Tag: মানববন্ধন

  • পরিবেশ ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানিতে এসএমবিসি-জাপান’র বিনিয়োগ বন্ধের দাবি

    পরিবেশ ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানিতে এসএমবিসি-জাপান’র বিনিয়োগ বন্ধের দাবি

    জাপান পৃথিবীর সবথেকে ধনী এবং বাংলাদেশে বন্ধুপ্রতীম দেশগুলোর অন্যতম। ১৯৯২ সালের জলবায়ু-সনদ অনুসারে জাপান শুধু নিজের দেশে নয় বরং অন্যান্য উন্নয়নশীল দেশেরও গ্রীনহাউস গ্যাস নির্গমন কমাতে নীতিগতভাবে বাধ্য। কিন্তু জাপান সরকার ও সরকারের প্রতিষ্ঠান জাইকা এবং সুমিতম মিতসুবিসি এলএনজি ও কয়লা-বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে আমাদেরকে যেমন বিপদে ফেলছে তেমনি মানবজাতির সমান ক্ষতি করছে। এতে লাভ হচ্ছে জাপানের, কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের ও পৃথিবীর। ২০৫০ নেট-জিরো বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি যাতে ১.৫º সেলসিয়াসের নিচে থাকে তার জন্যে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রার জন্য যথেষ্ট নয়।

    মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের চান্দগাঁও এ বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লজিইডি), ক্যাব চট্টগ্রাম এবং আইএসডিই বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি উত্থাপন করেন।

    সমাবেশে বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লজিইডি) এর সদস্য সচিব হাসান মেহেদী বলেন-সুমিতম মিতসুবিসি ফাইনেন্সিয়াল গ্রুপ (এসএমবিসি)-জাপান-এর বর্তমানে বাংলাদেশে দুটি বিনিয়োগ রয়েছে একটি সামিট গাজীপুর, ফেজ-২, ৩০০ মে:ও: এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি (৩ বিলিয়ন ইউএসডি) এবং ২য়টি রিলায়েন্স মেঘনাঘাট, ৭৫০ মে:ও: এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি (১২৬৫ মিলিয়ন ইউএসডি)। যা প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ জলবায়ুু লক্ষ্যমাত্রা স্থাপনের জন্য সুমিতম মিতসুবিসি ফাইনেন্সিয়াল গ্রুপ (এসএমবিসি) এই বিনিয়োগ কাম্য নয়। বাংলাদেশে এসএমবিসি’র এ বিনিয়োগ বন্ধের এই দাবিটি বিডাব্লজিইডি এর সদস্য সংগঠনগুলো দীর্ঘদিন ধরে করে আসলেও জাপান এখনো তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে।

    সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন, “এখন আমরা পরিবেশ নিয়ে সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি। আমরা এসএমবিসি’র শেয়ারহোল্ডারদেরকে আহ্বান করছিঃ এখুনি সব গ্যাস, কয়লা, এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ বন্ধ করতে পদক্ষেপ নিন। বিশ্ব আপনাদেরকে দেখছে। আমরা এখন কোন নতুন জীবাশ্ম জ্বালানির প্রকল্প নিতে পারি না এবং বর্তমানে সকল চলমান গুলোকে অবশ্যই বন্ধ করতে হবে যদি আমরা বৈশ্বিক উষ্ণতাকে সম্ভাব্য সর্বনিম্ন পর্যায়ে দেখতে চাই।”

    আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন-২০৫০ সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি থামাতে হলে পৃথিবীর গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রা শূন্যতে নামিয়ে আনতে হবে। গ্রীনহাউস গ্যাস নির্গমনের সবথেকে বড় কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এই সময়সীমার মধ্যে শূন্য নির্গমন নিশ্চিত করার জন্য আমাদের হাতে আর সময় নেই। তাই, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA)-এর সুপারিশ অনুসারে এখনই জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই জাপানকে জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করার অঙ্গিকার ও তার বাস্তবসম্মত প্রতিফলন আনতে হবে।

    বিভিন্ন বক্তারা অবিলম্বে কয়লাসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা, প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু-বিপদাপন্নদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য বাংলাদেশকে সহায়তা করা, ২০৫০সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার জন্য বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিশ্চিত করার জন্য জাপানকে উদ্যোগ নেয়ার জোর আহ্বান জানান।

    সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। ক্যাব বিভাগীয় সংগঠক জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশনেন ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, কলামিস্ট মোহাম্মদ মুসা খান, ক্যাব পাঁচলাইশের সাধারন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ব্র্যাক চট্টগ্রাম জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, ক্যাব চান্দগাঁও ওয়ার্ডের সাধারন সম্পাদক কলিম উল্যাহ চৌধুরী, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুুরী জসিমুল হক, ক্যাব যুব গ্রুপের এম এ হানিফ নোমান, সাকিলুর রহমান, শাহরিয়ার আলম, তৌসিফ, সিএসডিএফ’র শাম্পা কে নাহার ও আইএসডিই’র মোঃ জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, উম্মে রুমানা আকতার, আফিফা তাবাস্সুম অন্তরা প্রমুখ।

  • সীতাকুণ্ডে রেলের পরিত্যক্ত জায়গায় উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

    সীতাকুণ্ডে রেলের পরিত্যক্ত জায়গায় উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে কলোনিতে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার সকাল ১০ টায় কুমিরা মাজার গেইটস্থ মহাসড়কের বাইপাস রোডে দেড় ঘন্টার মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে। এর আগে একটি মিছিল কলোনী থেকে বের হয়ে মহাসড়ক পদক্ষিণ করে।

    মানববন্ধনে একাত্মতা জানান কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন।

    জানা যায়, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ি হারা তিনশ পরিবার কুমিরা রেলওয়ে স্টেশনের উত্তরে রেলের পরিত্যক্ত জায়গায় বসবাস শুরু করে।

    তিনশ পরিবারের প্রায় ১ হাজার মানুষ দীর্ঘ ৩১ বছর ওই পরিত্যক্ত জায়গা বাস্তহারা ও দখলদার হিসেবে বসবাস করছেন।

    এখানকার বসবাসরত নুর ইসলাম বলেন, ১৯৯১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা তিনশ পরিবার রেলের পরিত্যক্ত জায়গাতে কাঁচা ঘর তৈরী করে আছি। রেলওয়ে ভূমি সংরক্ষণ নীতিমালায় রেলওয়ে কলোনি ও স্টেশন ইয়ার্ড এলাকায় কোন প্রকার লিজ প্রদান করা যায় না। তাই আমরা উক্ত ভূমি লিজের জন্যে রেলওয়ে প্রশাসনের নিকট আবেদন করি নাই।

    কিন্তু আমরা জানতে পেরেছি টি.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর অনুকুলে আলহাজ্ব আবুল কালাম নামে একজনকে আমাদের ৩১ বছর ধরে দখলীয় ভূমির মধ্যে ১.৩৩ একর ভূমি রেলওয়ে প্রশাসন কৃষি লিজ প্রদান করেছে। এরপর থেকে ওই কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেওয়া জন্যে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে।

    এব্যাপারে কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, রেলের পরিত্যক্ত জায়গাতে তিনশ পরিবারের প্রায় ৩১ বছর ধরে বসবাস করে আসছে।

    বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে ওই জায়গা একটি কোম্পানিকে লিজ দিয়ে ওই ভূমিহীন মানুষগুলোকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ওই পরিবারগুলোকে আগে পুর্ণবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।

    ২৪ ঘন্টা/এন রানা

  • ভুজপুরে পিতা-পুত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

    ভুজপুরে পিতা-পুত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

    ফটিকছড়ি প্রতিনিধিঃ ভুজপুরে পিতা-পুত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরীহ রাবার শ্রমিক মাসুদ মিয়া ও তার ছেলেকে ইয়াবা মামলায় ফাঁসিয়ে জায়গা জমির বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে বলে দাবী করেন বক্তারা। তারা উদ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত দাবী করেন।

    গতকাল সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল এলাকায় ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এ সময় মাসুদ মিয়ার স্ত্রী ফাতেমা আকতার অভিযোগ করে বলেন, স্থানীয় ইয়াবা কারবারীর সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিজিবির কতিপয় ব্যক্তিকে অর্থের বিনিময়ে ওই রাতে তাদের বাড়ীতে অভিযান চালায়। এসময় জিজ্ঞাসাবাদের কথা বলে তাঁর স্বামী রাবার শ্রমিক মাসুদ মিয়াকে হেয়াকোঁ বিজিবি ক্যাম্পে নিয়ে রাতভর শারীরিক নির্যাতন চালিয়ে একটি হাত ভেঙ্গে দেয়ার অভিযোগও করেন তিনি। পরে তার কাছে ৩৯৪ পিস ইয়াবা পেয়েছে বলে তাকে পুলিশের মাধ্যমে মাদক মামলায় চালান দেয়া হয়।

    মানববন্ধনে মাসুদ মিয়ার শ্যালক আবু তাহের বলেন, আটকের সময় বিজিবি কথিত ইয়াবা উদ্ধারে স্থানীয় কাউকে স্বাক্ষী করেনি। কিন্তু পরের দিন এসে তাদেরকে স্বাক্ষী দিতে চাপ প্রয়োগ করে। এসময় অন্যান্যের মধ্যে গ্রামের সর্দার আবদুল আলিম, বাদশা মিয়া, জয়নাল আবেদিন, আবু তাহের, আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন
    অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল মাযহার সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইয়াবা গুলো মাসুদ মিয়ার দোকানের ভিতর থেকে পাওয়া গেছে। এঘটনায় তার ছেলেও জড়িত ছিল। সে বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালিয়ে গেছে। বিজিবি তাকে মারধর করে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ মিথ্যা। তার হাতটি রোড় এক্সিডেন্টে আগে থেকে ভাঙ্গা ছিল। আর বিজিবি যেনতেন বাহিনী নয়, যে সাধারণ মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানি করবে। এগুলো বিজিবির বিরুদ্ধে অপপ্রচার মাত্র।

    এন-কে

  • রামগড়ে সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    রামগড়ে সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি॥ সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (২২ মে) রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগড় প্রেসক্লাব’র উদ্যোগে সংগঠনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

    রামগড় প্রেসক্লাব’র সা: সম্পাদক সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, দৈনিক সংবাদ’র রামগড় প্রতিনিধি শুভাশীষ দাশ এবং চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক।

    বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারও অধিক সময় আটকে রেখে হেনস্তা মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করা হয়।

    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক লিটন ভট্টাচায্য রার্না, রামগড় প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসেন, নুরুল আলম শরীফ, ঢাকা পোস্টডটকম’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু জাফর সবুজ, ঢাকা টাইমস প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিনিধি এডভোকেট আবু সুফিয়ান সবুজ, যুব রেড ক্রিসেন্টের রমগড় ইউনিট প্রধান আফসার হোসেন, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ধন মোহন ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক জিতেন্দ্র ত্রিপুরা, মহিলা কল্যাণ সমিতির এডভোকেসি সদস্য শান্তা ত্রিপুরা ও লাক্রা মারমা স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

  • সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে ফটিকছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

    সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে ফটিকছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

    ফটিকছড়ি প্রতিনিধি : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ এবং তার নিঃশর্ত মুক্তিসহ পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফটিকছড়ি বাস স্টেশনস্থ মুক্তিযোদ্ধা চত্বরে ‘ফটিকছড়ি প্রেস ক্লাব’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী (দৈনিক ইনকিলাব)।

    সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধূরীর (দৈনিক আমাদের সময়) সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া (দৈনিক জনকণ্ঠ), সহ-সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (আজকের সূর্যোদয়), যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক (দৈনিক কালের কণ্ঠ) কোষাধ্যক্ষ মুহাম্মদ নাসির উদ্দিন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), সমাজসেবা সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক মোঃ এমরান হোসেন ফরহাদ (দৈনিক পূর্বদেশ), পাঠাগার সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশরূপান্তর), কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ মাসুদ (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ জুনায়েদ (দৈনিক ভোরের দর্পণ), মোঃ কাউছার সিকদার (সাপ্তাহিক ফটিকছড়ির খবর), সাংবাদিক আহমদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ প্রমূখ।

    উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, একেএম নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, অস্থায়ী সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন শাহনেওয়াজ, মুহাম্মদ ওমর ফয়সাল প্রমূখ।

    মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের অপসারণসহ গ্ৰেফতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এডমিন ক্যাডারের পরিবর্তে স্বাস্থ্য ক্যাডারের সচিব-অতিরিক্ত সচিব নিয়োগ, সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং দেশের সর্বত্র সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • বোয়ালখালীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

    বোয়ালখালীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সংবাদকর্মীরা।

    বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বোয়ালখালী প্রেস ক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম বোয়ালখালী শাখা।

    বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও মফস্বল সাংবাদিক ফোরাম বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দিন, আবুল ফজল বাবুল, মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, এম এ মান্নান, রাজু দে, ইউছুপ রেজা, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, স.ম. রবিউল হোসাইন, মুহাম্মদ মহিউদ্দিন, এম এস এমরান কাদেরী, মো.আবু নঈম, শাহাদাত হোসেন জুনাঈদী, জয়নাল আবেদীন, তাজুল মানিক, ছোটন ও আকতার কামাল।

    এতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দেশের সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবী জানিয়ে বক্তারা সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

    ২৪ ঘণ্টা/পূজন

  • ফটিকছড়িতে ইটভাটা মালিকদের মানববন্ধন পালন

    ফটিকছড়িতে ইটভাটা মালিকদের মানববন্ধন পালন

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকরা। গতকাল বুধবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বাসস্টেশনে পালন করা মানববন্ধনে অংশ নেন ইট প্রস্তুুতকারী মালিক ও কয়েক হাজার শ্রমিক। পরে ব্রিক ফিল্ড রক্ষার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিকগণ।

    উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজমের সঞ্চালনায় ও আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সারাদেশে একই ধরনের ইটের ভাটা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা অনেকটা এ অঞ্চলের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার সুদূর প্রসারী পরিকল্পনা। ফটিকছড়ি ৪০টি ইটভাটায় প্রায় কয়েক হাজারেরও বেশি শ্রমিক কর্মরত। বর্তমানে ইটভাটা বন্ধ থাকার ফলে এ সব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের পরিবারের কথা ভেবে ইটভাটাগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

    এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম চৌধুরী, কেশব দেব, নুরুল আমিন, ফোরকানুল আমিন, নাছির উদ্দীন, শহিদুল্লাহ, হাসেম কোম্পানী, শহীদ কোম্পানি, হাবিবুল্লাহ চৌধুরী সাইফু, আনোয়ার মেম্বার, সাহেদ উল্লাহ জনি, জয়নাল আবেদিন, আজিজুল হক কোম্পানি, সিরাজুল হক কোম্পানি, মোঃ সেকান্দার, মোঃ কামাল, আনোয়ার কোম্পান, রাশেদ কোম্পনী সহ ইট ভাটার কয়েক হাজার শ্রমিক।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • রাউজানে ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকদের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

    রাউজানে ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকদের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিশাল মানবন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকরা।

    বুধবার (৩ মার্চ) চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান সদর মুন্সিরঘাটা থেকে জলিল নগর বাসস্টেশন পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার সড়কের উভয় অংশে মানববন্ধনে অংশ নেন ইট প্রস্তুুতকারী মালিক ও কয়েক হাজার শ্রমিক।

    মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ব্রিক ফিল্ড রক্ষার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিকগণ।

    মানববন্ধনে ইটভাটা মালিক সমিতির কর্মকর্তা আলহাজ্ব জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, অনুষ্টানের সমন্বয়ক সংগঠক সুমন দে, ডাক্তার সুজিত দত্ত, আজিজুল হক কোম্পানী, ইউনুচ কোম্পানী, সৈয়দ হোসেন কোম্পানী, এস এম শহিদুল্লাহ রনি, মুহাম্মদ সোহেল প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে ২৮০টিরও বেশি ইটভাটায় প্রায় দুইলক্ষ আশি হাজারেরও বেশি শ্রমিক কর্মরত। বর্তমানে ইটভাটা বন্ধ থাকার ফলে এ সব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের পরিবারের কথা ভেবে ইটভাটাগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন ইটভাটা মালিকরা।

    মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কয়েকজন শ্রমিক কান্নাজড়িত কন্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা বর্তমানে খুবই অসহায়ভাবে জীবন অতিবাহিত করছি। অনাহার-অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি আমরা। এভাবে ইটভাটাগুলো বন্ধ থাকলে না খেয়ে মরতে হবে আমাদের।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে বিধিমালা তৈরী ও বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ক্যাব’র মানববন্ধন

    ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে বিধিমালা তৈরী ও বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ক্যাব’র মানববন্ধন

    ২৪ ঘণ্টা ডট নিউজ : বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কারনে দেশ বিভিন্ন দিকে উন্নয়ন হলেও খাদ্য ব্যবসায় জড়িত কিছু অসাধু ব্যবসায়ীদের কারনে নিরাপদ খাদ্যের বিষয়ে এখনও সেভাবে অগ্রগতি লাভ নাই। সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্যে ট্রান্সফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণে জরুরি ভাবে বিধিমালা তৈরী না হওয়ায় এাখাতে শৃংখলা আসছে না। ডুবো তেলে ভাজা পুড়া, খাবারে অতিরিক্ত তেল ও চর্বি ব্যবহার, ফাস্ট ফুড, টেস্টিং সল্ট, ডালডা ইত্যাদির অতিরিক্ত ব্যবহারের কারনে চট্টগ্রামে হ্দরোগী ও ক্যান্সারের রোগী অনেক বেশী। অতিরিক্ত তেল, চর্বি ও ডুবো তেলে ভাজাপুড়াই ট্রান্স ফ্যাট। আর খাদ্যে অতিমাত্রায় ট্রান্সফ্যাট মানুষের হৃদরোগ, স্ট্রোকসহ নানা জঠিল রোগের মূল কারন। তাই দ্রুততম সময়ের মধ্যে সবধরনের ফ্যাট, তেল এবং খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা মোট ফ্যাটের ২ শতাংশ নির্ধারণের জন্য বিধিমালা তৈরী ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

    বুধবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে “স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিধিমালা তৈরী ও বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মানব বন্ধনে উপরোক্ত দাবি জানানো হয়।

    ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও ক্যাব চট্টগ্রাম ডিপিও জহুরুল ইসলাম ও ক্যাব যুব গ্রুপের সংগঠক চৌধুরী জমিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাংবাদিক ও ক্যাব বিভাগীয় কমিটির সহ-সভাপতি এম নাসিরুল হক, বিশিষ্ট সাংবাদিক গিয়াস উদ্দীন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দক্ষিন জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, ক্যাব খুলসীর সভাপতি প্রকৌশলী হাফিজুর রহমান, ক্যাব চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব জামাল খানের সভাপতি সালাহ উদ্দীন আহমদ, ক্যাব লালখান বাজারারে ঝর্না বড়ুয়া, ক্যাব পূর্ব ষোল শহরের অধ্যক্ষ কে এম মনিরুজ্জমান, আবু ইউনুচ, ক্যাব দেওয়ান বাজারের পারভীন আকতার, সংস্কৃতি কর্মী সীমা বড়ুয়া, ক্যাব বন্দরের আলমগীর বাদসা, ক্যাব আকবর শাহ থানার সালমা আকতার শিলা, আমেরিকান কর্নার চট্টগ্রামের রুমা দাশ প্রমুখ।

    বক্তারা বলেন, খাদ্যে ট্রান্স ফ্যাটের প্রধান উৎস হচ্ছে পারশিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল (পিএইচও), যা ডালডা বা বনস্পতি ঘি নামে পরিচিত। ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল (পাম, সয়াবিন ইত্যাদি) যান্ত্রিক প্রক্রিয়ায় পারশিয়ালি হাইড্রোজেনেশন করা হলে তেল তরল অবস্থা থেকে মাখনের মতো জমে যায়, এই প্রক্রিয়ায় ট্রান্সফ্যাটও উৎপন্ন হয়। এই শিল্পোৎপাদিত ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ উচ্চহারে হৃদরোগ, হৃদরোগজনিত মৃত্যু, স্মৃতিভ্রংশ (dementia) এবং স্বল্প স্মৃতিহানি (cognitive impairment) জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর হিসেব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ২ লাখ ৫০ হাজার মানুষ ট্রান্সফ্যাট গ্রহণের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশে প্রতিবছর ৫,৭৭৬ জন মানুষের মৃত্যুর জন্য দায়ি ট্রান্সফ্যাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত “ÒWHO REPORT ON GLOBAL TRANS FAT ELIMINATION ২০২০” শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে ট্রান্সফ্যাট গ্রহণের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই ঘটে ১৫টি দেশে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

    বক্তাগন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার অনেক নির্দেশনা ও বিধিবিধান জারি করলেও মাঠ পর্যায়ে যথাযথ তদারকির অভাবে সরকারের অনেকগুলি ভালো উদ্যোগের সুফল জনগন পায় না। তাই শুধু বিধিমালা তৈরী করলে হবে না। এর মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে ও নাগরিক পরীবিক্ষন জরুরি। তা না হলে কাজীর গরু খাতায় থাকবে গোয়ালে নয়-সে অবস্থা হবে। সরকার ভোজ্যতেলের দাম নির্ধারন করে দিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে যথাযথ নজরদারি না হলে অসাধু ব্যবসায়ীরা এর কার্যকর করবে না। যেরকম সরকার চালের আমদানি শুল্ক কমানোর পরও ভোক্তা পর্যায়ে তার সুফল আসে নি।

  • হল খুলে দেওয়ার দাবি চবি শিক্ষার্থীদের

    হল খুলে দেওয়ার দাবি চবি শিক্ষার্থীদের

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

    মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও আমাদের অনেক বিভাগের পরীক্ষা চলছে। আমরা বাসা থেকে ক্যাম্পাসে আসছি। আমাদের অনেকের কোনো টিউশন নেই। এ পরিস্থিতিতে হল ছাড়া আশেপাশের কটেজ বা ভাড়া বাসায় থাকা কষ্টকর।

    তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে সরকারি কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। অন্ততঃপক্ষে পরীক্ষার সময়টাতে হল খুলে দেওয়া জরুরি৷ আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    ২৪ ঘণ্টা/মেহেদি

  • খাগড়াছড়িতে পাঁচদফা দাবিতে বেসরকারী স্কুলের কর্মচারিদের মানববন্ধন

    খাগড়াছড়িতে পাঁচদফা দাবিতে বেসরকারী স্কুলের কর্মচারিদের মানববন্ধন

    খাগড়াছড়ি প্রতিনিধি : পাঁচদফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।

    মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে এ মানববন্ধন করেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মানববন্ধন শেষে সরকারের কাছে ৫ দফা দাবীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

    স্মারকলিপিতে তুলে ধরা দাবির মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণি কর্মচারীদের নুন্যতম ১১ গ্রেডের বেতন প্রদান এবং শিক্ষার্থী অনুপাতে কর্মচারী বৃদ্ধি, পদের নাম পরিবর্তন করে অফিস সুপার বা প্রশাসনিক কর্মকর্তা করা, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরিবিধি-২১২-এর দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে কর্মচারী একজন সদস্য রাখা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতি এবং সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা।

    মানববন্ধনে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ খাগড়াছড়ি শাখা , খাগড়াছড়ি সদর উপজেলার তৃতীয় শ্রেণি কর্মচারিরা অংশগ্রহণ করে।

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চবিতে মানববন্ধন

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চবিতে মানববন্ধন

    চবি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবারের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য বলেন, দেশ যখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

    এর আগে সকাল বেলাও ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক লায়লা খালেদা আঁখি, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, আহসানুল কবির পলাশ, রামেন্দু পারিয়াল, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেনসহ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/মেহেদী হাসান