Tag: মামলার

  • কোতোয়ালি থানার মামলার আসামি আকবরশাহতে গ্রেফতার,অস্ত্র উদ্ধার

    কোতোয়ালি থানার মামলার আসামি আকবরশাহতে গ্রেফতার,অস্ত্র উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আকবরশাহ বিজয় নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশী পিস্তল,গুলি ও ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    গত ২৪ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার আসামির অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌণে ১২টার সময় পুলিশ অভিযানটি পরিচালনা করে। এসময় দুজন গ্রেফতার হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বাংগরা বাজার পূর্বধৈইর মো. আব্দুল খলিল মিয়া প্রকাশ খলিলুর রহমানের ছেলে মো. ওসমান মিয়া প্রকাশ উসমান (২৯) এবং ফেনী জেলার দাগনভুইঁয়া দক্ষিণ করিমপুর গ্রামের আনোয়ার হোসেন প্রকাশ কাজলের ছেলে মো. আরিফ (১৯)। বর্তমানে দুজনই নগরীর আকবরশাহ বিজয় নগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    কোতোয়ালি থানার ওসি মো. মহসীন অস্ত্রসহ দুজনকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আকবরশাহতে আসামির অবস্থান শনাক্ত হয়।

    মঙ্গলবার রাত ১২টার সময় আকবরশাহ থানা এলাকার বিজয় নগর এলাকা থেকে উসমান মিয়া ও মো.আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ টি ককটেল এবং ১১টি রামদা পাওয়া যায়।

    ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং আকবরশাহ থানা এলাকায় অবৈধভাবে জমি দখলে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।

    গ্রেফতারকৃতদের মধ্যে উসমান মিয়ার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, খুলশী ও আকবরশাহসহ বিভিন্ন থানায় অন্তত ১০টির অধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে জানিয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আকবরশাহ থানায় নতুন একটি এজাহার দায়ের করার কথা জানিয়েছেন ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সাতকানিয়ায় হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত গ্রেফতার

    সাতকানিয়ায় হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত গ্রেফতার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল ২৭ মে বুধবার রাত সোয়া ১১টার সময় উপজেলার কাঞ্চনা ৪ নম্বর ওয়ার্ড দফাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেফতার রিফাত কবির ওই এলাকার নুরুল কবিরের ছেলে। সে শিবিরের রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতামূলক মামলাসহ ডজনখানেক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

    গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে সাতকানিয়া থানার কর্তব্যরত অফিসার এস আই মো. সাইফুল বলেন, হত্যা ও নাশকতায় প্রায় ডজন খানেক মামলার এ আসামির ওয়ারেন্ট থাকা স্বর্ত্তেও দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

    বুধবার রাতে সে সাতকানিয়ায় অবস্থান করছে স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানার সকল কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সীতাকুণ্ডে মন্দির ভাংচুর মামলার আসামী গ্রেফতার

    সীতাকুণ্ডে মন্দির ভাংচুর মামলার আসামী গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মন্দির ভাংচুর ও মন্দিরের মালামাল চুরির মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতার আসামির নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা দাড়াঁলিয়াপাড়া গ্রামের মৃত ছালে আহম্মদের ছেলে।

    তার বিরুদ্ধে ২০১১ সালে মন্দির ভাংচুর ও মন্দিরের মালামাল চুরির মামলা রয়েছে। মামলা নং ( ১০৭/১১)। সীতাকুণ্ড মডেল থানার এসআই মামুন হোসেন জানান, বুধবার রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামী।