দফা দাবিতে আইডিইবি’র মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএসবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করে প্রণীত অসামঞ্জস্যপূর্ণ ধারাসমূহ সংশােধন এবং পলিটেকনিক শিক্ষায় ছাত্র-শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানের ৩ দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে বুধবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌঃ মােঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে এবং আইডিইবি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌঃ মােহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌঃ জাফর আহমেদ সাদেক।

    বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা কমিটি সাধারণ সম্পাদক প্রকৌঃ মােঃ জসীম উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযােদ্ধা প্রকৌঃ মােঃ আব্দুল কুদ্দুস।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরাে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি প্রকৌঃ মেসবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ জয়দেব বৈল্য, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ এনামুল হক সাগর, চকুৰী বিষয়ক সম্পাদক প্রকৌঃ মােঃ রফিকুল ইসলাম নান্টু, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌঃ মােঃ আবু জাফর, সহ-জনসংযােগ ও প্রচার সম্পাদক প্রকৌঃ রাজীব চৌধুরী, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রকৌঃ এস এম তারেক, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌঃ মােহাম্মদ কামরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌঃ মােঃ আলমগীর হােসেন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌঃ মােঃ আবিদূর বহমান খান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌঃ সালমা আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌঃ মােহিনী রজন চারু, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ পাপন বড়ুয়া, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা খিয়ির্স ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌঃ শাহীন চৌধুরী, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি প্রকৌঃ মােয়তলী হ্যাপী, ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসােসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌঃ মির্জা রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

    সভায় বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা দীর্ঘদিনের সমাধান না হওয়ায় এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ লংঘন করে সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা প্ররকৌশলীদে অবমূল্যায়কৃত ধারা সমূহ বহাল থাকায় চরম ক্ষোঙ্গ ও হতাশা প্রকাশ করেন।

    বক্তারা বলেন, দেশের পলিটেকনিক শিক্ষা খাতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্বার্থ বিরােধী সিদ্ধান্ত সমূহ পরিবর্তন করার জন্য আইডিইবি বারবার সরকারের দৃষ্টি আর্কষন করালেও কুচক্রী মহলের কুটকৌশলের কারণে দেশের কারিগরি শিক্ষাখাত মানহীন ও ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

    প্রধান অতিথির বক্তব্যে প্রকৌঃ জাফর আহমেদ সাদেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশ অনুযায়ী ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়নকৃত ধারা সমূহ অবিলম্ববে সংশোধন করতে হবে। কারিগরি শিক্ষাখাতে অতি দ্রুত শিক্ষাবান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করে কারিগরি শিক্ষার্থী ও শিক্ষকদের হতাশা দূর করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০৪১বাস্তবায়নে পর্যাপ্তি কারিগরি জনশক্তি তৈরীর পথ অবারিত রাখতে হবে। অন্যথায় ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবি ছাত্র-শিক্ষকগণ অতীতের ন্যায় বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হবে।

    সমাবেশ ও মানববন্ধন শেষে আইডিইবি চট্টগ্রাম জেলার একটি প্রতিনিধি দল ৩ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক চট্টগ্রাম এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধনের আয়োজন করে।

    মানববন্ধন শেষে উপজেলা হল রুমে এক প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুরুদ্দিন রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী উগ্রবাদী অপশক্তির সংস্কৃতি বিরোধী ও রাষ্ট্রবিরোধী এহেন কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

    সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি যেকোন অবমাননাকর কর্মকাণ্ড প্রতিহত আহবান জানানো হয়। একই সঙ্গে ভাস্কর্য শিল্প ও সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী মৌলবাদীদের আস্ফালন বন্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

    ২৪ ঘণ্টা/দুলু