Tag: মামলা দায়ের

  • কবিরহাটে বসতঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের

    কবিরহাটে বসতঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের

    নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের বসত ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    সোমবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এদিকে অভিযুক্ত আব্দুর রহিম রবিন (২০) গা ঢাকা দিয়েছেন।

    ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে ওই ছাত্রীর মা তার নানার বাড়িতে যায়।

    এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির সামছু জামান মানিকের ছেলে আব্দুর রহিম রবিন ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় পার্শ্ববর্তী এক গৃহবধূ ঘর থেকে ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকার শুনে ঘরে ডুকলে ধর্ষক রবিন পালিয়ে যায়।

    কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি আরও জানান, আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় ভারতীয় অভিনেতা সালমান খান, একতা কাপুর, পরিচালক সঞ্জয় লীলা ভানসালি, পরিচালক-প্রযোজক কারান জোহারসহ ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

    বুধবার (১৭ জুন) বিহারের একটি আদালতে মামলাটি করেন তিনি।

    এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    বিহারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে ওই আইনজীবী অভিযোগ করেছেন, অভিযুক্তরা চক্রান্তের মাধ্যমে সুশান্তকে আত্মহত্যায় বাধ্য করেছেন যা হত্যাকাণ্ডের সমতুল্য।

    মামলায় অভিযুক্ত বাকিরা হলেন- আদিত্য চোপড়া, সাজিদ নাদিওয়াদওয়ালা, ভূষণ কুমার ও পরিচালক দীনেশ।

    অভিযোগকারী আইনজীবীর ভাষ্য, অভিযুক্তরা চক্রান্ত করে সুশান্তের সিনেমা মুক্তি পেতে দেননি। এমনকি তাদের কারণে কোনো ধরনের সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেতেন না সুশান্ত।

    আইনজীবী ওঝা আরও বলেন, সুশান্তের মৃত্যুতে শুধু বিহারই নয় পুরো ভারতের মানুষই কষ্ট পেয়েছেন। ভারতীয় আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় করা এই মামলায় সাক্ষী করা হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

    প্রসঙ্গত, গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা,লরী চালককে হাজতে প্রেরণ

    সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা,লরী চালককে হাজতে প্রেরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাবাজার বাইপাস মোড়ে শনিবারের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফূজ্জামান মিন্টু এবং তার দুই কন্যা নিহত হওয়ার ঘটনায় লরী চালক ও প্রাইভেট কার চালক (অজ্ঞাত) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    রবিবার লরী চালাক জোলহাস হোসেন (২৮) এবং প্রাইভেটকার চালক (অজ্ঞাত)কে আসামী করে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মো.কাউছার। আসামী জোলহাস ফেনী জেলার দাগনভূঁইয়া থানার নন্দীপুর মীজি বাড়ি এলাকার বেলাল হোসেনের পুত্র। অপর আসামি প্রাইভেটকার চালক আটক না থাকায় তার নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। মামলা দায়েরের পর লরী চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার ধারা নং-২৭৯,৩৩৮(ক),৩০৪(খ) ও ৪২৭ দন্ডবিধি।

    এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মো.কাউছার বলেন,“আমি বাদী হয়ে রবিবার সীতাকুণ্ড মডেল থানায় লরী চালক ও প্রাইভেটকার চালককে আসামি করে পুরাতন সড়ক আইনে মামলা দায়ের করেছি।লরী চালক আটক থাকায় তাকে থানায় সোপার্দ করেছি এবং অপর আসামি প্রাইভেটকার চালককে আটক করতে না পারায় নাম-ঠিকানা জানানো সম্ভব হয়নি।”