Tag: মানসিক ভারসাম্যহীন যুবক

  • বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

    বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন মো.জয়নাব আলী সাকু (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ননাইয়ার মা’র ঘাট এলাকার অছি মিয়া মাঝির বাড়ী থেকে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

    নিহত সাকু ওই এলাকার মো. আবু সৈয়দের মেঝ ছেলে। সে দিনমজুরি করে সংসার চালাতো। তিনি এক কন্যা সন্তানের জনক।

    পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।

    তিনি জানান, গত দুইদিন আগে তার পিতাকে মারধর করে আহত করেছিল সাকু। এনিয়ে পারিবারিকভাবে কলহের সৃষ্টি হয়। সাকু মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।

    পিতাকে মারধর ও উৎশৃংখল আচরণ করায় পরিবারের সদস্যরা সাকুকে পিটিয়ে দড়ি দিয়ে ঘরে বেঁধে রেখেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ রবিবার সকালে সাকুকে ডাকতে গেলে দেখা যায় মৃত।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হবে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর