Tag: মামলা প্রত্যাহারের

  • মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ডে প্রতিবাদ সভা

    মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ডে প্রতিবাদ সভা

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ডে।

    দৈনিক মানবজমিন পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় সোমবার দুপুর ১২টার সময় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, মোঃ জাহাঙ্গীর আলম, জাহেদুল আনোয়ার চৌধুরী ও অশোক দাশ,সঞ্জয় চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল অমিনসহ ৩২জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান এবং সারা দেশে সকল সাংবাদিকদের নিরাপাত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।