নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের বসত ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এদিকে অভিযুক্ত আব্দুর রহিম রবিন (২০) গা ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে ওই ছাত্রীর মা তার নানার বাড়িতে যায়।
এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির সামছু জামান মানিকের ছেলে আব্দুর রহিম রবিন ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় পার্শ্ববর্তী এক গৃহবধূ ঘর থেকে ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকার শুনে ঘরে ডুকলে ধর্ষক রবিন পালিয়ে যায়।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
২৪ ঘণ্টা/এম আর